ETV Bharat / state

সত্যজিৎ বিশ্বাস খুনে 28 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার নয় জগন্নাথ সরকারকে, নির্দেশ হাইকোর্টের - সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়ালো BJP সাংসদ জগন্নাথ সরকারের

মুকুল রায়ের পর এবার সাংসদ জগন্নাথ সরকার । নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় এবার নাম জড়াল BJP এই সাংসদের । এই খুনের মূল অভিযুক্তের কল রেকর্ড থেকে জানা গেছে খুনের আগে জগন্নাথবাবুকে তিনি ফোন করেছিলেন । কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন জগন্নাথ সরকার । বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে ।

BJP MP Jagannath Sarkar involvment in murder of Satyajit Biswa
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 24, 2020, 10:58 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়িয়েছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের । এই খুনের মূল অভিযুক্তের ফোন কল রেকর্ড থেকে জানা গেছে, খুনের আগে সে ফোন করেছিল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে । এমনই দাবি রাজ্য সরকারের । জগন্নাথ সরকারের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এজন্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জগন্নাথবাবু । আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।

গতবছরের 9 ফেব্রুয়ারি সন্ধেবেলা খুন হন নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । এই খুনের ঘটনায় কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । খুনের ঘটনায় FIR দায়ের করে জেলা তৃণমূল নেতারা । মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । অভিষেক পুন্ডরী ,কার্তিক মণ্ডল ,কালিদাস মণ্ডল ,সুজিত মণ্ডল ও মুকুল রায় । এরপর আবার সম্প্রতি এই ঘটনায় নাম জড়িয়েছে রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকারের । কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান জগন্নাথবাবু । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।

তবে তদন্তের কারণে 8-9, 15 ও 16 ফেব্রুয়ারি তাঁকে যদি পুলিশ ডাকে তাহলে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হবে। 18 ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করবেন হাইকোর্টে । ওইদিনই মামলার পরবর্তী শুনানি।

কলকাতা, 24 জানুয়ারি : নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়িয়েছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের । এই খুনের মূল অভিযুক্তের ফোন কল রেকর্ড থেকে জানা গেছে, খুনের আগে সে ফোন করেছিল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে । এমনই দাবি রাজ্য সরকারের । জগন্নাথ সরকারের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এজন্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জগন্নাথবাবু । আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।

গতবছরের 9 ফেব্রুয়ারি সন্ধেবেলা খুন হন নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । এই খুনের ঘটনায় কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । খুনের ঘটনায় FIR দায়ের করে জেলা তৃণমূল নেতারা । মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । অভিষেক পুন্ডরী ,কার্তিক মণ্ডল ,কালিদাস মণ্ডল ,সুজিত মণ্ডল ও মুকুল রায় । এরপর আবার সম্প্রতি এই ঘটনায় নাম জড়িয়েছে রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকারের । কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান জগন্নাথবাবু । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।

তবে তদন্তের কারণে 8-9, 15 ও 16 ফেব্রুয়ারি তাঁকে যদি পুলিশ ডাকে তাহলে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হবে। 18 ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করবেন হাইকোর্টে । ওইদিনই মামলার পরবর্তী শুনানি।

Intro:নদীয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় এবার নাম জড়ালো বিজেপি লোকসভা সদস্য জগন্নাথ সরকারের।


কলকাতা 24 জানুয়ারি:
নদীয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে এবার নাম জড়ালো রানাঘাটের বিজেপির লোকসভার সদস্য জগন্নাথ সরকারের। বিধায়ক খুনের মূল অভিযুক্তর ফোন কল রেকর্ড থেকে জানা গেছে খুনের আগে তিনি ফোন করেছিলেন রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকার কে। এমনটাই দাবি রাজ্যের। জগন্নাথ সরকারের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার জন্যেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জগন্নাথ বাবু। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ সরকার কে গ্রেপ্তার না করার নির্দেশ দিলেন। তবে তদন্তের কারণে 8-9, 15 ও 16 ই ফেব্রুয়ারি তাকে যদি পুলিশ ডাকে তাহলে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হবে তাকে। 18 ই ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করবেন হাইকোর্টে ওইদিনই মামলার পরবর্তী শুনানি।


Body:এর আগে বিজেপি নেতা মুকুল রায়ের নাম জড়িয়েছে এই ঘটনায়। যদিও হাইকোর্ট আগামী চার মাস তাকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে।

গত বছরের 9 ফেব্রুয়ারি সন্ধ্যেবেলা খুন হন নদীয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। খুনের ঘটনায় কার্তিক মন্ডল এবং সুজিত মন্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। খুনের ঘটনায় এফআইআর দায়ের করে জেলা তৃণমূল নেতারা। মোট পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিষেক পুন্ডরী ,কার্তিক মণ্ডল ,কালিদাস মন্ডল ,সুজিত মন্ডল ও মুকুল রায়। এরপর আবার সম্প্রতি এই ঘটনায় নাম জড়িয়েছে রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকারের।
পুলিশের দাবি অন্যতম অভিযুক্তদের ফোন কল ডিটেলস থেকে দেখা গেছে সত্যজিৎ বিশ্বাস খুনের আগে তারা যোগাযোগ করেছিলেন জগন্নাথ সরকারের সঙ্গে। ফলেএই নিয়ে আরো তদন্তের প্রয়োজন আছে বলে পুলিশের দাবি। যদিও জগন্নাথ সরকারের তরফে আইনজীবী সন্দীপন গাঙ্গুলী জানালেন ,"এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি মূলক অভিযোগ। ভিত্তিহীন সারবত্তা হীন অভিযোগ। জগন্নাথ বাবুকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।" বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আজকে সমস্ত বক্তব্য শোনার পর আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত জগন্নাথ সরকারকে গ্রেপ্তার না করার নির্দেশ দিলেন। তবে তদন্তকারী অফিসার যদি মনে করেন সে ক্ষেত্রে 8-9 15 ও 16 ফেব্রুয়ারি জগন্নাথ বাবুকে তদন্তকারী অফিসারের সাথে সাক্ষাৎ করতে হবে। রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে 18 ই ফেব্রুয়ারি এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে ঐদিন মামলার পরবর্তী শুনানি।




Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.