শান্তিপুর, 27 জানুয়ারি: চায়ের দোকানে ভিড় টানতে অভিনব আয়োজন ৷ মাটি, কাগজ, প্লাস্টিকের বদলে ওয়েফারের কাপে চা পরিবেশন (Tea with Edible Cup) ! আর তাতেই বাজিমাত ! অন্যরকমের এই কাপের টানেই দোকানমুখী হচ্ছেন নানা বয়সের চা-প্রেমীরা ৷ রয়েছে কফির ব্যবস্থাও ৷ তবে, চা বা কফি, আপনি যেটারই অর্ডার দিন না কেন, সেটুকু গলায় চালান করে দেওয়ার পর ওয়েফারের তৈরি এই কাপও কড়মড়িয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারবেন ৷ গরম পানীয়র সঙ্গে কাপও খেয়ে ফেলার এই সুযোগ ছাড়তে নারাজ ক্রেতারা ৷ ফলে দোকানে ভিড় হচ্ছে ভালোই ৷ লক্ষ্মীলাভে হাসি ফুটেছে দোকানদার মথুরা কর্মকারের মুখে ৷ তাঁর এই দোকানে চা খেতে হলে আপনাকে আসতে হবে নদিয়ার (Nadia) শান্তিপুরের নতুনহাট এলাকায় ৷
চিবিয়ে খেয়ে ফেলা যায়, খাবার পরিবেশনের ক্ষেত্রে এমন পাত্রের ব্যবহার নতুন কিছু নয় ৷ ওয়েফারের কোনে আইসক্রিম পরিবেশন তার অন্যতম উদাহরণ ৷ এই ওয়েফার আদতে বিস্কুট জাতীয় একটি খাদ্যবস্তু ৷ চা পরিবেশনের জন্য সেই ওয়েফারের তৈরি কাপই ব্যবহার করেছেন মথুরা ৷ তাঁর দাবি, তিনি এই কাপের কথা জানতে পারেন সোশাল মিডিয়ায় ৷ কলকাতার বড়বাজার থেকে বরাত দিয়ে এই কাপ কেনেন তিনি ৷ বিস্কুটের কাপ হওয়ায় মথুরার এই চায়ের দাম কিছুটা বেশি ৷ এক কাপ চায়ের দাম 12 টাকা ৷ আর এক কাপ কফি খেতে হলে খরচ করতে হবে 15 টাকা ৷
আরও পড়ুন: বিরিয়ানি-লিচু-কাজু-কিশমিশ, 25 ভিন্ন স্বাদের চা বিক্রি করে শোরগোল ফেলেছেন সঞ্জয় দত্ত
মথুরা জানালেন, চা বানানোর হাত তাঁর বরাবরই ভালো ৷ চা বিক্রি করছেন গত 9 বছর ধরে ৷ কিন্তু, নতুনহাটে তাঁর এই দোকানটির উদ্বোধন হয় বৃহস্পতিবার ৷ একে সরস্বতীপুজো, তার উপর সাধারণতন্ত্র দিবস, ছুটির দিন হওয়ায় এবং উৎসবের আমেজ থাকাতেই এই দিনটিকে দোকান উদ্বোধনের জন্য বেছে নেন মথুরা ৷
এদিকে, বিস্কুটের কাপে চা পরিবেশনের খবর ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে ৷ তাই চা খেতে ভিড় জমে যাচ্ছে মথুরার দোকানের বাইরে ৷ পড়ছে লম্বা লাইন ৷ কিন্তু, তারপরও কেউ কেউ বলছেন, "12 টাকায় এক কাপ চা ! দামটা বড্ড বেশি ৷ রোজ রোজ খাওয়া যাবে না ৷ কিন্তু, মাঝেমধ্যে খাওয়া যেতেই পারে ৷"
তবে, কেউ যদি ওয়েফারের কাপে চা না খেতে চান, তাতেও সমস্য়া নেই ৷ কারণ, মথুরার দোকানে রকমারি মাটির কাপও রয়েছে ৷ চাইলে তাতেও চা বা কফি পাওয়া যাবে ৷