কৃষ্ণনগর, 18 সেপ্টেম্বর : রাজ্যে এখন উৎসবের বাতাস ৷ অপেক্ষার আর দুই সপ্তাহ ৷ শারদীয়ার আনন্দে রাজ্যবাসী ৷ মূর্তি তৈরির কাজ এখন শেষ মুহূর্তে ৷ শুধু শহরের কুমোরটুলিই নয়, ব্যস্ত কৃষ্ণনগরের পুটুয়াপাড়াও ৷ মূর্তি গড়ার পাশাপাশি শিল্পীরা তৈরি করছেন দেবীর সাজও৷
দুর্গাপুজোর জন্যই নয় মৃৎশিল্পীরা ব্যস্ত থাকেন সারা বছরই৷ গণেশ পুজোর সময়ে মূর্তি তৈরির প্রথম কাজ শুরু হয় ৷ পুটুয়াপাড়ায় তৈরি হয় ছোটো বড় নানা রকমের গণেশ মূর্তি ৷ এরপর বিশ্বকর্মা পুজোর জন্যেও মূর্তি তৈরির কাজ চলে সেখানে ৷ ভাদ্র মাসের শুরু থেকেই দুর্গা মূর্তি তৈরি করেন শিল্পীরা ৷ শিল্পীদের সৃষ্টি দেশের বিভিন্ন স্থানে যায়, একই সঙ্গে বিদেশেও পুজো হয় কৃষ্ণনগরের পুটুয়া পাড়ার দু্র্গা মূর্তি ৷ মধ্যপ্রদেশ থেকে মেক্সিকো , বিখ্যাত পুটুয়াপাড়ার দেবী মূর্তি ৷
তাঁদের সৃষ্টি যথেষ্ট প্রশংসা পেলেও আক্ষেপ থেকে যায় শিল্পীদের মনে ৷ বিদেশে যাঁদের পরিচিতি আছে তাঁদের আক্ষেপের কারণ কী? মৃৎশিল্পী শিল্পী গোপাল পাল বলেন, " দিনের পর দিন কাঁচা মালের দাম বাড়ছে ৷ শিল্পে লাভ কমছে ৷ তাও শিল্পটিকে বাঁচিয়ে রেখেছেন তাঁরা ৷ যথেষ্ট পরিশ্রম করছেন ৷ "