ETV Bharat / state

বেহাল দশা 34 নম্বর জাতীয় সড়কের, সারাইয়ের দাবিতে শান্তিপুরে অবরোধ মহিলাদের

author img

By

Published : Nov 18, 2020, 2:00 PM IST

শান্তিপুরের গোবিন্দপুরে কালীবাড়ি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ স্থানীয়দের ৷ কখনও কখনও রাস্তা ঠিক করা হলেও নিম্নমানের সামগ্রী সেখানে ব্য়বহার করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷

local_ladies_block_the_nh34_in_nadia_shantipur_they_complained_that_the_condition_of_the_road_is_very_poor
বেহাল দশা 34 নম্বর জাতীয় সড়কের, সারাইয়ের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের

নদিয়া, 18 নভেম্বর : রাস্তা সারানোর দাবিতে নদিয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের অবস্থা বেহাল ৷ প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে ৷ সেই রাস্তা সারাইয়ের দাবিতেই হাতে প্লাকার্ড নিয়ে আজ বিক্ষোভ দেখালেন মহিলারা ৷

শান্তিপুরের গোবিন্দপুরে কালীবাড়ি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ স্থানীয়দের ৷ কখনও কখনও রাস্তা ঠিক করা হলেও নিম্নমানের সামগ্রী সেখানে ব্য়বহার করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ ফলে সামান্য় বৃষ্টি বা বড় গাড়ি গেলেই পিচ উঠে গিয়ে আবারও বিশাল গর্ত তৈরি হয় রাস্তায় ৷ এমনকী রাস্তা সারাইয়ের কাজ অর্ধেক করে ফেলে রাখারও অভিযোগ করেছেন অবরোধকারী মহিলারা ৷ আর সেই কারণেই রীতিমতো প্রাণ হাতে নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের ৷

আর তার জেরেই রাস্তা সারাইয়ের দাবিতে আজ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন গোবিন্দপুর কালীবাড়ি এলাকার মহিলারা ৷ তা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ আজকের বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য় যানজট তৈরি হয় 34 নম্বর জাতীয় সড়কে ৷ অবরোধের খবর পেয়ে সেখানে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ পরে পুলিশের আশ্বাসে মহিলারা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

নদিয়া, 18 নভেম্বর : রাস্তা সারানোর দাবিতে নদিয়ার শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের অবস্থা বেহাল ৷ প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে ৷ সেই রাস্তা সারাইয়ের দাবিতেই হাতে প্লাকার্ড নিয়ে আজ বিক্ষোভ দেখালেন মহিলারা ৷

শান্তিপুরের গোবিন্দপুরে কালীবাড়ি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ স্থানীয়দের ৷ কখনও কখনও রাস্তা ঠিক করা হলেও নিম্নমানের সামগ্রী সেখানে ব্য়বহার করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের ৷ ফলে সামান্য় বৃষ্টি বা বড় গাড়ি গেলেই পিচ উঠে গিয়ে আবারও বিশাল গর্ত তৈরি হয় রাস্তায় ৷ এমনকী রাস্তা সারাইয়ের কাজ অর্ধেক করে ফেলে রাখারও অভিযোগ করেছেন অবরোধকারী মহিলারা ৷ আর সেই কারণেই রীতিমতো প্রাণ হাতে নিয়ে 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের ৷

আর তার জেরেই রাস্তা সারাইয়ের দাবিতে আজ 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ করেন গোবিন্দপুর কালীবাড়ি এলাকার মহিলারা ৷ তা না হলে আগামীদিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷ আজকের বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য় যানজট তৈরি হয় 34 নম্বর জাতীয় সড়কে ৷ অবরোধের খবর পেয়ে সেখানে যায় শান্তিপুর থানার পুলিশ ৷ পরে পুলিশের আশ্বাসে মহিলারা অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.