ETV Bharat / state

santipur : মাঝ নদীতে আটকে যায় নৌকা, শান্তিপুরে ঝুঁকির পারাপার যাত্রীদের

কচুরিপানার দাপটে নাজেহাল যাত্রীরা ৷ মাঝ গঙ্গায় কখনও আটকে যায় নৌকা ৷ তখন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় যাত্রীদের। প্রশাসন কিংবা জনপ্রতিনিধি কারওর কোন হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের।

ঝুঁকির পারাপার যাত্রীদের, নেই প্রশাসনের হেলদোল
ঝুঁকির পারাপার যাত্রীদের, নেই প্রশাসনের হেলদোল
author img

By

Published : Jul 31, 2021, 5:36 PM IST

শান্তিপুর, 31 জুলাই : নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে চরপানপাড়া ও বেলেরমাঠ গ্রাম। দু‘টি গ্রামের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে সারিগঙ্গা। বর্ষাকালে গত কয়েক বছর ধরে সেই সারিগঙ্গা কচুরিপানায় ভরে যায়। ফলে নৌকা চলাচলের ভীষণ অসুবিধা হয় । কচুরিপানার মধ্যে দিয়ে নৌকা চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে আটকে যায় নৌকা।

এদিন সারিগঙ্গা দিয়ে চলাচল করতে গিয়ে আটকে যায় একটি ট্রলার। প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। সারিগঙ্গার মাঝখানে ট্রলারটি আটকে যায়। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকে ট্রলারটি। খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করতে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা দলকে। তারা এসে যাত্রীদের উদ্ধার করে। ওই ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, চর পানপাড়া এলাকার প্রায় 4 হাজার মানুষের যাতায়াতের পথ এটাই। বিভিন্ন কাজে তাঁদের শান্তিপুরের দিকে আসতে হয়। শান্তিপুরের দিকে আসতে হয় একাধিক ছাত্র-ছাত্রীদেরও।

আরও পড়ুন : lovers committed suicide : প্রেমিকার আত্মহত্যার খবর শুনে আত্মঘাতী প্রেমিক

অথচ বর্ষাকালে সারিগঙ্গা কচুরিপানায় ভরে থাকায় পারাপার করতে লেগে যায় দীর্ঘ সময়। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। তারা ভোটের সময় শুধু আশ্বাস দেন। কিন্তু কচুরিপানা পরিষ্কার করার কোনও ব্যবস্থাই করা হয় না।

এবিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা ধারা জানান, প্রতিবছরই কচুরিপানা জন্মায়, তবে এ বছর অনেকটাই বেশি হয়েছে ৷ যে কারণে সমস্যা জটিল হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিডিওর সঙ্গে কথা হয়েছে ৷ তিনি অতিসত্বর বিশেষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

শান্তিপুর, 31 জুলাই : নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে চরপানপাড়া ও বেলেরমাঠ গ্রাম। দু‘টি গ্রামের মধ্যে দিয়েই বয়ে গিয়েছে সারিগঙ্গা। বর্ষাকালে গত কয়েক বছর ধরে সেই সারিগঙ্গা কচুরিপানায় ভরে যায়। ফলে নৌকা চলাচলের ভীষণ অসুবিধা হয় । কচুরিপানার মধ্যে দিয়ে নৌকা চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে আটকে যায় নৌকা।

এদিন সারিগঙ্গা দিয়ে চলাচল করতে গিয়ে আটকে যায় একটি ট্রলার। প্রায় ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি যাচ্ছিল। সারিগঙ্গার মাঝখানে ট্রলারটি আটকে যায়। কয়েক ঘণ্টা ধরে আটকে থাকে ট্রলারটি। খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করতে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। খবর দিতে হয় বিপর্যয় মোকাবিলা দলকে। তারা এসে যাত্রীদের উদ্ধার করে। ওই ঘটনায় ক্ষিপ্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, চর পানপাড়া এলাকার প্রায় 4 হাজার মানুষের যাতায়াতের পথ এটাই। বিভিন্ন কাজে তাঁদের শান্তিপুরের দিকে আসতে হয়। শান্তিপুরের দিকে আসতে হয় একাধিক ছাত্র-ছাত্রীদেরও।

আরও পড়ুন : lovers committed suicide : প্রেমিকার আত্মহত্যার খবর শুনে আত্মঘাতী প্রেমিক

অথচ বর্ষাকালে সারিগঙ্গা কচুরিপানায় ভরে থাকায় পারাপার করতে লেগে যায় দীর্ঘ সময়। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। তারা ভোটের সময় শুধু আশ্বাস দেন। কিন্তু কচুরিপানা পরিষ্কার করার কোনও ব্যবস্থাই করা হয় না।

এবিষয়ে পঞ্চায়েত প্রধান মমতা ধারা জানান, প্রতিবছরই কচুরিপানা জন্মায়, তবে এ বছর অনেকটাই বেশি হয়েছে ৷ যে কারণে সমস্যা জটিল হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিডিওর সঙ্গে কথা হয়েছে ৷ তিনি অতিসত্বর বিশেষ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.