ETV Bharat / state

Rath Yatra 2022 : সুদিন আসবে এবার, এক বুক আশা নিয়ে রথ তৈরিতে ব্যস্ত নবদ্বীপের মিস্ত্রি পাড়া

author img

By

Published : Jun 29, 2022, 1:33 PM IST

রথ উৎসবে লক্ষ্মীলাভের লাভের আশায় ব্যবসায়ী থেকে শুরু করে কারিগররা ৷ কিন্তু বাধ সাধছে কাঁচামলের মূল্যবৃদ্ধি (Rath Yatra in Nadia) ৷

Rath Yatra 2022
ভাল বিক্রির আশায় রথ তৈরিতে ব্যস্ত নবদ্বীপের মিস্ত্রি পাড়া

নদিয়া, 29 জুন: পরশু বাদে তারপর দিন রথ ৷ মাঝে আর হাতে গোনা কয়েকটা দিন ৷ রথযাত্রা উৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সর্বত্রই ।নবদ্বীপ শহরের বিভিন্ন মঠ-মন্দির-সহ ইসকন মায়াপুরে মন্দির এ সময় উৎসব মুখর (Rath Yatra in Nadia)। উৎসবকে কেন্দ্র করে আশায় বুক বাঁধেন বিভিন্ন ব্যবসায়ীরাও ৷ কারণ সোজা রথ থেকে উলটো, মাঝের সময়টা যে খুব বেশি, তা নয়। আর সব জায়গাতেই রথকে কেন্দ্র করে বিভিন্ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ঠিক তেমনই এই উৎসবের আনন্দে ছোটরাও মেতে ওঠে ছোট রথ নিয়ে । আর এই ছোটদের রথ তৈরি করতেই এখন ব্যস্ত নবদ্বীপ শহরের 7 ও 8 নং ওয়ার্ডের রানির চড়া এলাকার মিস্ত্রি পাড়া । সময় কম তাই দম ফেলার ফুরসত নেই তাঁদের ।

অতিমারি পেরিয়ে এবার রথ উৎসবে লক্ষ্মীলাভের সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা । তাই দিনরাত চলছে কাজ । গত দু'বছর আনন্দ মাটি হয়েছে । এ বছর পরিস্থিতি ভালো । তাই রথযাত্রা হবে জাঁকজমক করে এই আশায় তাঁরা জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা (Artists from Nabadwip Mistri Para hope for good sell in this year Rath Yatra)। তবে সবের মধ্যেও কোথাও যেন একটু মন ভার শিল্পীদের ৷ কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মূল্যবৃদ্ধি হয়েছে রথ তৈরির সামগ্রী ও শ্রমিকদের মজুরিতেও । ফলে ছোটদের রথের দাম যে এবার বেশ কিছুটা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না এমনটাই জানালেন শিল্পী আনন্দ শর্মা ।

এক বুক আশা নিয়ে রথ তৈরিতে ব্যস্ত নবদ্বীপের মিস্ত্রি পাড়া

আরও পড়ুন : Chandrakona Rath Yatra 2022 : 2 দিন পরেই রশিতে পড়বে টান, চন্দ্রকোনায় সাজছে 700 বছরের রথ

তবে ভালো বিক্রি হবে বলে আশা করছেন আরেক শিল্পী সুকুমার শর্মা ৷ তাঁর সঙ্গে রথ তৈরির কাজে হাত লাগিয়েছে তাঁর ভাইঝি সৌমিলি শর্মা । সেও জানায়, করোনায় গত দু'বছর সব কেড়ে নিয়েছে ৷ এবছর রথে হয়ত একটু ভাল বিক্রি হবে, সময় কম হাতে তাই জেঠুর কাজে হাতে হাত লাগিয়ে করা ।
সব মিলিয়ে রথ উৎসবকে ঘিরে যেমন ভক্তদের মধ্যে উন্মাদনা আছে ৷ পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরাও ভাল বিকিকিনির আশায় বুক বেঁধে আছে । দ্রব্যমূল্যের বৃদ্ধির বেড়াজাল টপকে সাধারণ মানুষ উৎসবের আনন্দে কতটা গা ভাসাতে পারে, যাতে ব্যবসায়ীরাও আশাহত না হয় সেটাই দেখার এখন ।

