কলকাতা, 22 মার্চ: বিধায়ক পদে শপথ নিয়েও বিপাকে বাইরন বিশ্বাস ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারির দাবি তুলল তৃণমূল কংগ্রেস ৷ স্মিতা সঞ্জয় জৈনকে উদ্দেশ্যে করে অকথ্য ভাষা ব্যবহার এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সাগরদিঘির কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে ৷ এই ঘটনায় সদ্যনির্বাচিত কংগ্রেস বিধায়ককে গ্রেফতারির দাবি তুলল ঘাসফুল ৷ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, স্পষ্ট ভাষায় বলতে হবে, তিনি কংগ্রেস বিধায়কের এই আচরণকে সমর্থন করেন কি না (Bayron Biswas takes oath as MLA in West Bengal Legislative Assembly) !
প্রসঙ্গত, সাগরদিঘি উপ-নির্বাচনের দিন মেহেবুব আলম সঞ্জয় জৈনের বিরুদ্ধে বোখারার একটি বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে ৷ প্রসঙ্গত, মেহেবুব আলম ধুলিয়ান পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ৷ আর সঞ্জয় জৈন তৃণমূল কংগ্রেস নেতা ৷ এরপর কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি তৃণমূল নেতা সঞ্জয় জৈনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ৷ এমনকী তিনি ঘাসফুলের নেতাকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন ৷
আরও পড়ুন: 22,980 ভোটে সাগরদিঘিতে জয়ী কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস
সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সঞ্জয় জৈনের বাড়িতে অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে বাইরনের বিরুদ্ধে । ধুলিয়ানের 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বুধবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কংগ্রেস বিধায়কের গ্রেফতারি দাবিতে সরব হয়েছে রাজ্য নেতৃত্ব ৷ কুণাল ঘোষ সাগরদিঘির কংগ্রেস বিধায়ককে গ্রেফতারির দাবি তুলেছেন ৷
আজ শপথ গ্রহণের আগে কুণাল ঘোষ বলেন, "শপথ গ্রহণ থাকলেও অবিলম্বে তাঁকে (বাইরন বিশ্বাস) গ্রেফতার করা উচিত ৷ প্রয়োজনে শপথের জন্য বিধানসভায় যাওয়ার পথেই তাঁকে গ্রেফতার করা হোক ৷ তিনি তৃণমূল নেতাকে অশ্লীল ভাষায় যে কথা বলেছেন, তারপর আর এভাবে ঘুরতে পারেন না ৷" এর সঙ্গে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উদ্দেশ্যে বলেন, "প্রদেশ কংগ্রেস সভাপতি স্পষ্ট করুন, আপনি কি বাইরন বিশ্বাসের মন্তব্যকে সমর্থন করেন ? যদি আপনি তাঁর এই বক্তব্যকে সমর্থন না-করেন তাহলে ক্ষমা চান ৷ অন্যথায় ধরে নিতে হবে, আপনারাও এই মন্তব্যের সমর্থক ৷" তৃণমূলের এই বিরোধিতা অবশ্য বাইরনের শপথের পথে কোনও বাধা হয়নি ৷ জানা গিয়েছে, বুধবার দুপুর একটায় শপথ নিয়েছেন সাগরদিঘির জয়ী কংগ্রেস প্রার্থী ৷ তাঁকে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন: কাটল জট, আজ দুপুরে বিধায়ক পদে বাইরনের শপথ