শান্তিপুর, 9 জানুয়ারি : প্রতিবেশীর বাড়িতে তাণ্ডব বহিরাগতদের । প্রতিবাদ করায় গুরুতর জখম একই পরিবারের তিনজন । শান্তিপুর ব্লকের ফুলিয়া বেলেমাঠ এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুলিয়া বেলেমাঠ এলাকার পেশায় রাজমিস্ত্রি অসিত দাসের বাড়ির পিছনে একটি বাড়িতে গতরাতে বাইরের কিছু ছেলেরা এসে ঝামেলা করতে থাকে । প্রতিবাদ করেন অসিত দাস । এরপরেই আজ সকাল 10 টা নাগাদ ফুলিয়ার অঞ্চলে তাঁতের কার্ড জমা দিতে গেলে সেখান থেকে অসিত দাসকে বেশ কিছু যুবক ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ।
আরও পড়ুন : জমি বিবাদকে কেন্দ্র করে বাড়ি ভাঙচুর নদিয়ার শান্তিপুরে
এছাড়াও মারধর করা হয় অসিত দাসের স্ত্রী ও দুই ছেলেকেও । পুরো ঘটনা জানিয়ে আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অসিত দাস ও তাঁর স্ত্রী ।