কৃষ্ণনগর, 12 নভেম্বর : কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত ৷ শুধু দেশ নয়, বিদেশ থেকেও মানুষ আসেন এখানকার মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি অনবদ্য সৃষ্টি দেখতে ও কিনতে ৷ মৃৎশিল্প ও শিল্পীদের কথা মাথায় রেখে সরকারের পক্ষ থেকে নদিয়ার ঘূর্ণিতে তৈরি করা হয়েছিল সংগ্রহশালা 'মৃত্তিকা' ৷ পাঁচ বছর আগে উদ্বোধন হয় ৷ উদ্বোধন করেন তৎকালীন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু ৷ কিন্তু উদ্বোধন হলেও এখনও চালু হয়নি সংগ্রহশালাটি ৷ তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে ৷
মৃৎশিল্পীদের বক্তব্য, পর্যটকদের অভাবেই বন্ধ হয়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ প্রায় 2 কোটি 37 লাখ টাকা খরচ করে তৈরি করা হয় 'মৃত্তিকা' ৷ কিন্তু যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সংগ্রহশালাটি তা সফল হয়নি ৷ এ বিষয়ে রাষ্ট্রীয় পুরষ্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমাদের একটা জায়গায় আপত্তি ছিল ৷ আমরা চেয়েছিলাম পুতুল পট্টির কাছে কোনও জায়গায় সংগ্রহশালাটি তৈরি করা হোক ৷ " মৃৎশিল্পীদের একাংশের বক্তব্য, সরকার জমি জটের কারণ দেখিয়ে ঘূর্ণির পুতুল পট্টি থেকে অনেকটা দূরে সংগ্রহশালাটি তৈরি করেছিল ৷ আর তাই মানুষ সেখানে যাচ্ছে না ৷ বন্ধ হয়ে পড়ে রয়েছে সংগ্রহশালাটি ৷ কিন্তু যদি পুতুল পট্টিতেই তৈরি করা হত সংগ্রহশালাটি তাহলে যেমন পর্যটকদের ভিড় হত তেমন তাদেরও স্টল নিতে সুবিধা হত ৷
এ বিষয়ে অবশ্য কৃষ্ণনগরের মহকুমা শাসক সৌমেন দত্ত বলেন, " 'মৃত্তিকা' তৈরিতে যে পরিমাণ ফাঁকা জমির প্রয়োজন ছিল সেটা শহরের মাঝে তো পাওয়া সম্ভব নয় ৷ আর এটা তো ঘূর্ণিতেই তৈরি হয়েছে ৷ সেখানে পরিকাঠামো তৈরি রয়েছে ৷ যে স্টলগুলি রয়েছে সেগুলি ঘূর্ণিরই মৃৎশিল্পীদের ডিস্ট্রিবিউট করা হয়েছে ৷ অনেকদূর কাজও হয়ে গেছে ৷ আমরা শীঘ্রই সংগ্রহশালাটি চালু করব ৷ মৃৎশিল্পীদের অনুরোধ করব তাদের স্টলগুলি খোলার জন্য ৷ "
কিন্তু 'মৃত্তিকা' চালু হলেও পর্যটকদের টানতে তা কতটা সক্ষম হবে সে উত্তর এখনও প্রায় অধরাই রয়ে যাচ্ছে ৷