ETV Bharat / state

জন্মাষ্টমীতে অংশ নেবেন 100 জন, অনলাইনে পুজো দেখার অনুরোধ ইসকনের - শ্রীকৃষ্ণের জন্ম উৎসব

কলকাতার ইসকন মন্দিরে 44 বছরে প্রথমবার রথ অনুষ্ঠানও হয়নি ৷ সামাজিক দূরত্ব মেনে রথযাত্রা করা সম্ভব হয়নি ৷ তাই ভার্চুয়ালভাবেই রথযাত্রা করা হয়৷ বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণ ভক্তরা বাড়িতে বসেই রথযাত্রা দেখেন ৷ এবার জন্মাষ্টমী ৷ তাই এবারও ভার্চুয়ালিভাবেই পালন করা হবে জন্মাষ্টমী ৷

মায়াপুর ইসকন
মায়াপুর ইসকন
author img

By

Published : Aug 10, 2020, 10:27 PM IST

মায়াপুর ও কলকাতা, 10 অগাস্ট : কোরোনার প্রভাব এবার শ্রীকৃষ্ণের জন্ম উৎসবেও । অন্য বছরের মতো কয়েক হাজার নয়, হাতেগোনা কয়েকজন পূজারি নিয়ে মায়াপুর ইসকন মন্দিরের নামমাত্রভাবে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী । একই ছবি কলকাতার ইসকন মন্দিরেও ৷ নামমাত্রভাবেই পালন করা হবে এবারের জন্মাষ্টমী ৷

কোরোনা সংক্রমণের কারণে মার্চের শেষে লকডাউন ঘোষণা হয় ৷ তারপর কিছুটা শিথিল হলেও এখন রাজ্যে সাপ্তাহিক লকডাউন চলছে ৷ কিন্তু দিন যত যাচ্ছে সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে ৷ প্রথম থেকেই কোরোনা ভাইরাস রোধ করার জন্য নদিয়ার নবদ্বীপ এবং মায়াপুরের সমস্ত মন্দির প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছিল । ভক্তশূন্য হয়ে পড়েছিল বৈষ্ণব তীর্থ নবদ্বীপের গোটা এলাকা । ভক্তদের আগমন না থাকায় কাজ হারিয়েছেন অনেক পুরোহিতও । প্রশাসনের নির্দেশে লকডাউনের শুরুতেই মায়াপুর ইসকন মন্দির ভক্তদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল । সরকারি নির্দেশে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় 103 দিন পর আবার সামাজিক নিয়ম মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মায়াপুর ইসকন-এর প্রধান গেট । দিনে তিন ঘণ্টা করে সাধারণ মানুষের জন্য খুলে রাখা হয়েছিল মন্দির ।

কলকাতা ইসকন
কলকাতা ইসকন

অন্যদিকে কলকাতার ইসকন মন্দিরে 44 বছরে প্রথমবার রথ অনুষ্ঠানও হয়নি ৷ সামাজিক দূরত্ব মেনে রথযাত্রা করা সম্ভব হয়নি ৷ তাই ভার্চুয়ালভাবেই রথযাত্রা করা হয়৷ বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণ ভক্তরা বাড়িতে বসেই রথযাত্রা দেখেন ৷ এবার জন্মাষ্টমী ৷ তাই এবারও ভার্চুয়ালিভাবেই পালন করা হবে জন্মাষ্টমী ৷

ইসকন কলকাতার ম্যানেজার

এদিকে কোরোনার দাপটে সম্পূর্ণভাবে নিয়ম-রীতি পরিবর্তন করতে হয়েছে ইসকন কর্তৃপক্ষের । রথযাত্রা থেকে শুরু করে ঝুলন যাত্রা সবকিছুই সামাজিক নিয়ম মেনে মন্দিরের প্রবেশ নিষিদ্ধ করেই পালন করা হয়েছে । প্রতিবছরের মতো এবছরও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হবে৷ কিন্তু এবার তা শুধুই নামমাত্র ।

বর্তমানে মায়াপুর ইসকন মন্দিরে 6000 আবাসিক রয়েছেন ৷ আছেন 500 জন মহারাজ ৷ নিরাপত্তারক্ষীর সংখ্যাও 200 থেকে 250 জন ৷ তবে এবারের জন্মাষ্টমীতে সবার প্রবেশাধিকার থাকছে না ৷ মাত্র 100 জনকে নিয়েই পালন করা হবে জন্মাষ্টমী ৷ তাদের মধ্যে থাকবেন 40 জন পূজারি ও বাকিরা সাফাইকর্মী ও অন্য কর্মচারী ৷

