ETV Bharat / state

Jagannath Sarkar: 'সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন মমতা', কটাক্ষ জগন্নাথ সরকারের - Akhil Giri remarks row

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar criticises Mamata Banerjee) ৷ অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিও করেছেন তিনি ৷

ETV Bharat
jagannath sarkar
author img

By

Published : Nov 14, 2022, 8:06 PM IST

শান্তিপুর, 14 নভেম্বর: "সাধারণ মানুষের পেটে লাথি মেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়", মন্তব্য রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar criticises Mamata Banerjee) ৷ কয়েকদিন আগেই রাস উৎসবের সময় শান্তিপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি'র অভিযোগ তাঁর ওই সফরের কারণে নিরাপত্তার কড়াকড়িতে অনেক দোকানদার বসতে পারেননি, যান চলাচলেও বাধা পড়ে ৷ এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন জগন্নাথ সরকার ৷ তাঁর কটাক্ষ, "মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন । উনি আসার কারণে যাঁরা মেলায় ছোটখাটো দোকান নিয়ে বসেন তাঁদের ব্যবসা কমেছে ।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির আপত্তিজনক মন্তব্যের (Akhil Giri remarks row) প্রতিবাদে রবিবার শান্তিপুরের ডাকঘর মোড়ে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি ৷ সেখানে উপস্থিত হয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন জগন্নাথ সরকার (BJP MP Jagannath Sarkar) ৷ এই বিক্ষোভে দাহ করা হয় অখিল গিরির কুশপুতুল ৷

আরও পড়ুন: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের

অখিলের মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "তৃণমূলের মন্ত্রিসভার একজন সদস্য দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা । অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা এবং দল থেকে বহিষ্কার করতে হবে । না হলে আগামিদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভারতীয় জনতা পার্টি ।"

শান্তিপুর, 14 নভেম্বর: "সাধারণ মানুষের পেটে লাথি মেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়", মন্তব্য রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar criticises Mamata Banerjee) ৷ কয়েকদিন আগেই রাস উৎসবের সময় শান্তিপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি'র অভিযোগ তাঁর ওই সফরের কারণে নিরাপত্তার কড়াকড়িতে অনেক দোকানদার বসতে পারেননি, যান চলাচলেও বাধা পড়ে ৷ এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন জগন্নাথ সরকার ৷ তাঁর কটাক্ষ, "মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন । উনি আসার কারণে যাঁরা মেলায় ছোটখাটো দোকান নিয়ে বসেন তাঁদের ব্যবসা কমেছে ।"

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরির আপত্তিজনক মন্তব্যের (Akhil Giri remarks row) প্রতিবাদে রবিবার শান্তিপুরের ডাকঘর মোড়ে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি ৷ সেখানে উপস্থিত হয়েই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন জগন্নাথ সরকার (BJP MP Jagannath Sarkar) ৷ এই বিক্ষোভে দাহ করা হয় অখিল গিরির কুশপুতুল ৷

আরও পড়ুন: 'মহিলা এবং আদিবাসীদের হেয় করা শুভেন্দুর স্বভাব', বিরোধী দলনেতাকে পালটা নিশানা তৃণমূলের

অখিলের মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, "তৃণমূলের মন্ত্রিসভার একজন সদস্য দেশের রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানাই আমরা । অবিলম্বে অখিল গিরিকে মন্ত্রিসভা এবং দল থেকে বহিষ্কার করতে হবে । না হলে আগামিদিনে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভারতীয় জনতা পার্টি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.