নদিয়া, 29 জুন: পরশু বাদে তারপর দিন রথ ৷ মাঝে আর হাতে গোনা কয়েকটা দিন ৷ রথযাত্রা উৎসবকে ঘিরে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সর্বত্রই ।নবদ্বীপ শহরের বিভিন্ন মঠ-মন্দির-সহ ইসকন মায়াপুরে মন্দির এ সময় উৎসব মুখর (Rath Yatra in Nadia)। উৎসবকে কেন্দ্র করে আশায় বুক বাঁধেন বিভিন্ন ব্যবসায়ীরাও ৷ কারণ সোজা রথ থেকে উলটো, মাঝের সময়টা যে খুব বেশি, তা নয়। আর সব জায়গাতেই রথকে কেন্দ্র করে বিভিন্ন মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ঠিক তেমনই এই উৎসবের আনন্দে ছোটরাও মেতে ওঠে ছোট রথ নিয়ে । আর এই ছোটদের রথ তৈরি করতেই এখন ব্যস্ত নবদ্বীপ শহরের 7 ও 8 নং ওয়ার্ডের রানির চড়া এলাকার মিস্ত্রি পাড়া । সময় কম তাই দম ফেলার ফুরসত নেই তাঁদের ।

অতিমারি পেরিয়ে এবার রথ উৎসবে লক্ষ্মীলাভের সুযোগ হাতছাড়া করতে চান না শিল্পীরা । তাই দিনরাত চলছে কাজ । গত দু'বছর আনন্দ মাটি হয়েছে । এ বছর পরিস্থিতি ভালো । তাই রথযাত্রা হবে জাঁকজমক করে এই আশায় তাঁরা জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা (Artists from Nabadwip Mistri Para hope for good sell in this year Rath Yatra)। তবে সবের মধ্যেও কোথাও যেন একটু মন ভার শিল্পীদের ৷ কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি মূল্যবৃদ্ধি হয়েছে রথ তৈরির সামগ্রী ও শ্রমিকদের মজুরিতেও । ফলে ছোটদের রথের দাম যে এবার বেশ কিছুটা বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না এমনটাই জানালেন শিল্পী আনন্দ শর্মা ।

এক বুক আশা নিয়ে রথ তৈরিতে ব্যস্ত নবদ্বীপের মিস্ত্রি পাড়া

আরও পড়ুন : Chandrakona Rath Yatra 2022 : 2 দিন পরেই রশিতে পড়বে টান, চন্দ্রকোনায় সাজছে 700 বছরের রথ

তবে ভালো বিক্রি হবে বলে আশা করছেন আরেক শিল্পী সুকুমার শর্মা ৷ তাঁর সঙ্গে রথ তৈরির কাজে হাত লাগিয়েছে তাঁর ভাইঝি সৌমিলি শর্মা । সেও জানায়, করোনায় গত দু'বছর সব কেড়ে নিয়েছে ৷ এবছর রথে হয়ত একটু ভাল বিক্রি হবে, সময় কম হাতে তাই জেঠুর কাজে হাতে হাত লাগিয়ে করা ।
সব মিলিয়ে রথ উৎসবকে ঘিরে যেমন ভক্তদের মধ্যে উন্মাদনা আছে ৷ পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীরাও ভাল বিকিকিনির আশায় বুক বেঁধে আছে । দ্রব্যমূল্যের বৃদ্ধির বেড়াজাল টপকে সাধারণ মানুষ উৎসবের আনন্দে কতটা গা ভাসাতে পারে, যাতে ব্যবসায়ীরাও আশাহত না হয় সেটাই দেখার এখন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.