ETV Bharat / state

4 দিন ধরে বাড়িতেই কোরোনা রোগী, আতঙ্কে পথ অবরোধ স্থানীয়দের - চাকদায় পথ অবরোধ

প্রায় 12 দিন আগে মহারাষ্ট্র থেকে ফিরেছেন । চারদিন আগে রিপোর্টে কোরোনার সংক্রমণ ধরা পড়ে । স্থানীয়দের অভিযোগ, তারপরেও ওই আক্রান্তের সঙ্গে যোগাযোগ করা হয়নি স্বাস্থ্যবিভাগের তরফে ।

Chakdah COVID 19 news
পথ অবরোধের ছবি
author img

By

Published : Jul 22, 2020, 8:16 PM IST

চাকদহ, 22 জুলাই : বাড়িতেই পড়ে কোরোনা রোগী । চারদিন আগেই কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে । রিপোর্টে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । কিন্তু, চারদিন কেটে যাওয়ার পরেও জেলা স্বাস্থ্য বিভাগের তরফে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ । এদিকে গতকালই এলাকার এক ব্যক্তি মারা যান । স্থানীয়দের অভিযোগ, কোরোনা আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই ব্যক্তি । এর জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । নদিয়ার চাকদহ থানার খুদাইতোলা এলাকার ঘটনা ।

ওই কোরোনা আক্রান্ত রোগী কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন । সেখানে এক পথ দুর্ঘটনায় আহত হন তিনি । দিন 12 আগে নদিয়ার বাড়িতে ফেরেন । ফেরার পর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । চারদিন আগে রিপোর্ট আসে। রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । স্থানীয়দের অভিযোগ, চারদিন ধরে তিনি বাড়িতে পড়ে রয়েছেন । স্বাস্থ্য বিভাগ থেকে কেউ যোগাযোগ করেননি । একাধিকবার স্থানীয় BDO এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা ।

কী বলছেন স্থানীয়রা ?

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে থাকায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । আতঙ্কের জেরে এক ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে অভিযোগ । এরই জেরে আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাকদহ থানার পুলিশ । পুলিশ যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা । যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা স্বাস্থ্য বিভাগের তরফে।

চাকদহ, 22 জুলাই : বাড়িতেই পড়ে কোরোনা রোগী । চারদিন আগেই কোরোনা পরীক্ষার রিপোর্ট আসে । রিপোর্টে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে । কিন্তু, চারদিন কেটে যাওয়ার পরেও জেলা স্বাস্থ্য বিভাগের তরফে কোনও যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ । এদিকে গতকালই এলাকার এক ব্যক্তি মারা যান । স্থানীয়দের অভিযোগ, কোরোনা আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই ব্যক্তি । এর জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । নদিয়ার চাকদহ থানার খুদাইতোলা এলাকার ঘটনা ।

ওই কোরোনা আক্রান্ত রোগী কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকতেন । সেখানে এক পথ দুর্ঘটনায় আহত হন তিনি । দিন 12 আগে নদিয়ার বাড়িতে ফেরেন । ফেরার পর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় । চারদিন আগে রিপোর্ট আসে। রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । স্থানীয়দের অভিযোগ, চারদিন ধরে তিনি বাড়িতে পড়ে রয়েছেন । স্বাস্থ্য বিভাগ থেকে কেউ যোগাযোগ করেননি । একাধিকবার স্থানীয় BDO এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তুলেছেন তাঁরা ।

কী বলছেন স্থানীয়রা ?

স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে থাকায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে । আতঙ্কের জেরে এক ব্যক্তি হার্ট অ্যাটাক করে মারা গেছেন বলে অভিযোগ । এরই জেরে আজ চাকদহ-বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে চাকদহ থানার পুলিশ । পুলিশ যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলে অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা । যদিও এনিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা স্বাস্থ্য বিভাগের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.