ETV Bharat / state

হাঁসখালিতে গাড়ির ধাক্কায় মৃত নাবালক সহ 2 - Nadia Accident

হাঁসখালিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল নাবালক সহ দু'জনের ৷

আহত ব্যক্তি
author img

By

Published : Aug 19, 2019, 1:00 PM IST

Updated : Aug 19, 2019, 3:05 PM IST

হাঁসখালি, 19 অগাস্ট : নদিয়ার হাঁসখালিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল নাবালক সহ দু'জনের । আহত আরও পাঁচজন । গাড়ির চালক পলাতক । গাড়িটিকে আটক করেছে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

গতরাতে হাঁসখালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষ্ণনগর-হাঁসখালি রোডের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন ৷ সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের ৷ কিছু দূর যাওয়ার পরই গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায় চালক৷ পুলিশ এসে গাড়িটিকে আটক করে ৷

মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই হাঁসখালি থানার চিত্রশালী এলাকার বাসিন্দা । গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

হাঁসখালি, 19 অগাস্ট : নদিয়ার হাঁসখালিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল নাবালক সহ দু'জনের । আহত আরও পাঁচজন । গাড়ির চালক পলাতক । গাড়িটিকে আটক করেছে পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

গতরাতে হাঁসখালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষ্ণনগর-হাঁসখালি রোডের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন ৷ সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের ৷ কিছু দূর যাওয়ার পরই গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায় চালক৷ পুলিশ এসে গাড়িটিকে আটক করে ৷

মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই হাঁসখালি থানার চিত্রশালী এলাকার বাসিন্দা । গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

Intro:নদীয়ার হাঁসখালি তে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুসহ দুজনের। আহত আরও ৫ জন। ঘটনাটি ঘটেছে হাঁসখালি থানার বুধপাড়া এলাকায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধারে ছুটে আসে। পরে কয়েকটি গাড়িতে করে আহতদের শক্তিনগর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক শিশু সহ দুজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের চিকিৎসকেরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালি ও কোতোয়ালি থানার পুলিশ। গাড়িটি আটক করতে পারলেও ঘাতক গাড়ির চালক পলাতক বলে জানায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে কৃষ্ণনগর- হাঁসখালি রোড এর উপর ভূতপাড়ায় হাঁসখালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই শিশু সহ বেশ কিছু মানুষ। সেই সময় একটি ছোট চার চাকার গাড়ি বেপরোয়াভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ওই সব পথচারীদের ধাক্কা দেয়। এরপর কিছু দূরে গিয়ে গাড়ি ফেলে চম্পট দেয় ঘাতক চালক। পুলিশ এসে ঘাতক গাড়িটিকে আটক করে। মৃত ও আহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে । স্থানীয় সূত্রের খবর মৃত ও আহতদের মধ্যে অধিকাংশ হাঁসখালী থানার চিত্রশালী এলাকার বাসিন্দা। ঘাতক গাড়ির চালকের সন্ধানে পুলিশ।Body:HANSKHALI ACCIDENTConclusion:
Last Updated : Aug 19, 2019, 3:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.