মায়াপুর ইসকন
মায়াপুর ইসকন

কলকাতার ইসকনের মন্দিরে কোনও দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তবে অনলাইনে পুরো অনুষ্ঠান দেখতে পারবেন ভক্তরা ৷ বুধবার সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠান শুরু হবে ৷ কীর্তন ও ভজনের মাধ্যমে কৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে ৷ সন্ধে সাড়ে সাতটায় মূল আরতির অনুষ্ঠান । এরপর রাতভর বিশেষ পুজো হবে ইসকনে ৷ ইসকনের ওয়েবসাইটে মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে দেখে যাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান ।

কলকাতা ইসকন
কলকাতা ইসকন

মায়াপুরে সমস্ত আচার অনুষ্ঠান মেনেই হবে জন্মাষ্টমী অনুষ্টান ৷ 12 তারিখ সকাল থেকে 100 জন কর্মী ও পূজারি অনুষ্ঠানের আয়োজন করবেন ৷ সকাল 10 টায় শুরু হবে যজ্ঞ ৷ দুপুর 1টায় শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হবে ৷ তবে অন্য বারের মতো এবার ভক্তদের ভোগ বিতরণ করা হবে না ৷ রাত 10 টা থেকে 12 টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান ৷ 12টার পর চরণামৃত বিতরণ শুরু হবে ৷ ভোরে হবে নাম সংকীর্তন

মায়াপুর ইসকন
মায়াপুর ইসকন

মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘‘রথযাত্রা থেকে আমরা শিক্ষা নিয়ে আরও কঠিন ভাবে নিয়ম-নীতি মেনে জন্মাষ্টমী উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ অনেক চেষ্টা করেও রথযাত্রায় সেভাবে সামাজিক নিয়ম মানতে পারিনি । সেই কারণে এবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, জন্মাষ্টমী উৎসবে মোট 100 জন প্রবেশের অনুমতি পাবে । তাই আমরা সকলকে অনুরোধ করেছি ঘরে বসে www.mayapurtv.com এই ওয়েবসাইটে অনলাইনে জন্মাষ্টমী উৎসব দর্শন করুন ।"

মায়াপুর ও কলকাতা, 10 অগাস্ট : কোরোনার প্রভাব এবার শ্রীকৃষ্ণের জন্ম উৎসবেও । অন্য বছরের মতো কয়েক হাজার নয়, হাতেগোনা কয়েকজন পূজারি নিয়ে মায়াপুর ইসকন মন্দিরের নামমাত্রভাবে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী । একই ছবি কলকাতার ইসকন মন্দিরেও ৷ নামমাত্রভাবেই পালন করা হবে এবারের জন্মাষ্টমী ৷

কোরোনা সংক্রমণের কারণে মার্চের শেষে লকডাউন ঘোষণা হয় ৷ তারপর কিছুটা শিথিল হলেও এখন রাজ্যে সাপ্তাহিক লকডাউন চলছে ৷ কিন্তু দিন যত যাচ্ছে সংক্রমণও পাল্লা দিয়ে বাড়ছে ৷ প্রথম থেকেই কোরোনা ভাইরাস রোধ করার জন্য নদিয়ার নবদ্বীপ এবং মায়াপুরের সমস্ত মন্দির প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছিল । ভক্তশূন্য হয়ে পড়েছিল বৈষ্ণব তীর্থ নবদ্বীপের গোটা এলাকা । ভক্তদের আগমন না থাকায় কাজ হারিয়েছেন অনেক পুরোহিতও । প্রশাসনের নির্দেশে লকডাউনের শুরুতেই মায়াপুর ইসকন মন্দির ভক্তদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছিল । সরকারি নির্দেশে লকডাউন কিছুটা শিথিল হওয়ায় 103 দিন পর আবার সামাজিক নিয়ম মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মায়াপুর ইসকন-এর প্রধান গেট । দিনে তিন ঘণ্টা করে সাধারণ মানুষের জন্য খুলে রাখা হয়েছিল মন্দির ।

