ETV Bharat / state

Hanskhali Gang Rape: হাঁসখালি নাবালিকা গণধর্ষণে সামনে এল তৃতীয় অভিযুক্তের নাম, পলাতকের বাড়ি সিল করল সিবিআই

author img

By

Published : Apr 16, 2022, 11:48 AM IST

Updated : Apr 16, 2022, 3:08 PM IST

হাঁসখালিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় তৃতীয় অভিযুক্তের নাম উঠে এল সিবিআই তদন্তে ৷ যদিও সে আঁচ পেয়েই পালিয়ে গিয়েছে (Hanskhali Gang Rape) ৷

Hanskhali Gang Rape accused Ranjit Mallick
হাঁসখালি গণধর্ষণে অভিযুক্ত রঞ্জিত মল্লিকের বাড়ি

হাঁসখালি, 16 এপ্রিল : তৃতীয় অভিযুক্তের নাম সামনে এল । হাঁসখালি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে আরেক অভিযুক্ত রঞ্জিত মল্লিক পলাতক । তার বাড়ি সিল করে দিল সিবিআইয়ের প্রতিনিধিদল (CBI finds Third accused absconding in Hanskhali Gang Rape Case in Nadia) ।

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত করছে সিবিআই । পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন দলের সদস্যরা । নমুনা সংগ্রহ করেছেন । পাশাপাশি মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়ির তালা ভেঙে ঘরের ভিতর ঢুকেছিল কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা ।

যে ঘরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল সেখান থেকে রক্তমাখা বিছানার চাদর-সহ একাধিক নমুনা সংগ্রহ করেছে সিবিআই । আগেই এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং তাঁর বন্ধু প্রভাকর পদ্মার গ্রেফতার হয়েছে । এবার তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন অভিযুক্তের নাম উঠে এল এই ধর্ষণকাণ্ডে ।

আরও পড়ুন : Cbi Visit Hanskhali Crematorium : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই

সূত্রের খবর গাড়াপোতা বেলতলা বাসিন্দা রঞ্জিত মল্লিক। মূল অভিযুক্ত সোহেল এবং প্রভাকরের বন্ধু সে । ঘটনার দিন রাতে রঞ্জিত মল্লিক নিজে ঘটনাস্থলে ছিল । যদিও একসপ্তাহ আগে থাকতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে রঞ্জিত । তার বাবা কর্মসূত্রে বাইরে থাকেন । একা মাকে নিয়েই বাড়িতে থাকত সে । তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সিবিআই ।

উল্লেখ্য, গত 5 এপ্রিল তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছেলে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল 14 বছর বয়সি কিশোরী । সেখানে তাকে গণধর্ষণ করা হয় । রাতে সে বাড়ি ফিরে এলেও অতিরিক্ত রক্তপাত হতে থাকে ৷ শেষরাতে গ্রামের একটি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার পর পরিবারের লোক দেখে নাবালিকার মৃত্যু হয়েছে । নাবালিকার মৃত্যুর প্রমাণ লোপাটে দেহ দাহ করার পর পরিবারকে হুমকিও দেওয়া হয় ৷ পরিবারের সদস্যরা গোপন জবানবন্দিতে পুলিশকে জানিয়েছে, ওই নাবালিকাকে এলাকার কয়েকজন যুবক তড়িঘড়ি শ্মশানে দাহ করেছে । 10 এপ্রিল ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

11 এপ্রিল, সোমবার মূল অভিযুক্ত সোহেল গয়ালিকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপরই রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরেক অভিযুক্ত প্রভাকর পোদ্দারকেও গ্রেফতার করেছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে ৷ সিবিআই তদন্তভার গ্রহণ করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে ৷ অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

হাঁসখালি, 16 এপ্রিল : তৃতীয় অভিযুক্তের নাম সামনে এল । হাঁসখালি নাবালিকা গণধর্ষণ কাণ্ডে আরেক অভিযুক্ত রঞ্জিত মল্লিক পলাতক । তার বাড়ি সিল করে দিল সিবিআইয়ের প্রতিনিধিদল (CBI finds Third accused absconding in Hanskhali Gang Rape Case in Nadia) ।

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের তদন্ত করছে সিবিআই । পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলেছেন দলের সদস্যরা । নমুনা সংগ্রহ করেছেন । পাশাপাশি মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়ির তালা ভেঙে ঘরের ভিতর ঢুকেছিল কেন্দ্রীয় তদন্তকারী দলের প্রতিনিধিরা ।

যে ঘরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল সেখান থেকে রক্তমাখা বিছানার চাদর-সহ একাধিক নমুনা সংগ্রহ করেছে সিবিআই । আগেই এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল গয়ালি এবং তাঁর বন্ধু প্রভাকর পদ্মার গ্রেফতার হয়েছে । এবার তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন অভিযুক্তের নাম উঠে এল এই ধর্ষণকাণ্ডে ।

আরও পড়ুন : Cbi Visit Hanskhali Crematorium : হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের প্রমাণ সংগ্রহে শ্মশানে সিবিআই

সূত্রের খবর গাড়াপোতা বেলতলা বাসিন্দা রঞ্জিত মল্লিক। মূল অভিযুক্ত সোহেল এবং প্রভাকরের বন্ধু সে । ঘটনার দিন রাতে রঞ্জিত মল্লিক নিজে ঘটনাস্থলে ছিল । যদিও একসপ্তাহ আগে থাকতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে রঞ্জিত । তার বাবা কর্মসূত্রে বাইরে থাকেন । একা মাকে নিয়েই বাড়িতে থাকত সে । তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে সিবিআই ।

উল্লেখ্য, গত 5 এপ্রিল তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছেলে মূল অভিযুক্ত সোহেল গয়ালির বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিল 14 বছর বয়সি কিশোরী । সেখানে তাকে গণধর্ষণ করা হয় । রাতে সে বাড়ি ফিরে এলেও অতিরিক্ত রক্তপাত হতে থাকে ৷ শেষরাতে গ্রামের একটি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে ফেরার পর পরিবারের লোক দেখে নাবালিকার মৃত্যু হয়েছে । নাবালিকার মৃত্যুর প্রমাণ লোপাটে দেহ দাহ করার পর পরিবারকে হুমকিও দেওয়া হয় ৷ পরিবারের সদস্যরা গোপন জবানবন্দিতে পুলিশকে জানিয়েছে, ওই নাবালিকাকে এলাকার কয়েকজন যুবক তড়িঘড়ি শ্মশানে দাহ করেছে । 10 এপ্রিল ঘটনাটি প্রকাশ্যে আসে ৷

11 এপ্রিল, সোমবার মূল অভিযুক্ত সোহেল গয়ালিকে গ্রেফতার করে পুলিশ ৷ তাকে আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত । এরপরই রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরেক অভিযুক্ত প্রভাকর পোদ্দারকেও গ্রেফতার করেছে । এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার গ্রহণ করে ৷ সিবিআই তদন্তভার গ্রহণ করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে ৷ অভিযুক্তদের দফায় দফায় জেরা করা হচ্ছে ৷

আরও পড়ুন : Hanskhali Rape : তৃণমূল নেতার ছেলেকে জেরায় মিলল তথ্য, হাঁসখালি ধর্ষণকাণ্ডে গ্রেফতার আরও এক যুবক

Last Updated : Apr 16, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.