ETV Bharat / state

টোটো চোর সন্দেহে যুবককে আটক করে গণধোলাই - young man arrested

টোটো চোর সন্দেহে আটক করে গণধোলাই করা হয় এক যুবককে। গণধোলাইয়ের পর চুল কেটে নেওয়া হল ৷ ঘটনাটি ঘটে বহরমপুর নতুন বাজার এলাকায় ৷

young man arrested
যুবককে আটক করে গণধোলাই
author img

By

Published : Aug 17, 2020, 10:39 PM IST

বহরমপুর, 17 অগাস্ট : টোটো চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে প্রহৃত যুবক ৷ ওই যুবকের চুল কেটে নেয় এলাকার লোকজন। বহরমপুর নতুন বাজার এলাকার ঘটনা ৷ পরে ওই যুবককে তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে। ধৃত যুবকের দাবি, সে চুরি করতে আসেনি । তার বাড়ি বহরমপুর থানার ভাকুড়ি এলাকায় ।

টোটো মালিকের দাবি, রাস্তার একপাশে টোটো দাঁড় করিয়ে সে মন্দিরে বসে বিশ্রাম নিচ্ছিল। সেখান থেকেই নজর রাখছিল নিজের গাড়ির উপর। সেই সময় ওই যুবক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কয়েকজন ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। এরপর ইলেকট্রিক পোলে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে শাস্তি হিসাবে চুল কেটে নেওয়া হয় ৷ যদিও মারধর ও চুল কেটে নেওয়ার ঘটনা অস্বীকার করেছে স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন উত্তেজনা ছড়ায় নতুনবাজার এলাকায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে আটক যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বহরমপুর নতুন বাজার এলাকায় ৷

বহরমপুর, 17 অগাস্ট : টোটো চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে প্রহৃত যুবক ৷ ওই যুবকের চুল কেটে নেয় এলাকার লোকজন। বহরমপুর নতুন বাজার এলাকার ঘটনা ৷ পরে ওই যুবককে তুলে দেওয়া হয় বহরমপুর থানার পুলিশের হাতে। ধৃত যুবকের দাবি, সে চুরি করতে আসেনি । তার বাড়ি বহরমপুর থানার ভাকুড়ি এলাকায় ।

টোটো মালিকের দাবি, রাস্তার একপাশে টোটো দাঁড় করিয়ে সে মন্দিরে বসে বিশ্রাম নিচ্ছিল। সেখান থেকেই নজর রাখছিল নিজের গাড়ির উপর। সেই সময় ওই যুবক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । কয়েকজন ছুটে গিয়ে তাকে ধরে ফেলে। এরপর ইলেকট্রিক পোলে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে শাস্তি হিসাবে চুল কেটে নেওয়া হয় ৷ যদিও মারধর ও চুল কেটে নেওয়ার ঘটনা অস্বীকার করেছে স্থানীয় বাসিন্দারা ।

ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষন উত্তেজনা ছড়ায় নতুনবাজার এলাকায়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে আটক যুবককে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বহরমপুর নতুন বাজার এলাকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.