শান্তিপুর, 30 অক্টোবর: নিজের ভাইয়ের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক ! তাই 24 বছরের দাম্পত্য জীবন ভেঙে দিলেন স্বামী ৷ শুধু তাই নয়, স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিয়ে দিলেন । ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের (Wife engaged in extra marital affair with brother of husband) ।
সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান এলাকার বাসিন্দা অমূল্য দেবনাথ । 24 বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রামপঞ্চায়েত এলাকার দীপালি দেবনাথের সঙ্গে তাঁর সম্বন্ধ করেই বিয়ে হয় । জীবন স্বাভাবিকভাবেই কাটছিল । কর্মসূত্র অমূল্য দেবনাথ ভিন রাজ্যে থাকতেন । তাঁদের একটি ছেলে আছে ৷ তাঁর বয়স 22 বছর ।
ছেলেরও বিয়ে হয়ে গিয়েছে । তিনিও কর্মসূত্রে অন্য রাজ্যে থাকেন ৷ অমূল্য দেবনাথের পুত্রবধূও বাপের বাড়িতে চলে গিয়েছেন ৷ তাই বাড়িতে এখন অমূল্য দেবনাথ ও তাঁর স্ত্রী ৷ ভাইয়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক প্রসঙ্গে অমূল্য বলেন, "বেশ কয়েক মাস ধরে স্ত্রীর চলাফেরা নিয়ে সন্দেহ হচ্ছিল । এলাকাবাসীর কাছ থেকেও বিভিন্ন ধরনের কথা শুনেছিলাম ।" তবে গত এক মাসে সন্দেহ আরও বেড়ে যায় ।
আরও পড়ুন: পরকীয়ার জেরে স্ত্রীর প্রেমিককে খুন, থানায় আত্মসমর্পণ স্বামীর
বেশ কয়েক মাস ধরেই তাঁর স্ত্রী একাই অন্য ঘরে থাকতেন । শুক্রবার গভীর রাতে তাঁর নিজের ভাইয়ের সঙ্গে স্ত্রীকে এক ঘরের ভিতর আপত্তিজনক অবস্থায় দেখে ফেলেন অমূল্য । এরপর তিনি বাইরে থেকে দরজা আটকে চিৎকার করে প্রতিবেশীদের ঘটনাস্থলে ডেকে আনেন । তিনি বলেন, "নিজে থেকেই কঠোর সিদ্ধান্তর কথা সকলকে জানাই ।" স্থানীয়দের উপস্থিতিতে দু'দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে ইতি টেনে ভাই কেশব দেবনাথের সঙ্গে স্ত্রীর বিয়ে দেন স্বামী ।