ETV Bharat / state

কাগজ দেখাবেন না, নদিয়ায় গিয়ে ফের বার্তা মমতার

author img

By

Published : Feb 4, 2020, 6:38 PM IST

Updated : Feb 4, 2020, 7:20 PM IST

নদিয়ায় হবিবপুর ছাতিমতলার মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "এঁরা হচ্ছেন কিছু ঘৃণ্য লোক । মূর্খ লোক । যাঁদের হাতে বই নেই । যাঁদের হাত থেকে বন্দুকের গুলি চলে । এঁরা আপনাদের কাছে কাগজ দেখতে আসতে চাইলে দেখাবেন না । "

mamata
মমতা

রানাঘাট, 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব প্রমাণের কাগজ দেখাবেন না । নদিয়ায় জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী । এর সঙ্গে NRC-র কারণে অসমে মৃতের সংখ্যার কথা মনে করিয়ে দেন । মুখ্যমন্ত্রী বলেন, অসমে NRC কার্যকরী হওয়ার কারণে প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে । বাংলার মানুষও ভয় পাচ্ছেন । কিন্তু আমি তাঁদের পাশে রয়েছি ।

নদিয়ায় হবিবপুর ছাতিমতলার মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নদিয়ার আগে আজ সকালে বনগাঁয় NRC, CAA বিরোধী সভায় তিনি উপস্থিত ছিলেন । সামনের বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে বারবার আক্রমণ করেছেন BJP-কে । তাঁর কথায় বারবার উঠে এসেছে যে BJP মিথ্যে কথা বলে ভোট জেতার চেষ্টা করছেন ।

দুপুরেই নদিয়ার জনসভার উদ্দেশে রওনা দেন মমতা । আজ নদিয়ার সভা থেকে BJP-র নেতাদের বন্দুকবাজ বলে কটাক্ষ করেন । মমতা বলেন, "এঁরা হচ্ছেন কিছু ঘৃণ্য লোক । মূর্খ লোক । যাঁদের হাতে বই নেই । যাঁদের হাত থেকে বন্দুকের গুলি চলে । এঁরা আপনাদের কাছে কাগজ দেখতে আসতে চাইলে দেখাবেন না । রাজ্য সরকারের প্রতিনিধি সেজে তাঁরা আপনার বাড়ি এসে আধার কার্ড দেখতে চাইবে । আপনার পরিবারের সদস্য সংখ্যা জানতে চাইবে । আপনারা বলবেন না । আমি এরকম কাউকে নিযুক্ত করিনি । আমার সমীক্ষা হলে আমি জানিয়ে করব । "

নদিয়ার সভা থেকে কী বললেন মমতা

পাশাপাশি BJP নেতাদের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে আনেন মমতা । বলেন, "আমি BJP সমর্থক নই যে বলব গুলি করে মেরে দিই । BJP-র মতো বলব না ঘরে আগুন লাগিয়ে দাও । আমি BJP নই যে বলব মেয়েদের উপর অত্যাচার কর ।" মমতা NRC এবং CAA প্রসঙ্গেও কথা বলেন । তিনি বলেন, "অসমে 100 মানুষ মারা গেছে । বাংলাতেও ভয়ে ভয়ে মানুষ বসবাস করছে এবং আতঙ্কিত হয়ে এখনও পর্যন্ত 30 থেকে 31 জন মারা গেছেন । আমি বেঁচে থাকতে এ রাজ্যে NRC করতে দেব না ।" পাশাপাশি CPI(M)-র রাজনৈতিক নীতির বিরোধিতা করে তিনি বলেন, "CPI(M) রাজত্বে অনেক হার্মাদ বাহিনী দেখেছি । আর সেই CPI(M)-র সব থেকে কাছের বন্ধু হল কংগ্রেস । তাই আমি কংগ্রেস দলটাকে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি ।"

রানাঘাট, 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব প্রমাণের কাগজ দেখাবেন না । নদিয়ায় জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে বললেন মুখ্যমন্ত্রী । এর সঙ্গে NRC-র কারণে অসমে মৃতের সংখ্যার কথা মনে করিয়ে দেন । মুখ্যমন্ত্রী বলেন, অসমে NRC কার্যকরী হওয়ার কারণে প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে । বাংলার মানুষও ভয় পাচ্ছেন । কিন্তু আমি তাঁদের পাশে রয়েছি ।

