ETV Bharat / state

সন্দেহ হয়েছিল জওয়ানদের, তল্লাশি চালাতেই উদ্ধার ডলার ও সোনা - Nodia

372টি ডলার ও 4টি সোনার বিস্কিটসহ চাপড়ার হৃদয়পুর সীমান্তে গ্রেপ্তার পাচারকারী । নাম বুদ্ধদেব বিশ্বাস ।

উদ্ধার ডলার ও সোনা
author img

By

Published : Jun 23, 2019, 5:53 PM IST

Updated : Jun 23, 2019, 7:37 PM IST

চাপড়া, 23 জুন : আমেরিকান ডলার ও সোনার বিস্কিটসহ গ্রেপ্তার হল এক পাচারকারী । নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্তের ঘটনা । ধৃতের নাম বুদ্ধদেব বিশ্বাস । তার কাছ থেকে 100 অ্যামেরিকান ডলারের 372 টি নোট ও 8টি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে ।

আজ সকালে হৃদয়পুর সীমান্তে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় সেখানে কর্মরত BSF জওয়ানদের । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা । কথায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ডলার ও বিস্কিট । তার কাছ থেকে উদ্ধার হওয়া ডলার ও বিস্কিটের আনুমানিক মূল্য প্রায় 36 লাখ 10 হাজার 761 টাকা।

উদ্ধার হওয়া বিস্কিট ও ডলার

এরপর জওয়ানরা বুদ্ধদেবকে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ ।

চাপড়া, 23 জুন : আমেরিকান ডলার ও সোনার বিস্কিটসহ গ্রেপ্তার হল এক পাচারকারী । নদিয়ার চাপড়ার হৃদয়পুর সীমান্তের ঘটনা । ধৃতের নাম বুদ্ধদেব বিশ্বাস । তার কাছ থেকে 100 অ্যামেরিকান ডলারের 372 টি নোট ও 8টি সোনার বিস্কিট উদ্ধার হয়েছে ।

আজ সকালে হৃদয়পুর সীমান্তে এক ব্যক্তিকে দেখে সন্দেহ হয় সেখানে কর্মরত BSF জওয়ানদের । তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জওয়ানরা । কথায় অসঙ্গতি দেখে তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ডলার ও বিস্কিট । তার কাছ থেকে উদ্ধার হওয়া ডলার ও বিস্কিটের আনুমানিক মূল্য প্রায় 36 লাখ 10 হাজার 761 টাকা।

উদ্ধার হওয়া বিস্কিট ও ডলার

এরপর জওয়ানরা বুদ্ধদেবকে চাপড়া থানার পুলিশের হাতে তুলে দেয় । তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:আবার বড় সরো সাফল্য বর্ডারে পাহারা দেওয়া বিএসএফ কর্মীদের।চাপড়ার হৃদয়পুর সীমান্তে পাচার হওয়ার আগেই বিপুল পরিমাণ আমেরিকান ডলার ও সোনার বিস্কুট উদ্ধার করল বি এস এফ ।
সূত্রের খবর,আজ সকালে হৃদয়পুর সীমান্তে বুদ্ধদেব বিশ্বাস নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে। তার কাছ থেকে 100ডলার মূল্যের 372 টি আমেরিকান ডলার ও 8টি সোনার বিস্কুট সহ মোট 1029গ্রাম সোনা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য প্রায় 36 লক্ষ দশ হাজার 761 টাকা। এবং ভারতীয় টাকা অনুযায়ী ডলারের মূল্য পঁচিশ লক্ষ অষ্টআশি হাজার তিনশ ছিয়াত্তর টাকা। জানা যায় কাঁটাতার পার করে বাংলাদেশে পাচার করার সময় হাতেনাতে ধরে ফেলে বি এস এফ জওয়ানের 81 নম্বর ব্যাটেলিয়ান ফোর্স।Body:BSF BORDERConclusion:
Last Updated : Jun 23, 2019, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.