চাকদহ, 19 জুন : মদের আসরে গুলি করে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে । মৃতের নাম অমর দাস(39) । ঘটনাটি নদিয়ার চাকদহ থানা এলাকার । খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয় ৷
চাকদাহ থানার দরাপপুরের বাসিন্দা অমর দাস(39) পেশায় লটারি বিক্রেতা ছিলেন। গতকাল রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে মদ্যপান করতে বসেছিলেন তিনি । মদ্যপান চলাকালীন বন্ধুদের সঙ্গে কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় । এরপর কথা কাটাকাটি চলতে চলতে হঠাৎ হাতাহাতি শুরু হয় অমর দাসের সঙ্গে । অভিযোগ, সেইসময় একজন পিস্তল বের করে অমর দাসকে লক্ষ্য করে গুলি করে । গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি । গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে ঘটনাস্থান ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রক্তাক্ত অবস্থায় অমর দাসকে চাকদহ হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা । সেখানেই সারারাত চিকিৎসার পর আজ ভোরে তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় চাকদাহ থানার পুলিশ ।
পুলিশ তদন্ত নেমে জয়ন্ত দাস এবং বিজয় বিশ্বাস নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । যদিও প্রশাসনের তরফে ঠিক কী কারণে এমন ঘটনা, তা স্পষ্ট জানানো হয়নি । অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে । তাদের আজ কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে । অন্যদিকে মৃত অমর দাসের দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য কল্যাণী মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে ।
এবিষয়ে চাকদহ পঞ্চায়েত সমিতির সদস্য শ্রীকান্ত রায় জানান, অমর দাস কোনও রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না ৷ কী কারণে খুন হয়েছেন তাঁর জানা নেই ৷ তবে পুলিশের কাছে আবেদন, ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা যাতে তারা নেয় ৷