ETV Bharat / state

বাসন্তী শাড়িতে মনোনয়ন জমা, ভিড় টানলেন জোড়াফুলের কৌশানী - বিধানসভা ভোট 2021

বুধবার শুভদিন দেখেই মনোনয়ন জমা দিতে বেরোন কৌশানী মুখোপাধ্যায় ৷ খোলা জিপে মাথার উপর রঙিন ছাতা ৷ আর গাড়ির বনেটের উপর তৃণমূলের ছাপ লাগানো ৷ কৃষ্ণনগর শহরে মিছিল করে এসে কৃষ্ণনগর জেলা প্রশাসন দপ্তরে মনোনয়নপত্র জমা দেন অভিনেত্রী।

ভিড় টানলেন জোড়াফুলের কৌশানী
ভিড় টানলেন জোড়াফুলের কৌশানী
author img

By

Published : Mar 31, 2021, 7:16 PM IST

কৃষ্ণনগর, 31 মার্চ :"মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গেছে", মনোনয়নপত্র জমা দিয়ে একথাই বললেন নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ।

বুধবার শুভদিন দেখেই মনোনয়ন জমা দিতে বেরোন কৌশানী মুখোপাধ্যায় ৷ খোলা জিপে মাথার উপর রঙিন ছাতা ৷ আর গাড়ির বনেটের উপর তৃণমূলের ছাপ লাগানো ৷ কৃষ্ণনগর শহরে মিছিল করে এসে কৃষ্ণনগর জেলা প্রশাসন দফতরে মনোনয়নপত্র জমা দেন অভিনেত্রী। বুধবার কৌশানী মুখোপাধ্যায়ের মনোনয়নপত্র ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সাধারণের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । পরণে বাসন্তী শাড়ি , বুকে জোড়াফুলের ব্যাচ ৷ খোলা চুলে মাথায় আটকানো রোদ চশমা ৷ হাসিমুখে বেরিয়ে এলেন মনোনয়ন জমা দিয়ে ৷ মনোনয়ন জমা দিয়ে এসেই পাকা রাজনীতিবীদদের মতো তোপ দাগলেন প্রতিপক্ষে থাকা মুকুল রায়ের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, " মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গেছে ৷"

মনোনয়ন জমা দিলেন কৌশানী মুখোপাধ্যায়

আরও পড়ুন : ‘বেচারা’ মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়, সার্টিফিকেট নেত্রীর

এদিন অভিনেত্রী আরও বলেন,"একমাত্র উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী পাঁচ বছর তাঁর হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে ৷" জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তারকা প্রার্থী । এর পাশাপাশি অভিনেত্রী বলেন, "আমি কৃষ্ণনগরে গ্ল্যামার নিয়ে রাজনীতি করতে আসিনি । কৃষ্ণনগরের ধুলোবালি সঙ্গে মিশে গেছি ।"

কৃষ্ণনগর, 31 মার্চ :"মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গেছে", মনোনয়নপত্র জমা দিয়ে একথাই বললেন নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় ।

বুধবার শুভদিন দেখেই মনোনয়ন জমা দিতে বেরোন কৌশানী মুখোপাধ্যায় ৷ খোলা জিপে মাথার উপর রঙিন ছাতা ৷ আর গাড়ির বনেটের উপর তৃণমূলের ছাপ লাগানো ৷ কৃষ্ণনগর শহরে মিছিল করে এসে কৃষ্ণনগর জেলা প্রশাসন দফতরে মনোনয়নপত্র জমা দেন অভিনেত্রী। বুধবার কৌশানী মুখোপাধ্যায়ের মনোনয়নপত্র ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং সাধারণের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো । পরণে বাসন্তী শাড়ি , বুকে জোড়াফুলের ব্যাচ ৷ খোলা চুলে মাথায় আটকানো রোদ চশমা ৷ হাসিমুখে বেরিয়ে এলেন মনোনয়ন জমা দিয়ে ৷ মনোনয়ন জমা দিয়ে এসেই পাকা রাজনীতিবীদদের মতো তোপ দাগলেন প্রতিপক্ষে থাকা মুকুল রায়ের বিরুদ্ধে ৷ তাঁর কথায়, " মুকুল রায় নিশ্চিত ঘরে ঢুকে গেছে ৷"

মনোনয়ন জমা দিলেন কৌশানী মুখোপাধ্যায়

আরও পড়ুন : ‘বেচারা’ মুকুল শুভেন্দুর মতো খারাপ নয়, সার্টিফিকেট নেত্রীর

এদিন অভিনেত্রী আরও বলেন,"একমাত্র উন্নয়নের নাম মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী পাঁচ বছর তাঁর হাত ধরেই রাজ্যে উন্নয়ন হবে ৷" জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী তারকা প্রার্থী । এর পাশাপাশি অভিনেত্রী বলেন, "আমি কৃষ্ণনগরে গ্ল্যামার নিয়ে রাজনীতি করতে আসিনি । কৃষ্ণনগরের ধুলোবালি সঙ্গে মিশে গেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.