ETV Bharat / state

অধীর গড়ে বিজেপিতে যোগদান 400 পরিবারের

বহরমপুর বিধানসভায় এবার কংগ্রেসের ভোট কাটতে আসরে নামল জেলা বিজেপি নেতৃত্ব ৷ মুর্শিদাবাদের বিজেপি সভাপতি গৌরিশঙ্কর ঘোষের হাত ধরে প্রায় 400 পরিবার গেরুয়া শিবিরে যোগ দিল ৷

author img

By

Published : Mar 15, 2021, 9:30 PM IST

west bengal assembly election 2021 today 400 family join to bjp in baharampur assembly in murshidabad
অধীর গড়ে বিজেপিতে যোগদান 400 পরিবারের

মুর্শিদাবাদ, 15 মার্চ : অধীর গড়ে বিজেপিতে যোগ চারশো পরিবারের ৷ বহরমপুরে বিধানসভা নির্বাচন। আর তার আগে অধীর গড়ে থাবা বসালো গেরুয়া শিবির। বহরমপুর বিধানসভার মণীন্দ্রনগর অঞ্চল থেকে চারশো পরিবার যোগদান করল বিজেপিতে । যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। গৌরিশঙ্কর ঘোষের দাবি, সোনার বাংলা গড়তে এই চারশো পরিবার বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে । নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপি তত শক্তিশালী হবে বলেও দাবি জেলা সভাপতির।



এদিন কাশিমবাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানেই এই মহা যোগদান মেলার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে হাজির হয়ে মণিন্দ্রনগর পঞ্চায়েতের চারশো পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেয় । নির্বাচনের আগে এই দলবদল অধীর গড়ে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কারণ এই পরিবারগুলির কয়েক হাজার ভোট এতদিন কংগ্রেসের ছিল ৷

অধীর গড়ে বিজেপিতে যোগদান 400 পরিবারের

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি
2016 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 92 হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী । বিজেপি প্রার্থী মালা ভট্টাচার্য্য মাত্র 19 হাজার ভোট পেয়েছিলেন । এবারও মনোজ চক্রবর্তীকেই প্রার্থী করেছে কংগ্রেস । বিজেপির দাবি গত পাঁচ বছরে বহরমপুর কেন্দ্রে অনেক রদবদল হয়েছে । এবার বিজেপিকেই অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবছে কংগ্রেস। ফলে নির্বাচনের আগে অধীর গড়ে দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

মুর্শিদাবাদ, 15 মার্চ : অধীর গড়ে বিজেপিতে যোগ চারশো পরিবারের ৷ বহরমপুরে বিধানসভা নির্বাচন। আর তার আগে অধীর গড়ে থাবা বসালো গেরুয়া শিবির। বহরমপুর বিধানসভার মণীন্দ্রনগর অঞ্চল থেকে চারশো পরিবার যোগদান করল বিজেপিতে । যোগদানকারীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। গৌরিশঙ্কর ঘোষের দাবি, সোনার বাংলা গড়তে এই চারশো পরিবার বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে । নির্বাচন যত এগিয়ে আসবে বিজেপি তত শক্তিশালী হবে বলেও দাবি জেলা সভাপতির।



এদিন কাশিমবাজারে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ। দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানেই এই মহা যোগদান মেলার আয়োজন করা হয়েছিল । সেই অনুষ্ঠানে হাজির হয়ে মণিন্দ্রনগর পঞ্চায়েতের চারশো পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেয় । নির্বাচনের আগে এই দলবদল অধীর গড়ে কংগ্রেসের কাছে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। কারণ এই পরিবারগুলির কয়েক হাজার ভোট এতদিন কংগ্রেসের ছিল ৷

অধীর গড়ে বিজেপিতে যোগদান 400 পরিবারের

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি
2016 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 92 হাজার ভোটে জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী । বিজেপি প্রার্থী মালা ভট্টাচার্য্য মাত্র 19 হাজার ভোট পেয়েছিলেন । এবারও মনোজ চক্রবর্তীকেই প্রার্থী করেছে কংগ্রেস । বিজেপির দাবি গত পাঁচ বছরে বহরমপুর কেন্দ্রে অনেক রদবদল হয়েছে । এবার বিজেপিকেই অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবছে কংগ্রেস। ফলে নির্বাচনের আগে অধীর গড়ে দলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.