শান্তিপুর, 25 ফেব্রুয়ারি : বাবার মৃতদেহ শ্মশানে তিনি নিয়ে যাবেন । কিন্তু রাজি হয়নি মৃতের নাতিরা । রাগে মৃতদেহ রেখে বাড়ি থেকে বেরিয়ে যান । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও তাঁকে আর পাওয়া যায়নি । আজ সকালে বাড়ির পাশের আম বাগান থেকে কিশোরকান্তি শেঠকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা । শান্তিপুর থানার কন্দ খোলার ঘটনা ।
বার্ধক্যজনিত রোগে কিশোরকান্তি শেঠের বাবা তিমির শেঠ গতকাল মারা যান । শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যখন মৃতদেহ নিয়ে বাড়ি থেকে বেরোনো হয় তখন কিশোরকান্তি বাধা দেন । বলেন, বাবার মৃতদেহে কাঁধ দেবেন তিনি । কিন্তু কিশোরকে বাধা দেয় তাঁরই ছেলেরা । ফলে ছেলেদের সঙ্গে মনোমালিন্য হয় কিশোরের । রাগে মৃতদেহ রেখে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি । দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাঁর হদিশ পাওয়া যায়নি ।
আজ সকালে বাড়ির পাশের আম বাগান থেকে কিশোরকান্তির (42) ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয়রা । তারপর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় । ঘটনাস্থানে খবর পেয়ে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশও । মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ ।