ETV Bharat / state

সিল্কের জামদানি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার তাঁতশিল্পী

author img

By

Published : Oct 17, 2020, 5:54 PM IST

এর আগেও একবার সময় দেওয়া হয়েছিল দিল্লিতে যাওয়ার জন্য । কিন্তু কোরোনা সংক্রমণের কারণে সেই তারিখটি বাতিল হয়ে যায় ।

Nadia based weaver is getting President's award for making silk jamdani sari
সিল্কের জামদানি শাড়ি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার তাঁতশিল্পী

নদিয়া, 17 অক্টোবর : সিল্কের জামদানি শাড়ির উপর অসামান্য কারুকার্য ছাপিয়ে তুলে এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার এক তাঁত শিল্পী । সংসারের কাজ সম্পূর্ণ করে , দীর্ঘ 35 বছর ধরে তাঁত বোনার কাজ করছেন নদিয়ার সরস্বতী সরকার ৷

নদীয়া রানাঘাট থানার হবিবপুর রঘুনাথপুরের বাসিন্দা রঞ্জিত সরকার ও তাঁর স্ত্রী সরস্বতী সরকার । সরস্বতী সরকার বিয়ের পর থেকেই তার স্বামীর রঞ্জিত সরকারের বাড়ি এসে তাঁত বোনার কাজ শুরু করেন । দীর্ঘ 35 বছর ধরে তারা কাজ করছেন ৷ লকডাউনের আগে থেকেই প্রায় সাত মাস ধরে তারা স্বামী-স্ত্রী দুজনে মিলে সিল্কের জামদানি শাড়ি বোনা শুরু করেন । তার সংসারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে । সরস্বতী সরকারের স্বামী রঞ্জিত সরকার দীর্ঘসময় চাষের কাজে ব্যস্ত থাকেন । তাই সংসারের সম্পূর্ণ কাজ সামলাতে হয় সরস্বতী সরকারকেই । সংসারের সমস্ত কাজ সামলে তিনি শাড়ি বুনতেন । প্রায় সাত মাস ধরে একটি সিল্কের জামদানি শাড়ি তৈরি করা শুরু করেন । যে শাড়ির উপরে রয়েছে বিভিন্ন ধরনের নকশা । শাড়ির উপরেই ফুটিয়ে তোলা হয়েছে ময়ূর ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পাখি ও লতা । সম্পূর্ণ চোখের দৃষ্টি দিয়ে নিখুঁতভাবে শাড়ি তৈরি করেছে তিনি । সেই শাড়িটি তৈরি করে মহাজন মারফত পাঠানোর পর তা সরকারের নজরে আসে । এরপরেই সরস্বতী সরকারকে কলকাতায় পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় । পরীক্ষা দিয়ে আসার পর কয়েক মাস পরেই তার বাড়িতে একটি চিঠি আসে । যেখানে স্পষ্ট লেখা রয়েছে সরস্বতী সরকার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন । আর এই খবর প্রকাশ হতেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে গোটা পরিবার । যদিও তিনি এখনও রাষ্ট্রপতির ঘোষণার পর পুরস্কার হাতে পাননি ।

এর আগেও একবার সময় দেওয়া হয়েছিল দিল্লিতে যাওয়ার জন্য । কিন্তু কোরোনা সংক্রমণের কারণে সেই তারিখটি বাতিল হয়ে যায় । এরপর কলকাতায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার কথা জানানো হয় । কিন্তু সেটিও বাতিল হয়ে যায় । তাই এখন তাঁর প্রাপ্য রাষ্ট্রপতি পুরস্কারটি হাতে পাওয়ার জন্য দিন গুনছেন তিনি ।

সিল্কের জামদানি শাড়ি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার তাঁতশিল্পী

এবিষয়ে তাঁতশিল্পী সরস্বতী সরকার বলেন, " সংসারের সব কাজ করে মোটামুটি দিনে 6 থেকে 7 ঘণ্টা আমি কাপড় বোনার কাজ করতাম । একটি শাড়ি তৈরি করতে প্রায় 7 মাস সময় লেগেছিল আমার । এই পুরস্কারটি পাওয়ার কথা শুনে খুব আনন্দ হচ্ছে । বর্তমানে তাঁত শিল্পের অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে । আগামীদিনে সরকার একটু এদিকে নজর দিক ৷ যাতে তাঁত শিল্পটিকে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করুক । অন্যথায় নদীয়া জেলার এই গুরুত্বপূর্ণ শিল্পটি হারিয়ে যেতে পারে । "

