ETV Bharat / state

কোটি টাকা খরচে তৈরি 'মৃত্তিকা' আজ বন্ধ পর্যটকের অভাবে - কৃষ্ণনগরের মাটির পুতুল

পাঁচ বছর আগে উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন তৎকালীন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু ৷ কিন্তু উদ্বোধন হলেও এখনও চালু হয়নি "মৃত্তিকা" সংগ্রহশালাটি ৷ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷ মৃৎশিল্পীদের বক্তব্য, পর্যটকদের অভাবেই বন্ধ হয়ে পড়ে রয়েছে সংগ্রহশালাটি ৷

মৃত্তিকা
author img

By

Published : Nov 12, 2019, 11:51 PM IST

Updated : Nov 13, 2019, 12:01 AM IST

কৃষ্ণনগর, 12 নভেম্বর : কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত ৷ শুধু দেশ নয়, বিদেশ থেকেও মানুষ আসেন এখানকার মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি অনবদ্য সৃষ্টি দেখতে ও কিনতে ৷ মৃৎশিল্প ও শিল্পীদের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নদিয়ার ঘূর্ণিতে তৈরি করা হয়েছিল সংগ্রহশালা 'মৃত্তিকা' ৷ পাঁচ বছর আগে উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন তৎকালীন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু ৷ কিন্তু উদ্বোধন হলেও এখনও চালু হয়নি সংগ্রহশালাটি ৷ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷

মৃৎশিল্পীদের বক্তব্য, পর্যটকদের অভাবেই বন্ধ হয়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ প্রায় 2 কোটি 37 লাখ টাকা খরচ করে তৈরি করা হয় 'মৃত্তিকা' ৷ কিন্তু যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সংগ্রহশালাটি তা সফল হয়নি ৷ এ বিষয়ে রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের একটা জায়গায় আপত্তি ছিল ৷ আমরা চেয়েছিলাম পুতুল পট্টির কাছে কোনও জায়গায় সংগ্রহশালাটি তৈরি করা হোক ৷ " মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, সরকার জমি জটের কারণ দেখিয়ে ঘূর্ণির পুতুল পট্টি থেকে অনেকটা দূরে সংগ্রহশালাটি তৈরি করেছিল ৷ আর তাই মানুষ সেখানে যাচ্ছে না ৷ বন্ধ হয়ে পড়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ কিন্তু যদি পুতুল পট্টিতেই তৈরি করা হত সংগ্রহশালাটি তাহলে যেমন পর্যটকদের ভিড় হত তেমন তাদেরও স্টল নিতে সুবিধা হত ৷

দেখুন ভিডিয়ো...

এ বিষয়ে অবশ্য কৃষ্ণনগরের মহকুমা শাসক সৌমেন দত্ত বলেন, " 'মৃত্তিকা' তৈরিতে যে পরিমাণ ফাঁকা জমির প্রয়োজন ছিল সেটা শহরের মাঝে তো পাওয়া সম্ভব নয় ৷ আর এটা তো ঘূর্ণিতেই তৈরি হয়েছে ৷ সেখানে পরিকাঠামো তৈরি রয়েছে ৷ যে স্টলগুলি রয়েছে সেগুলি ঘূর্ণিরই মৃৎশিল্পীদের ডিস্ট্রিবিউট করা হয়েছে ৷ অনেকদূর কাজও হয়ে গেছে ৷ আমরা শীঘ্রই সংগ্রহশালাটি চালু করব ৷ মৃৎশিল্পীদের অনুরোধ করব তাদের স্টলগুলি খোলার জন্য ৷ "

কিন্তু 'মৃত্তিকা' চালু হলেও পর্যটকদের টানতে তা কতটা সক্ষম হবে সে উত্তর এখনও প্রায় অধরাই রয়ে যাচ্ছে ৷

কৃষ্ণনগর, 12 নভেম্বর : কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত ৷ শুধু দেশ নয়, বিদেশ থেকেও মানুষ আসেন এখানকার মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি অনবদ্য সৃষ্টি দেখতে ও কিনতে ৷ মৃৎশিল্প ও শিল্পীদের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নদিয়ার ঘূর্ণিতে তৈরি করা হয়েছিল সংগ্রহশালা 'মৃত্তিকা' ৷ পাঁচ বছর আগে উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন তৎকালীন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু ৷ কিন্তু উদ্বোধন হলেও এখনও চালু হয়নি সংগ্রহশালাটি ৷ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷

