ETV Bharat / state

Hanskhali Gang Rape: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের জামিন নাকচ

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারের জামিন নাকচ করল আদালত (Court denied bail to Hanskhali gang rape accused) ৷ তাদের চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সুতাপা সাহা । আগামী 29 তারিখে তাদের পরবর্তী শুনানি ।

Hanskhali Gang Rape News
হাঁসখালি গণধর্ষণ কাণ্ড
author img

By

Published : Apr 26, 2022, 11:10 AM IST

Updated : Apr 26, 2022, 12:31 PM IST

হাঁসখালি, 26 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারকে আদালতে তোলে সিবিআই (Court denied bail to Hanskhali gang rape accused) । অভিযুক্তদের আইনজীবী তাদের জামিনের আবেদন করলে জামিন নাকচ করে দেয় আদালত । বিচারক সুতাপা সাহা তাদের চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে থানায় অভিযোগ দায়ের করার পর প্রথমে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত সোহেল গয়ালি । মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার নিকট আত্মীয় প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ । তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । সোমবার তাদের 14 দিনের সময়সীমা শেষ হয় । সেই কারণেই তাদের পুনরায় সিবিআই আদালতে তোলেন । যদিও সিবিআইয়ের তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি । অন্যদিকে প্রভাকর পোদ্দারের আইনজীবী রানাঘাট আদালতে তাদের জামিনের আবেদন করেন । কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত । আগামী 29 তারিখে তাদের পরবর্তী শুনানি ।

আরও পড়ুন : হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় সোহেল গোয়ালিকে হেফাজতে নিল সিবিআই

এ বিষয়ে অভিযুক্ত প্রভাকর পোদ্দারের আইনজীবী রাজা বন্দ্য়ােপাধ্য়ায় বলেন, "সিবিআই প্রায় সন্ধ্যার দিকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসে । আমি আদালতকে অনুরোধ করেছি তাদের সাড়ে দশটার মধ্যে আদালতে নিয়ে আসার জন্য । আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে । প্রথমে পাঁচদিন পর থানায় অভিযোগের কারণ হিসেবে মানসিক অবস্থা খারাপের কথা বলা হয়েছে এফআইআরে। কিন্তু সিবিআই বলছে, তাদের হুমকি দেওয়ার জন্য অভিযোগ করতে দেরি হয়েছে । তবে তদন্ত চলছে ।"

অন্যদিকে, প্রভাকর পোদ্দারের মা চম্পা পোদ্দার বলেন, "আমি চাই ছেলে যদি অন্যায় করে থাকে তবে শাস্তি হোক । এই ঘটনায় আমার ছেলে জড়িত নয় । মূল অভিযুক্ত সোহেল গয়ালিও এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নেই ।"

হাঁসখালি, 26 এপ্রিল : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং প্রভাকর পোদ্দারকে আদালতে তোলে সিবিআই (Court denied bail to Hanskhali gang rape accused) । অভিযুক্তদের আইনজীবী তাদের জামিনের আবেদন করলে জামিন নাকচ করে দেয় আদালত । বিচারক সুতাপা সাহা তাদের চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন ।

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে থানায় অভিযোগ দায়ের করার পর প্রথমে পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত সোহেল গয়ালি । মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার নিকট আত্মীয় প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ । তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে আদালত তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় । সোমবার তাদের 14 দিনের সময়সীমা শেষ হয় । সেই কারণেই তাদের পুনরায় সিবিআই আদালতে তোলেন । যদিও সিবিআইয়ের তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি । অন্যদিকে প্রভাকর পোদ্দারের আইনজীবী রানাঘাট আদালতে তাদের জামিনের আবেদন করেন । কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত । আগামী 29 তারিখে তাদের পরবর্তী শুনানি ।

আরও পড়ুন : হাঁসখালি গণধর্ষণ ও খুনের মামলায় সোহেল গোয়ালিকে হেফাজতে নিল সিবিআই

এ বিষয়ে অভিযুক্ত প্রভাকর পোদ্দারের আইনজীবী রাজা বন্দ্য়ােপাধ্য়ায় বলেন, "সিবিআই প্রায় সন্ধ্যার দিকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসে । আমি আদালতকে অনুরোধ করেছি তাদের সাড়ে দশটার মধ্যে আদালতে নিয়ে আসার জন্য । আদালত সেই আবেদনে সাড়া দিয়েছে । প্রথমে পাঁচদিন পর থানায় অভিযোগের কারণ হিসেবে মানসিক অবস্থা খারাপের কথা বলা হয়েছে এফআইআরে। কিন্তু সিবিআই বলছে, তাদের হুমকি দেওয়ার জন্য অভিযোগ করতে দেরি হয়েছে । তবে তদন্ত চলছে ।"

অন্যদিকে, প্রভাকর পোদ্দারের মা চম্পা পোদ্দার বলেন, "আমি চাই ছেলে যদি অন্যায় করে থাকে তবে শাস্তি হোক । এই ঘটনায় আমার ছেলে জড়িত নয় । মূল অভিযুক্ত সোহেল গয়ালিও এই ঘটনার সঙ্গে কোনওভাবে যুক্ত নেই ।"

Last Updated : Apr 26, 2022, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.