ETV Bharat / state

প্রশাসক কমিটি গঠন নিয়ে সমস্যা, রানাঘাট পৌরসভার গেটে অবস্থান- বিক্ষোভ তৃণমূলের একাংশের

কমিটির নাম ঘোষণা থেকেই ঝামেলার সূত্রপাত । বাদ যায় দীর্ঘদিনের কাউন্সিলর পবিত্রকুমার ব্রহ্মর নাম । এরপরই আজ সকালে পৌরসভা গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন তাঁর অনুগামীরা ।

ছবি
ছবি
author img

By

Published : May 19, 2020, 3:29 PM IST

রানাঘাট, 19 মে : পৌরসভার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি । নির্বাচন হয়নি কোরোনার জেরে । এই পরিস্থিতিতে প্রশাসক কমিটি গঠন হয়েছে রানাঘাট পৌরসভায় । এই কমিটি নিয়ে এবার সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । কমিটিতে দীর্ঘদিনের কাউন্সিলরের জায়গা না হওয়ায় আজ সকালে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের একাংশ । লকডাউন উপেক্ষা করেই পৌরসভার গেটে জড়ো হন অনেকে ।

পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক বসেছে রানাঘাট পৌরসভায় । পৌরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রশাসক কমিটির শীর্ষে রেখে আরও তিন সদস্যের নাম ঘোষণা করা হয় গতকাল । কমিটির নাম ঘোষণা থেকেই ঝামেলার সূত্রপাত । ওই কমিটিতে স্থান পান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিজয়প্রসাদ মল্লিক, কাউন্সিলর কোষলদেব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের রানাঘাটের সভাপতি অসিত দত্ত । বাদ যান দীর্ঘদিনের কাউন্সিলর পবিত্রকুমার ব্রহ্মর নাম । এরপরই আজ সকালে পৌরসভা গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন পবিত্র ব্রহ্মর অনুগামীরা ।

এবিষয়ে পবিত্রবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিক্ষোভের কথা জানা নেই ।" তবে কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ গোপন করেননি তিনি । জানান, নাম বাদ যাওয়ায় ব্যথিত। আজকের এই বিক্ষোভের ব্যাপারে পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিক্ষোভের কথা অস্বীকার করেন । বলেন, "বিক্ষোভের কথা জানা নেই । সুস্থভাবে কমিটি গঠন করা হয়েছে ।"

রানাঘাট, 19 মে : পৌরসভার মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি । নির্বাচন হয়নি কোরোনার জেরে । এই পরিস্থিতিতে প্রশাসক কমিটি গঠন হয়েছে রানাঘাট পৌরসভায় । এই কমিটি নিয়ে এবার সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । কমিটিতে দীর্ঘদিনের কাউন্সিলরের জায়গা না হওয়ায় আজ সকালে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় স্থানীয় তৃণমূলের একাংশ । লকডাউন উপেক্ষা করেই পৌরসভার গেটে জড়ো হন অনেকে ।

পৌরসভার মেয়াদ শেষ হওয়ায় প্রশাসক বসেছে রানাঘাট পৌরসভায় । পৌরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রশাসক কমিটির শীর্ষে রেখে আরও তিন সদস্যের নাম ঘোষণা করা হয় গতকাল । কমিটির নাম ঘোষণা থেকেই ঝামেলার সূত্রপাত । ওই কমিটিতে স্থান পান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা বিজয়প্রসাদ মল্লিক, কাউন্সিলর কোষলদেব বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের রানাঘাটের সভাপতি অসিত দত্ত । বাদ যান দীর্ঘদিনের কাউন্সিলর পবিত্রকুমার ব্রহ্মর নাম । এরপরই আজ সকালে পৌরসভা গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হন পবিত্র ব্রহ্মর অনুগামীরা ।

এবিষয়ে পবিত্রবাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিক্ষোভের কথা জানা নেই ।" তবে কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ গোপন করেননি তিনি । জানান, নাম বাদ যাওয়ায় ব্যথিত। আজকের এই বিক্ষোভের ব্যাপারে পার্থসারথি চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বিক্ষোভের কথা অস্বীকার করেন । বলেন, "বিক্ষোভের কথা জানা নেই । সুস্থভাবে কমিটি গঠন করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.