হাঁসখালি, 14 এপ্রিল : হাঁসখালিতে মৃত নাবালিকার শ্রাদ্ধ করতে চাইছেন না কোনও পুরোহিত ৷ মৃতার পরিবারের অভিযোগ, কোনও পুরোহিতই নির্যাতিতার বাড়িতে আসতে চাইছেন না । তার একমাত্র কারণ, হুমকি । পরিবারের অভিযোগ, এলাকার পুরোহিতদের সতর্ক করে দেওয়া হয়েছে, নাবালিকার শ্রাদ্ধের কাজের দায়িত্ব যেন কেউ না নেন । একই কারণে বাড়ির চৌহদ্দিতে দেখা যাচ্ছে না কোনও ক্ষৌরকারকেও (No Priest, Barber is ready to take part in the last rites of the rape victim) ৷
হিন্দু শাস্ত্র অনুযায়ী, কারও মৃত্যু হলে বাড়িতে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ-শান্তি করতে হয় । 5 এপ্রিল ভোররাতে গণধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বছর চোদ্দর ওই নাবালিকার । প্রমাণ লোপাটের চেষ্টায় তড়িঘড়ি দাহ করে দেওয়া হয় ৷ তারপরে দশ দিন কেটে গেলেও এখনও শ্রাদ্ধশান্তির কোনও চিহ্নই নেই বাড়িতে ।
হাঁসখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত ৷ ইতিমধ্যেই সিবিআইয়ের দু'টি দল পৌঁছে গিয়েছে এলাকায় ৷ অনেকেই বলছেন, সিবিআইয়ের খপ্পরে পড়তে চান না কেউ ৷ যার কারণে নির্যাতিতার বাড়ির কাছে দেখা মিলছে না কোনও পুরোহিত, ক্ষৌরকারের ৷
আরও পড়ুন : সিবিআইয়ের হাতে হাঁসখালি গণধর্ষণকাণ্ডের তদন্ত ভার দেওয়ায় খুশি মৃতার পরিবার
কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ এসেছে পরিবারের তরফ থেকে । এলাকার পুরোহিত, ক্ষৌরকারদের একটাই কথা ৷ ‘ওই বাড়ি যাব না’ । পরিবারের দাবি, তাঁদের হুমকি দেওয়া হয়েছে । না হলে কেন তাঁরা শ্রাদ্ধের কাজ করতে আসবেন না ৷ এই ঘটনার পর নির্যাতিতার পরলৌকিক ক্রিয়া-কর্ম করানোর বিষয়ে প্রশাসন এখনও নিশ্চুপ ৷