মায়াপুর , 14 জুন : শিথিল হয়েছে লকডাউন । 8 জুন থেকে মন্দির-মসজিদ , হোটেল , রেস্তরাঁ , মলগুলি খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । সেই নির্দেশিকা মেনে খুলেছে মায়াপুরের ISCON মন্দিরও । তবে কিছু বিধিনিষেধ রয়েছে । অর্থাৎ সকলের জন্য ISCON-এর দ্বার উন্মুক্ত করা হয়নি । শুধুমাত্র আবাসিক ভক্তদের জন্য মন্দির খোলা হয়েছে । এখনই সেখানে অন্যরা প্রবেশ করতে পারবে না ।
রাজ্যে প্রথম কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পরই সতর্কতা অবলম্বন করেছিল মায়াপুর ISCON মন্দির কর্তৃপক্ষ । গেস্ট হাউজ় বন্ধ করে দেওয়া হয়েছিল । বন্ধ করে দেওয়া হয়েছিল প্রসাদ বিতরণও । এবারও সতর্ক তারা । মন্দির খোলার অনুমতি মিললেও সাধারণের জন্য খোলা হল না ISCON-এর দরজা । এখনও তা কয়েকদিন বন্ধ থাকবে । তবে ISCON-এর আবাসিকরা শুধুমাত্র চন্দ্রোদয় মন্দিরের রাধামাধব ও পঞ্চতত্ত্ব মন্দিরে ঢুকতে পারবে । তবে একসঙ্গে 10 জনের বেশি প্রবেশ করতে পারবে না ।
ইতিমধ্যেই ISCON কর্তৃপক্ষের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মন্দিরে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড করা হয়েছে । সকলকে মাস্ক পরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে ।
8 জুন থেকে বিভিন্ন জায়গায় মন্দির খুলে দেওয়া হয়েছে । গতকালই সাধারণের জন্য দক্ষিণেশ্বর মন্দির খুলে দেওয়া হয়েছে । আগামীকাল থেকে খুলে দেওয়া হবে বেলুড় মঠও ।