তেহট্ট, 16 এপ্রিল : এরাজ্য়ের নির্বাচনী প্রচারে এসে ফের একবার মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে একাধিক ইস্য়ুতে সুর চড়ালেন অমিত শাহ ৷ আজ তেহট্টে বিজেপি প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন তিনি ৷ সেখানে কাটমানি, অনুপ্রবেশকারী, নাগরিকত্ব সহ একাধিক বিষয়ে তোপ দাগেন ৷
অনুপ্রবেশ নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বলেন, বংলায় গত 10 বছরে ব্য়াপক অনুপ্রবেশ হয়েছে ৷ এবং তারাই তৃণমূল কংগ্রেসের ভোটব্য়াঙ্ক ৷ 2 মে-র পর রাজ্য়ে ক্ষমতায় এসে অনুপ্রবেশ সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে ৷ পাশাপাশি মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে এবং নাগরিকত্ব দেওয়ার জন্য় 100 কোটি টাকার তহবিলও গড়া হবে বলে আশ্বাস দেন তিনি ৷
আরও পড়ুন- শীতলকুচির ঘটনায় সিআইডি রিপোর্ট তলব হাইকোর্টের
নাম না করে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও কটাক্ষ করেন অমিত শাহ ৷ অমিতের বক্তব্য়, ভাইপোর কল্য়াণের জন্য়ই রাজ্য় সরকার বিগত বছরে কাজ করেছে ৷ এমনকী, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশেই সমস্ত কাজ হয়েছে বলেও মন্তব্য় করেন তিনি ৷
আজকের সভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও কটাক্ষ করেন অমিত শাহ ৷ বিজেপির ডি এন এ নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধি ৷ আজকের সভা থেকে সেই প্রশ্নের জবাব দেন অমিত শাহ ৷ বলেন, "বিজেপির ডিএনএ হল ডেভেলপমেন্ট ন্য়াশনালিজম এবং আত্মনির্ভর ৷ "
বিরোধীদের কটাক্ষের পাশাপাশি ক্ষমতায় এসে কী কী উন্নয়নমূলক কাজ করা হবে তার একটা তালিকাও তুলে ধরেন অমিত ৷ মহিলাদের জন্য় বিনামূল্য়ে শিক্ষা, বিনা পয়সায় পরিবহন, মতুয়া দলপতিদের জন্য় মাসিক ভাতা, কৃষকদের জন্য় অতিরিক্ত ভাতা সহ একাধিক প্রতিশ্রুতি দেন তিনি ৷