ETV Bharat / state

জলঙ্গিতে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ - Jalangi

বেহাল রাস্তার কারণে ভেস্তে যাচ্ছে মেয়েদের বিয়ে। সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।

রাস্তা
রাস্তা
author img

By

Published : Sep 14, 2020, 7:42 PM IST

জলঙ্গি, 14 সেপ্টেম্বর: বেহাল রাস্তার কারণে গ্রামের মেয়েদের বিয়ে ভেস্তে যাচ্ছে। যোগাযোগের অব্যবস্থার কারণে বিয়ে করতে রাজি হচ্ছে না পাত্রপক্ষ । এমনই অভিযোগ তুলে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে ও কলাই বীজ ছিটিয়ে বিক্ষোভ দেখানো হয় । জলঙ্গি ব্লকের জলঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার 245 নম্বর বুথ তথা 5 নম্বর গ্রাম সংসদ মুরাদপুর গ্রামের ঘটনা ।

বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে একবার সংস্কারের পর রাস্তায় আর মাটি পড়েনি। বর্ষার জলে রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে । বিক্ষোভে কাজ না হলে বৃহত্তর আন্দোলে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মুরাদপুরে ঢোকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার জমা জল আর কাদা মাড়িয়েই যেতে হয় বাসিন্দাদের । বর্ষা এলে দুর্ভোগে বাড়ে। গ্রামবাসীদের অভিযোগ, শুধুমাত্র রাস্তার কারণে গ্রামের বহু মেয়ের বিয়ে ভেস্তে গিয়েছে। পাত্রপক্ষরা রাস্তার হাল দেখেই মুখ ফিরিয়ে নেয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দলীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন । পঞ্চায়েত সদস্যদের দাবি, বারবার প্রধানকে বলা হয়েছে। কিন্তু উনি পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা না করে দুষ্কৃতীদের হাতে উন্নয়নের দায়িত্ব তুলে দিয়েছেন । প্রতিবাদে আজ গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখায় । কাদায় ছেটানো হয়েছে কলাই বীজ । বাসিন্দাদের হুঁশিয়ারি, “এরপর পঞ্চায়েত কোনও ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।”

জলঙ্গি, 14 সেপ্টেম্বর: বেহাল রাস্তার কারণে গ্রামের মেয়েদের বিয়ে ভেস্তে যাচ্ছে। যোগাযোগের অব্যবস্থার কারণে বিয়ে করতে রাজি হচ্ছে না পাত্রপক্ষ । এমনই অভিযোগ তুলে রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা পুঁতে ও কলাই বীজ ছিটিয়ে বিক্ষোভ দেখানো হয় । জলঙ্গি ব্লকের জলঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকার 245 নম্বর বুথ তথা 5 নম্বর গ্রাম সংসদ মুরাদপুর গ্রামের ঘটনা ।

বাসিন্দাদের অভিযোগ, বাম আমলে একবার সংস্কারের পর রাস্তায় আর মাটি পড়েনি। বর্ষার জলে রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে। চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে এলাকার মানুষকে । বিক্ষোভে কাজ না হলে বৃহত্তর আন্দোলে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মুরাদপুরে ঢোকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। রাস্তার জমা জল আর কাদা মাড়িয়েই যেতে হয় বাসিন্দাদের । বর্ষা এলে দুর্ভোগে বাড়ে। গ্রামবাসীদের অভিযোগ, শুধুমাত্র রাস্তার কারণে গ্রামের বহু মেয়ের বিয়ে ভেস্তে গিয়েছে। পাত্রপক্ষরা রাস্তার হাল দেখেই মুখ ফিরিয়ে নেয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দলীয় প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছেন । পঞ্চায়েত সদস্যদের দাবি, বারবার প্রধানকে বলা হয়েছে। কিন্তু উনি পঞ্চায়েত সদস্যের সঙ্গে আলোচনা না করে দুষ্কৃতীদের হাতে উন্নয়নের দায়িত্ব তুলে দিয়েছেন । প্রতিবাদে আজ গ্রামবাসীরা রাস্তায় ধানের চারা পুঁতে প্রতীকী বিক্ষোভ দেখায় । কাদায় ছেটানো হয়েছে কলাই বীজ । বাসিন্দাদের হুঁশিয়ারি, “এরপর পঞ্চায়েত কোনও ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।”

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.