হাঁসখালি, 19 অগাস্ট : নদিয়ার হাঁসখালিতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল নাবালক সহ দু'জনের । আহত আরও পাঁচজন । গাড়ির চালক পলাতক । গাড়িটিকে আটক করেছে পুলিশ ।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : প্রয়াত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র
গতরাতে হাঁসখালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষ্ণনগর-হাঁসখালি রোডের পাশে দাঁড়িয়েছিল কয়েকজন ৷ সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাদের ৷ কিছু দূর যাওয়ার পরই গাড়ি ফেলে সেখান থেকে পালিয়ে যায় চালক৷ পুলিশ এসে গাড়িটিকে আটক করে ৷
মৃত ও আহতদের মধ্যে অধিকাংশই হাঁসখালি থানার চিত্রশালী এলাকার বাসিন্দা । গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