কৃষ্ণনগর, 13 মে : এক আড়াই বছরের শিশুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর আদালত । সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জয়গুরু রাজবংশী (Accused of sexually abusing a child)। ঘটনাটি ঘটে 2019 সালে কালীগঞ্জ থানার রেল বাজার এলাকায় ।
সূত্রের খবর, অভিযুক্ত বছর পঁয়ত্রিশের বিবাহিত জয়গুরু রাজবংশী কালিগঞ্জ থানার পলাশীর এলাকার বাসিন্দা । 2019 সালে সে তার প্রতিবেশী আড়াই বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতন করে ৷ ঘটনার দিন সকাল 9 টা নাগাদ ওই শিশুর বাড়িতে কেউ না-থাকার সুযোগে তাকে নিজের বাড়ি নিয়ে যায় জয়গুরু এবং তারপর তার ওপর যৌন নির্যাতন করে ৷ ঘটনা জানাজানি হতে ওই শিশুর মা কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ।
আরও পড়ুন : নাবালিকার রহস্য মৃত্যুতে ধর্ষণের অভিযোগ দায়ের পরিবারের, গ্রেফতার 3
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করে । আজ কৃষ্ণনগর আদালতে পকসো আইনে অভিযুক্তকেকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন বিরাচক । জয়গুরুর পরিবারের দাবি, শত্রুতার কারণে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে ।