কলকাতা, 24 জানুয়ারি : নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে নাম জড়িয়েছে রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকারের । এই খুনের মূল অভিযুক্তের ফোন কল রেকর্ড থেকে জানা গেছে, খুনের আগে সে ফোন করেছিল রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে । এমনই দাবি রাজ্য সরকারের । জগন্নাথ সরকারের নামে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । এজন্য কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন জগন্নাথবাবু । আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।
গতবছরের 9 ফেব্রুয়ারি সন্ধেবেলা খুন হন নদিয়ার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস । এই খুনের ঘটনায় কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল নামে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ । খুনের ঘটনায় FIR দায়ের করে জেলা তৃণমূল নেতারা । মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । অভিষেক পুন্ডরী ,কার্তিক মণ্ডল ,কালিদাস মণ্ডল ,সুজিত মণ্ডল ও মুকুল রায় । এরপর আবার সম্প্রতি এই ঘটনায় নাম জড়িয়েছে রানাঘাটের লোকসভা সদস্য জগন্নাথ সরকারের । কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান জগন্নাথবাবু । কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন ।
তবে তদন্তের কারণে 8-9, 15 ও 16 ফেব্রুয়ারি তাঁকে যদি পুলিশ ডাকে তাহলে তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে হবে। 18 ফেব্রুয়ারি তদন্তকারী অফিসার এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করবেন হাইকোর্টে । ওইদিনই মামলার পরবর্তী শুনানি।