মৃৎশিল্পীদের বক্তব্য, পর্যটকদের অভাবেই বন্ধ হয়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ প্রায় 2 কোটি 37 লাখ টাকা খরচ করে তৈরি করা হয় 'মৃত্তিকা' ৷ কিন্তু যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সংগ্রহশালাটি তা সফল হয়নি ৷ এ বিষয়ে রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের একটা জায়গায় আপত্তি ছিল ৷ আমরা চেয়েছিলাম পুতুল পট্টির কাছে কোনও জায়গায় সংগ্রহশালাটি তৈরি করা হোক ৷ " মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, সরকার জমি জটের কারণ দেখিয়ে ঘূর্ণির পুতুল পট্টি থেকে অনেকটা দূরে সংগ্রহশালাটি তৈরি করেছিল ৷ আর তাই মানুষ সেখানে যাচ্ছে না ৷ বন্ধ হয়ে পড়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ কিন্তু যদি পুতুল পট্টিতেই তৈরি করা হত সংগ্রহশালাটি তাহলে যেমন পর্যটকদের ভিড় হত তেমন তাদেরও স্টল নিতে সুবিধা হত ৷

দেখুন ভিডিয়ো...

এ বিষয়ে অবশ্য কৃষ্ণনগরের মহকুমা শাসক সৌমেন দত্ত বলেন, " 'মৃত্তিকা' তৈরিতে যে পরিমাণ ফাঁকা জমির প্রয়োজন ছিল সেটা শহরের মাঝে তো পাওয়া সম্ভব নয় ৷ আর এটা তো ঘূর্ণিতেই তৈরি হয়েছে ৷ সেখানে পরিকাঠামো তৈরি রয়েছে ৷ যে স্টলগুলি রয়েছে সেগুলি ঘূর্ণিরই মৃৎশিল্পীদের ডিস্ট্রিবিউট করা হয়েছে ৷ অনেকদূর কাজও হয়ে গেছে ৷ আমরা শীঘ্রই সংগ্রহশালাটি চালু করব ৷ মৃৎশিল্পীদের অনুরোধ করব তাদের স্টলগুলি খোলার জন্য ৷ "

কিন্তু 'মৃত্তিকা' চালু হলেও পর্যটকদের টানতে তা কতটা সক্ষম হবে সে উত্তর এখনও প্রায় অধরাই রয়ে যাচ্ছে ৷

Intro:নদিয়ার কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত। কৃষ্ণনগরে মৃৎশিল্পী রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। শুধু দেশ নয় দেশের বাইরে থেকেও মানুষ দেখতে আসেন কৃষ্ণনগরের মাটির পুতুল এবং কিনে নিয়ে যান বটে। তাই কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের কথা মাথায় রেখে একটি সংগ্রহশালা তৈরি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। প্রায় পাঁচ বছর আগে এই সংগ্রহশালার শুভ উদ্বোধন করেন তৎকালীন পর্যটনমন্ত্রী ব্যত বসু। এই সংগঠনটি তৈরি করতে খরচ হয় 2 কোটি 37 লক্ষ টাকা। পাঁচ বছর আগে উদ্বোধন হলেও এখনো চালু করা যায়নি এই সংগ্রহশালাটি। এই সংগ্রহশালাটি তৈরীর সময় কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের সঙ্গে প্রশাসনের আলোচনা হয়েছিল বটে। রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের দাবি, মৃৎশিল্পীরা চেয়ে ছিলেন সংগ্রহশালাটি ঘূর্ণির পুতুল পট্টি তাই হোক। কিন্তু সরকার জমি জটের কারণ দেখিয়ে পুতুল পট্টি থেকে অনেকটা দূরে সংগ্রহশালাটি তৈরি করে। তাতে কিছুটা হলেও ক্ষুব্দ ধরেছিল মৃৎশিল্পীরা। তাদের দাবী যদি তাদের কথা মেনে সংগ্রহশালা টি পুতুল পট্টিতে করা হতো তাহলে যেমন পর্যটকদের ভিড় যেমন তাদের স্টল নিতে সুবিধা হতো। যে কারণে মুখ থুবরে পড়ে রয়েছে কোটি কোটি টাকা খরচ করে এই সংগ্রহশালাটি। যদিও কৃষ্ণনগর মহকুমা শাসক সৌমেন দত্তের দাবি যত দ্রুত সম্ভব সংগ্রহশালাটি খোলার ব্যবস্থা করা হবে।


Body:KRISHNAGAR PUTUL


Conclusion:
Last Updated : Nov 13, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.