নদীয়া , 17 ডিসেম্বর : বোমা উদ্ধার । নদীয়া শান্তিপুর থানা গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি এলাকার ঘটনা ।
মঙ্গলবার ভোর বেলা শান্তিপুর গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের হিজুলি এলাকার একটি আম বাগানে একটি কৌটো জাতীয় বস্তু দেখতে পায় গ্রামবাসীরা । বোমা ভেবে আতঙ্ক ছড়ায় এলাকায় । গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার ভোরে একটি হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল এলাকায় । ওই হেলিকপ্টার থেকেই এই বোমা ফেলে থাকতে পারে বলে অনুমান গ্রামবাসীদের। এর পরেই শান্তিপুর থানায় খবর দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে বোমা উদ্ধার করতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ।
প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ফিরোজ শেখ বলেন, ''গ্রামবাসীদের দাবি NRC নিয়ে যে ভাবে গোটা দেশ সহ রাজ্যে অশান্তির সৃষ্টি হয়েছে, সেই কারণে মানুষকে আতঙ্কিত করতেই এরকম ঘটনা ঘটেছে । শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ।''