ETV Bharat / state

টাকা বিলি বিজেপি প্রার্থীর, ভিডিয়ো শেয়ার করে তদন্ত দাবি মহুয়ার

মহুয়ার প্রশ্ন, এটাই কী ঘর ঘর মোদির আসল অর্থ ?

Mahua Maitra
Mahua Maitra
author img

By

Published : Apr 4, 2021, 7:23 PM IST

রানাঘাট, 4 এপ্রিল : প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এমনই বিতর্কিত ভিডিয়ো টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ও তাঁর সঙ্গীরা এক গৃহবধূর হাতে টাকা তুলে দিচ্ছেন ৷ ভিডিয়ো টুইট করে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি ৷

ওই ভিডিয়ো টুইট করে তৃণমূল সাংসদ লেখেন, "ভিডিয়োটি আমাকে অবাক করেছে ৷ রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ঘরে ঘরে টাকা বিলি করছেন ৷" তাঁর প্রশ্ন, এটাই কী ঘর ঘর মোদির আসল অর্থ ? টুইটে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে ট্যাগ করে বিষয়টির তদন্ত করার অনুরোধ করেছেন মহুয়া ৷ পাশাপাশি বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন ৷

  • If true, shocking video of @BJP candidate for AC 90 Ranaghat Dakshin - Mukutmani Adhikary & team distributing money door to door.

    Ghar Ghar Modi’s true meaning!@ECISVEEP, @CEOWestBengal
    please investigate & take immediate action pic.twitter.com/2ebcoMIjBn

    — Mahua Moitra (@MahuaMoitra) April 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মমতাকে 'এই দিদি' বলে মহুয়ার রকবাজির খোঁচা খেলেন মোদি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, "গেরুয়া পাঞ্জাবি পরা বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী দলবল নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন ৷ তার মাঝে একটি বাড়ির গৃহবধূর হাতে টাকা তুলে দিচ্ছেন প্রার্থীর দলের লোকজন ৷ ওই গৃহবধূকে পরে আরও সাহায্য করার আশ্বাস দেওয়া হচ্ছে প্রার্থীর তরফে ৷" ভিডিয়ো টুইট করার পর হইচই পড়ে গিয়েছে ৷ যদিও ইটিভি ভারত ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি ৷

রানাঘাট, 4 এপ্রিল : প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ৷ তৃতীয় দফার নির্বাচনের আগে এমনই বিতর্কিত ভিডিয়ো টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী ও তাঁর সঙ্গীরা এক গৃহবধূর হাতে টাকা তুলে দিচ্ছেন ৷ ভিডিয়ো টুইট করে বিজেপিকে একহাত নিয়েছেন তিনি ৷

ওই ভিডিয়ো টুইট করে তৃণমূল সাংসদ লেখেন, "ভিডিয়োটি আমাকে অবাক করেছে ৷ রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী ও তাঁর দলবল ঘরে ঘরে টাকা বিলি করছেন ৷" তাঁর প্রশ্ন, এটাই কী ঘর ঘর মোদির আসল অর্থ ? টুইটে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গে চিফ ইলেকটোরাল অফিসারকে ট্যাগ করে বিষয়টির তদন্ত করার অনুরোধ করেছেন মহুয়া ৷ পাশাপাশি বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন ৷

  • If true, shocking video of @BJP candidate for AC 90 Ranaghat Dakshin - Mukutmani Adhikary & team distributing money door to door.

    Ghar Ghar Modi’s true meaning!@ECISVEEP, @CEOWestBengal
    please investigate & take immediate action pic.twitter.com/2ebcoMIjBn

    — Mahua Moitra (@MahuaMoitra) April 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : মমতাকে 'এই দিদি' বলে মহুয়ার রকবাজির খোঁচা খেলেন মোদি

ভিডিয়োতে দেখা যাচ্ছে, "গেরুয়া পাঞ্জাবি পরা বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী দলবল নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন ৷ তার মাঝে একটি বাড়ির গৃহবধূর হাতে টাকা তুলে দিচ্ছেন প্রার্থীর দলের লোকজন ৷ ওই গৃহবধূকে পরে আরও সাহায্য করার আশ্বাস দেওয়া হচ্ছে প্রার্থীর তরফে ৷" ভিডিয়ো টুইট করার পর হইচই পড়ে গিয়েছে ৷ যদিও ইটিভি ভারত ওই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.