নদিয়ায় হবিবপুর ছাতিমতলার মাঠে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নদিয়ার আগে আজ সকালে বনগাঁয় NRC, CAA বিরোধী সভায় তিনি উপস্থিত ছিলেন । সামনের বছর বিধানসভা ভোটকে মাথায় রেখে বারবার আক্রমণ করেছেন BJP-কে । তাঁর কথায় বারবার উঠে এসেছে যে BJP মিথ্যে কথা বলে ভোট জেতার চেষ্টা করছেন ।

দুপুরেই নদিয়ার জনসভার উদ্দেশে রওনা দেন মমতা । আজ নদিয়ার সভা থেকে BJP-র নেতাদের বন্দুকবাজ বলে কটাক্ষ করেন । মমতা বলেন, "এঁরা হচ্ছেন কিছু ঘৃণ্য লোক । মূর্খ লোক । যাঁদের হাতে বই নেই । যাঁদের হাত থেকে বন্দুকের গুলি চলে । এঁরা আপনাদের কাছে কাগজ দেখতে আসতে চাইলে দেখাবেন না । রাজ্য সরকারের প্রতিনিধি সেজে তাঁরা আপনার বাড়ি এসে আধার কার্ড দেখতে চাইবে । আপনার পরিবারের সদস্য সংখ্যা জানতে চাইবে । আপনারা বলবেন না । আমি এরকম কাউকে নিযুক্ত করিনি । আমার সমীক্ষা হলে আমি জানিয়ে করব । "

নদিয়ার সভা থেকে কী বললেন মমতা

পাশাপাশি BJP নেতাদের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে আনেন মমতা । বলেন, "আমি BJP সমর্থক নই যে বলব গুলি করে মেরে দিই । BJP-র মতো বলব না ঘরে আগুন লাগিয়ে দাও । আমি BJP নই যে বলব মেয়েদের উপর অত্যাচার কর ।" মমতা NRC এবং CAA প্রসঙ্গেও কথা বলেন । তিনি বলেন, "অসমে 100 মানুষ মারা গেছে । বাংলাতেও ভয়ে ভয়ে মানুষ বসবাস করছে এবং আতঙ্কিত হয়ে এখনও পর্যন্ত 30 থেকে 31 জন মারা গেছেন । আমি বেঁচে থাকতে এ রাজ্যে NRC করতে দেব না ।" পাশাপাশি CPI(M)-র রাজনৈতিক নীতির বিরোধিতা করে তিনি বলেন, "CPI(M) রাজত্বে অনেক হার্মাদ বাহিনী দেখেছি । আর সেই CPI(M)-র সব থেকে কাছের বন্ধু হল কংগ্রেস । তাই আমি কংগ্রেস দলটাকে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি ।"

Intro:আমি বিজেপি পার্টি নই যে বলব গুলি করে মেরে দিই, আমি বিজেপির মত বলবো না দুঃশাসনের মতো ঘরে আগুন লাগিয়ে দাও আমি বিজেপি নই যে বলবো মেয়েদের উপর অত্যাচার করো, মঙ্গলবার নদীয়ার রানাঘাট থানার হবিবপুর ছাতিমতলার মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রেখে এই বাসাতেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য দিতে গিয়ে এনআরসি এবং সি এ এ বিরোধিতা করে বলেন, অসমে 100 মানুষ মারা গেছে, বাংলাতেও ভয়ে ভয়ে মানুষ বসবাস করছে এবং আতঙ্কিত হয়ে এখনো পর্যন্ত 30 থেকে 31 জন মারা গেছেন শুধুমাত্র এনআরসি আতঙ্কে। আমি বেঁচে থাকতে এ রাজ্যে এনআরসি করতে দেব না। এর পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে আক্রমণ জানিয়ে তিনি বলেন সিপিআইএমের রাজত্বে অনেক হার্মাদ বাহিনি কে দেখেছি। আর সেই সিপিএমের সব থেকে কাছের বন্ধু হল কংগ্রেস। তাই আমি কংগ্রেস দলটাকে ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছি। এর পাশাপাশি তার দীর্ঘ বক্তৃতায় বেশিরভাগ সময় সিএ এবং এনআরসি নিয়ে কেন্দ্রের বিজেপি কে আক্রমণ করেন।


Body:RANAGHAT CM


Conclusion:
Last Updated : Feb 4, 2020, 7:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.