কলকাতা ইসকন
কলকাতা ইসকন

অন্যদিকে কলকাতার ইসকন মন্দিরে 44 বছরে প্রথমবার রথ অনুষ্ঠানও হয়নি ৷ সামাজিক দূরত্ব মেনে রথযাত্রা করা সম্ভব হয়নি ৷ তাই ভার্চুয়ালভাবেই রথযাত্রা করা হয়৷ বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণ ভক্তরা বাড়িতে বসেই রথযাত্রা দেখেন ৷ এবার জন্মাষ্টমী ৷ তাই এবারও ভার্চুয়ালিভাবেই পালন করা হবে জন্মাষ্টমী ৷

ইসকন কলকাতার ম্যানেজার

এদিকে কোরোনার দাপটে সম্পূর্ণভাবে নিয়ম-রীতি পরিবর্তন করতে হয়েছে ইসকন কর্তৃপক্ষের । রথযাত্রা থেকে শুরু করে ঝুলন যাত্রা সবকিছুই সামাজিক নিয়ম মেনে মন্দিরের প্রবেশ নিষিদ্ধ করেই পালন করা হয়েছে । প্রতিবছরের মতো এবছরও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হবে৷ কিন্তু এবার তা শুধুই নামমাত্র ।

বর্তমানে মায়াপুর ইসকন মন্দিরে 6000 আবাসিক রয়েছেন ৷ আছেন 500 জন মহারাজ ৷ নিরাপত্তারক্ষীর সংখ্যাও 200 থেকে 250 জন ৷ তবে এবারের জন্মাষ্টমীতে সবার প্রবেশাধিকার থাকছে না ৷ মাত্র 100 জনকে নিয়েই পালন করা হবে জন্মাষ্টমী ৷ তাদের মধ্যে থাকবেন 40 জন পূজারি ও বাকিরা সাফাইকর্মী ও অন্য কর্মচারী ৷

মায়াপুর ইসকন
মায়াপুর ইসকন

কলকাতার ইসকনের মন্দিরে কোনও দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না ৷ তবে অনলাইনে পুরো অনুষ্ঠান দেখতে পারবেন ভক্তরা ৷ বুধবার সন্ধ্যা 6টা থেকে অনুষ্ঠান শুরু হবে ৷ কীর্তন ও ভজনের মাধ্যমে কৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠান শুরু হবে ৷ সন্ধে সাড়ে সাতটায় মূল আরতির অনুষ্ঠান । এরপর রাতভর বিশেষ পুজো হবে ইসকনে ৷ ইসকনের ওয়েবসাইটে মাধ্যমে পৃথিবীর যেকোনও প্রান্ত থেকে দেখে যাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান ।

কলকাতা ইসকন
কলকাতা ইসকন

মায়াপুরে সমস্ত আচার অনুষ্ঠান মেনেই হবে জন্মাষ্টমী অনুষ্টান ৷ 12 তারিখ সকাল থেকে 100 জন কর্মী ও পূজারি অনুষ্ঠানের আয়োজন করবেন ৷ সকাল 10 টায় শুরু হবে যজ্ঞ ৷ দুপুর 1টায় শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হবে ৷ তবে অন্য বারের মতো এবার ভক্তদের ভোগ বিতরণ করা হবে না ৷ রাত 10 টা থেকে 12 টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান ৷ 12টার পর চরণামৃত বিতরণ শুরু হবে ৷ ভোরে হবে নাম সংকীর্তন

মায়াপুর ইসকন
মায়াপুর ইসকন

মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘‘রথযাত্রা থেকে আমরা শিক্ষা নিয়ে আরও কঠিন ভাবে নিয়ম-নীতি মেনে জন্মাষ্টমী উৎসব পালন করার সিদ্ধান্ত নিয়েছি ৷ অনেক চেষ্টা করেও রথযাত্রায় সেভাবে সামাজিক নিয়ম মানতে পারিনি । সেই কারণে এবার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, জন্মাষ্টমী উৎসবে মোট 100 জন প্রবেশের অনুমতি পাবে । তাই আমরা সকলকে অনুরোধ করেছি ঘরে বসে www.mayapurtv.com এই ওয়েবসাইটে অনলাইনে জন্মাষ্টমী উৎসব দর্শন করুন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.