নদিয়া, 2 মে: উজবেকিস্তানে পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের তিনটে ইভেন্টে সোনা এবং রুপো জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছে বাংলার মেয়ে রেজওয়ানা মল্লিক হেনা। এপ্রিল মাসের শেষ সপ্তাহে 400 মিটার এবং 200 মিটার দৌড়ে সোনা জিতেছে হেনা ৷ শুধু তাই নয়, 400 মিটার দৌড় তিনি 52.98 সেকেন্ডে কভার করে রেকর্ড তৈরি করেছে হেনা ৷ মেয়ের জয়ে গর্বিত বাবা-মা ও এলাকার মানুষ ৷
নদিয়ার নবদ্বীপ থানার বামুনপুকুর সোনডাঙ্গা এলাকার বাসিন্দা রেজওয়ানা মল্লিক হেনা। খেলার জন্য উজবেকিস্তানে বর্তমানে থাকলেও হেনা সোনডাঙ্গা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। রেজওয়ানার বাবা রেজাউল ইসলাম মল্লিক পেশায় পার্শ্বশিক্ষক। কৃষ্ণনগরে একটি বিদ্যালয় তিনি শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ছোট বাচ্চাদের কবাডি খেলার প্রশিক্ষণও দেন। স্বল্প আয়েই কোনওমতে চলে সংসার ৷ একসময়ে রেজওয়ানার বাবা এবং মা দু'জনেই ছিলেন কবাডি প্লেয়ার। দু'জনেই রাজ্যস্তরে কবাডি খেলেছেন। কিন্তু পারিবারিক পরিস্থিতি এবং অন্যান্য কারণে আর সেই খেলা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন তাঁরা ৷ ফলে নিজেদের স্বপ্ন মেয়ের চোখ দিয়েই সফল করতে চান বাবা রেজাউল ইসলাম ও মা অনিমা মল্লিক হেনা ৷
সেই স্বপ্ন নিয়ে ছোট থেকেই মেয়েকে প্রথমে স্থানীয় একটি কোচের কাছে প্র্যাকটিস করতে পাঠাতেন। এরপর কলকাতার কোচ কল্যাণ চৌধুরীর কাছে প্রশিক্ষণ নিয়েছে হেনা ৷ কল্যাণ চৌধুরীর হাত ধরেই বেঙ্গালুরুতে গিয়ে প্রশিক্ষণ নেয় রেজওয়ানা মল্লিক হেনা ৷ এপ্রিল মাসের শেষ সপ্তাহে উজবেকিস্তানের পঞ্চম ইউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে রেজওয়ানা। সেখানে 400 মিটার ও 200 মিটার দৌড়ে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করে বঙ্গতনয়া।
আরও পড়ুন: পায়ে পায়েই চার্জ হবে মোবাইল! 'স্মার্ট শু' বানিয়ে চমক চন্দননগরের সৌভিকের
এই বিষয়ে বাবা রিজাউল ইসলাম মল্লিক বলেন, "নিজেদের স্বপ্নপূরণ করতে পারিনি ৷ তখনই ভেবে রেখেছিলাম নিজের মেয়েকে দিয়েই সেই স্বপ্ন পূরণ করব। সেই জেদকে সামনে রেখে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছে রেজওয়ানা। বিভিন্ন দিক থেকে আর্থিক সাহায্য পেলেও সরকার যদি একটু সাহায্যের হাত বাড়ায় তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারি।" রেজওয়ানার মা অনিমা মল্লিক হেনা বলেন, "ভবিষ্যতে মেয়ের এই খেলার স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে দরকার আর্থিক সাহায্যের ৷ কোনও সংস্থা এগিয়ে এলে অথবা সরকারী সাহায্য পেলে উপকার হয় ৷"