বগুলা, 6 সেপ্টেম্বর: নদিয়ার বগুলায় গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল বুধবার ৷ হাসপাতালের নাম বদলে স্বপ্নদীপ গ্রামীণ হাসপাতাল রাখার বিরোধিতা করেছেন এলাকাবাসী ৷ এর প্রতিবাদে এদিন কালি দিয়ে মুছে দেওয়া হয় হাসপাতালের নতুন নাম । এই নাম বদল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রেক্ষিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছিল স্বপ্নদীপ গ্রামীণ হাসপাতাল ।
এদিন হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল হাসপাতাল । সরকারিভাবে নতুন নামের উদ্বোধনের কথা ছিল বুধবার । আর এই বিষয়টি ঘিরেই এদিন ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ । কালি দিয়ে মুছে দেওয়া হয় নতুন নাম ৷ বিক্ষোভকারীদের দাবি, বগুলা নামের সঙ্গে জড়িয়ে আছে তাঁদের ঐতিহ্য ও নারীর টান । তাই এলাকার নামেই রাখতে হবে হাসপাতালের নাম ৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে গত মাসে রহস্য মৃত্যু হয় 17 বছর বয়সি এক পড়ুয়ার ৷ এই ঘটনায় ওঠে এসেছে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ বিষয়টি নিয়ে কদিন আগেই উত্তাল হয় রাজ্য-রাজনীতি ৷ এরপরেই সম্প্রতি ওই পড়ুয়ার নামে হাসপাতালটির নাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এলাকাবাসী ৷ তাঁদের পালটা দাবি, প্রয়োজনে যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হোক । যারা ওই পড়ুয়ার মৃত্যুর জন্য দায়ি, তাদেরও শাস্তির দাবি ওঠে এদিন ৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যাদবপুরে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের
অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বগুলা হাসপাতালে চাকরিতে যোগদান করতে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন মৃত ছাত্রের মা। সঙ্গে ছিলেন পড়ুয়ার বাবাও ৷ ওই পরিবার বিক্রি হয়ে গিয়েছে এই অভিযোগও ওঠে হাসপাতাল চত্বরে ৷ যদিও এই অভিযোগ মানতে চাননি মৃত পড়ুয়ার বাবা ৷ তাঁর দাবি, মিথ্যে অভিযোগ করা হচ্ছে ৷