ETV Bharat / state

বন্ধুর বাড়িতে জিলাপি দিতে গিয়ে দুর্ঘটনা, মৃত 2 - দুই যুবকের মৃত্য়ু

মেলার জিলাপি খেতে চেয়েছিল বন্ধু৷ তাই গভীর রাতে জিলাপি কিনে দিতে গিয়েছিলেন এক তরুণ৷ তাঁর বাইকের পিছনে উঠে বসেন আরও এক যুবক৷ দুর্ঘটনায় প্রাণ যায় দু’জনেরই৷ শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গাইঘাটা ব্রিজে।

wb-msd-accident-death two-02-wb10031
বন্ধুর বাড়িতে জিলিপি দিতে গিয়ে দুর্ঘটনা, মৃত 2
author img

By

Published : Feb 12, 2021, 8:48 PM IST

সুতি, 12 ফেব্রুয়ারি: গভীর রাতে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই যুবকের। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গাইঘাটা ব্রিজে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারাতেই দুর্ঘটনা ঘটে৷ মৃত দুই যুবকের নাম লাল্টু শেখ (21) ও আবদুর সামাদ (19)। দু’জনেরই বাড়ি সুতি থানার শাহজাদপুর।

বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ রাত গড়িয়ে শুক্রবার পড়ে গেলেও জেগেছিলেন এলাকার বহু মানুষ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ এক বন্ধু মেলার জিলাপি খেতে চেয়ে ফোন করেন লাল্টুকে। এরপর মেলা থেকে জিলাপি কিনে আবদুরকে বাইকের পিছনে বসিয়ে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে যান লাল্টু৷ গাইঘাটা ব্রিজে নিয়ন্ত্রণ হারায় তাঁর বাইক৷ দু’জনের কারও মাথাতেই হেলমেট না থাকায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

আরও পড়ুন: কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, এগরায় মৃত্য়ু বাইক আরোহীর

রাতে টহলদারির দেওয়ার সময় পুলিশই দু’জনকে রাস্তায় পড়ে থাকতে দেখে৷ খবর পাঠানো হয় মৃতদের বাড়িতে৷ দেহ দু’টি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ৷

সুতি, 12 ফেব্রুয়ারি: গভীর রাতে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্য়ু হল দুই যুবকের। শুক্রবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার গাইঘাটা ব্রিজে। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা মারাতেই দুর্ঘটনা ঘটে৷ মৃত দুই যুবকের নাম লাল্টু শেখ (21) ও আবদুর সামাদ (19)। দু’জনেরই বাড়ি সুতি থানার শাহজাদপুর।

বৃহস্পতিবার রাতে শাহজাদপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ রাত গড়িয়ে শুক্রবার পড়ে গেলেও জেগেছিলেন এলাকার বহু মানুষ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত একটা নাগাদ এক বন্ধু মেলার জিলাপি খেতে চেয়ে ফোন করেন লাল্টুকে। এরপর মেলা থেকে জিলাপি কিনে আবদুরকে বাইকের পিছনে বসিয়ে বন্ধুর বাড়িতে জিলাপি দিতে যান লাল্টু৷ গাইঘাটা ব্রিজে নিয়ন্ত্রণ হারায় তাঁর বাইক৷ দু’জনের কারও মাথাতেই হেলমেট না থাকায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

আরও পড়ুন: কুয়াশার জেরে পথ দুর্ঘটনা, এগরায় মৃত্য়ু বাইক আরোহীর

রাতে টহলদারির দেওয়ার সময় পুলিশই দু’জনকে রাস্তায় পড়ে থাকতে দেখে৷ খবর পাঠানো হয় মৃতদের বাড়িতে৷ দেহ দু’টি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.