শান্তিপুর, 14 ফেব্রুয়ারি: গভীর রাতে বিস্ফোরণ৷ কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার বেশ কয়েকটি বোমা। ঘটনাটি ঘটে শান্তিপুর পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিটে, মেজো গোপাল মন্দিরের সামনে।
স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে বিস্ফোরণে শব্দে কেঁপে ওঠে নদিয়ার শান্তিপুরের পটেশ্বরী স্ট্রিট৷ এরপর রবিবার সকালে স্থানীয় মেজো গোপাল মন্দিরের সামনে বোমা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী৷ শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে নিয়ে যায়৷
আরও পড়ুন: গড়িয়া স্টেশন চত্বরেই আচমকা বিস্ফোরণ, কেঁপে ওঠল গোটা এলাকা
স্থানীয়দের অভিযোগ, ভোট মরশুমে রাজনৈতিক হিংসা ছড়াতেই এলাকায় বোমা ঢোকানো হচ্ছে৷ তার জেরেই এই বিস্ফোরণ৷ ঘটনায় জড়িতদের সন্ধান পেতে তদন্ত শুরু করেছে পুলিশ৷