ETV Bharat / state

লালগোলায় শান্তি মিছিল পুলিশের - CAB protest

লালগোল থানা থেকে লালগোলা স্টেশন পর্যন্ত শান্তি মিছিল করে পুলিশ । RAF ও পুলিশকর্মী মিলে প্রায় 150 জন এই মিছিলে পা মেলান । এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশের তরফে মাইকে ঘোষণা করা হয় । সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষকে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করে পুলিশ ।

CAB protest
শান্তি মিছিল পুলিশের
author img

By

Published : Dec 15, 2019, 7:56 PM IST

লালগোলা, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019- কে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি । শুক্রবার মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর স্টেশনে লালগোলা এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় জনতা । আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও । এই ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দেয় এলাকায় । আজ পরিস্থিতি শান্ত করতে পথে নেমেছে পুলিশ । আমজনতার কাছে শান্তির বার্তা পৌছে দিতে রাস্তায় নেমে শান্তি মিছিল করল লালগোলা পুলিশ ।

আজ বেলা সাড়ে তিনটে নাগাদ লালগোল থানা থেকে লালগোলা স্টেশন পর্যন্ত শান্তি মিছিল করে পুলিশ । RAF ও পুলিশকর্মী মিলে প্রায় 150 জন এই মিছিলে পা মেলান । মিছিলে মাইকের মধ্যেদিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্যও পুলিশের তরফে অনুরোধ করা হয় । সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষকে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

নাগরিকত্ব (সংশোধনী) বিল 2019, লোকসভায় পাশ হয় 9 ডিসেম্বর । 11 ডিসেম্বর রাজ্যসভায় তা পাশ হয় ৷ পরদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করেন ৷ ফলে তা নাগরিকত্ব সংশোধনী 2019 আইনে পরিণত হয় ৷ এই আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে । শুক্রবার থেকে ক্রমশ আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । শক্রবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে কোথাও রেল লাইন, রাস্তা অবরোধ করে জনতা । মুর্শিদাবাদের বেলডাঙা, লালগোলা, সারগাছি-র মতো জায়গায় রেললাইনে বিক্ষোভ ,স্টেশনে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে । এই পরিস্থিতিতে আজ লালগোলায় শান্তি মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিল পুলিশ ।

লালগোলা, 15 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019- কে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের পরিস্থিতি । শুক্রবার মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর স্টেশনে লালগোলা এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেয় জনতা । আগুন লাগিয়ে দেওয়া হয় স্টেশন মাস্টারের ঘরেও । এই ঘটনাকে ঘিরে আতঙ্ক দেখা দেয় এলাকায় । আজ পরিস্থিতি শান্ত করতে পথে নেমেছে পুলিশ । আমজনতার কাছে শান্তির বার্তা পৌছে দিতে রাস্তায় নেমে শান্তি মিছিল করল লালগোলা পুলিশ ।

আজ বেলা সাড়ে তিনটে নাগাদ লালগোল থানা থেকে লালগোলা স্টেশন পর্যন্ত শান্তি মিছিল করে পুলিশ । RAF ও পুলিশকর্মী মিলে প্রায় 150 জন এই মিছিলে পা মেলান । মিছিলে মাইকের মধ্যেদিয়ে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার জন্যও পুলিশের তরফে অনুরোধ করা হয় । সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষকে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

নাগরিকত্ব (সংশোধনী) বিল 2019, লোকসভায় পাশ হয় 9 ডিসেম্বর । 11 ডিসেম্বর রাজ্যসভায় তা পাশ হয় ৷ পরদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করেন ৷ ফলে তা নাগরিকত্ব সংশোধনী 2019 আইনে পরিণত হয় ৷ এই আইনের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু হয়েছে । শুক্রবার থেকে ক্রমশ আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । শক্রবার দুপুরের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে কোথাও রেল লাইন, রাস্তা অবরোধ করে জনতা । মুর্শিদাবাদের বেলডাঙা, লালগোলা, সারগাছি-র মতো জায়গায় রেললাইনে বিক্ষোভ ,স্টেশনে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে । এই পরিস্থিতিতে আজ লালগোলায় শান্তি মিছিলের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিল পুলিশ ।

Intro:অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে লালগোলায় শান্তি মিছিল করল রাজ্য পুলিশ। Body:লালগোলা - জেলার অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে অবশেষে পথে নামল রাজ্য পুলিশ। লালগোলায় রাজ্য পুলিশ শান্তি মিছিল করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিল। বিশাল বাহিনী নিয়ে এদিন শহরে মাইকযোগে প্রচার চালানো হয়েছে।
গত তিন দিন জেলাজুড়ে চলেছে প্রতিবাদিদের তান্ডব লিলা। তছনছ করা হয়েছে সরকারি সম্পত্তি। কিন্তু উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন ঊঠেছে। সাধারণ মানুষের অভিযোগ, পুলিশ কড়া হাতে অরথম থেকে মোকাবিলা করলে উত্তেজনা জেলা জুড়ে ছড়াত না। তিন দিনের তান্ডব লিলার পর অবশেষে রাজ্য পুলিশের ঘুঙ ভাঙল বলেই মনে করছেন তাঁরা। গতকাল লোলগোলা স্টেশন ও কৃষ্ণপুর স্টেশনে অবাধে তান্ডব চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ট্রেনের বগিতে। লুটপাট চালানো হয় স্টেশনের টিকিট কাউন্টারে। এদিন দুপুরে মাইক নিয়ে পথে নামে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সহযোগীতারও অনুরোধ করা হয়েছে।Conclusion:লালগোলায় পুলিশের শান্তি মিছিল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.