নদিয়া, 17 অক্টোবর : সিল্কের জামদানি শাড়ির উপর অসামান্য কারুকার্য ছাপিয়ে তুলে এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার এক তাঁত শিল্পী । সংসারের কাজ সম্পূর্ণ করে , দীর্ঘ 35 বছর ধরে তাঁত বোনার কাজ করছেন নদিয়ার সরস্বতী সরকার ৷

নদীয়া রানাঘাট থানার হবিবপুর রঘুনাথপুরের বাসিন্দা রঞ্জিত সরকার ও তাঁর স্ত্রী সরস্বতী সরকার । সরস্বতী সরকার বিয়ের পর থেকেই তার স্বামীর রঞ্জিত সরকারের বাড়ি এসে তাঁত বোনার কাজ শুরু করেন । দীর্ঘ 35 বছর ধরে তারা কাজ করছেন ৷ লকডাউনের আগে থেকেই প্রায় সাত মাস ধরে তারা স্বামী-স্ত্রী দুজনে মিলে সিল্কের জামদানি শাড়ি বোনা শুরু করেন । তার সংসারে রয়েছে এক মেয়ে ও এক ছেলে । সরস্বতী সরকারের স্বামী রঞ্জিত সরকার দীর্ঘসময় চাষের কাজে ব্যস্ত থাকেন । তাই সংসারের সম্পূর্ণ কাজ সামলাতে হয় সরস্বতী সরকারকেই । সংসারের সমস্ত কাজ সামলে তিনি শাড়ি বুনতেন । প্রায় সাত মাস ধরে একটি সিল্কের জামদানি শাড়ি তৈরি করা শুরু করেন । যে শাড়ির উপরে রয়েছে বিভিন্ন ধরনের নকশা । শাড়ির উপরেই ফুটিয়ে তোলা হয়েছে ময়ূর ৷ সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পাখি ও লতা । সম্পূর্ণ চোখের দৃষ্টি দিয়ে নিখুঁতভাবে শাড়ি তৈরি করেছে তিনি । সেই শাড়িটি তৈরি করে মহাজন মারফত পাঠানোর পর তা সরকারের নজরে আসে । এরপরেই সরস্বতী সরকারকে কলকাতায় পরীক্ষার জন্য ডেকে পাঠানো হয় । পরীক্ষা দিয়ে আসার পর কয়েক মাস পরেই তার বাড়িতে একটি চিঠি আসে । যেখানে স্পষ্ট লেখা রয়েছে সরস্বতী সরকার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন । আর এই খবর প্রকাশ হতেই উচ্ছ্বাসিত হয়ে পড়ে গোটা পরিবার । যদিও তিনি এখনও রাষ্ট্রপতির ঘোষণার পর পুরস্কার হাতে পাননি ।

এর আগেও একবার সময় দেওয়া হয়েছিল দিল্লিতে যাওয়ার জন্য । কিন্তু কোরোনা সংক্রমণের কারণে সেই তারিখটি বাতিল হয়ে যায় । এরপর কলকাতায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়ার কথা জানানো হয় । কিন্তু সেটিও বাতিল হয়ে যায় । তাই এখন তাঁর প্রাপ্য রাষ্ট্রপতি পুরস্কারটি হাতে পাওয়ার জন্য দিন গুনছেন তিনি ।

সিল্কের জামদানি শাড়ি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন নদীয়ার তাঁতশিল্পী

এবিষয়ে তাঁতশিল্পী সরস্বতী সরকার বলেন, " সংসারের সব কাজ করে মোটামুটি দিনে 6 থেকে 7 ঘণ্টা আমি কাপড় বোনার কাজ করতাম । একটি শাড়ি তৈরি করতে প্রায় 7 মাস সময় লেগেছিল আমার । এই পুরস্কারটি পাওয়ার কথা শুনে খুব আনন্দ হচ্ছে । বর্তমানে তাঁত শিল্পের অবস্থা খুব খারাপ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে । আগামীদিনে সরকার একটু এদিকে নজর দিক ৷ যাতে তাঁত শিল্পটিকে বাঁচিয়ে রাখা যায় সেই ব্যবস্থা করুক । অন্যথায় নদীয়া জেলার এই গুরুত্বপূর্ণ শিল্পটি হারিয়ে যেতে পারে । "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.