ETV Bharat / state

Scrub Typhus: স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি 3

স্ক্রাব টাইফাসে(Scrub Typhus) আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে(Murshidabad Medical College)ভর্তি রয়েছেন তিনজন ৷

Three infected in scrub typhus admitted to Murshidabad Medical College
Scrub Typhus
author img

By

Published : Jun 30, 2022, 1:49 PM IST

বহরমপুর, 30 জুন: মুর্শিদাবাদে বাড়ছে স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক । ইতিমধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে তিনজন ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College)। এ দিকে বর্ষার মরসুমে আবহাওয়ার পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেরা বলেন, "সঠিক সময়ে রোগ নির্ণয় হলে আতঙ্কের কোনও কারণ নেই । যে তিনজন ভর্তি রয়েছেন তারা সকলেই দ্রুত সেরে উঠছেন ।" জানা গিয়েছে, ঝোপ বা জঙ্গলে এক ধরনের মাকড়ের শরীরে থাকে স্ক্রাব টাইফাসের জীবাণু । মাকড়ের কামড়েই জীবাণু মানুষের শরীরে বাঁসা বাধে । প্রথমে জ্বর, সর্দি ও দ্বিতীয় সপ্তাহ থেকে বমি হতে শুরু করে । ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ অচল হতে শুরু করে ।

আরও পড়ুন: কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্ক

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিন রোগীর রক্ত পরীক্ষায় শুরুতেই এই রোগের জীবাণু ধরা পরে (Three infected in scrub typhus admitted to Murshidabad Medical College)। রোগ নির্ণয়ের শুরুতেই চিকিৎসা হওয়ায় তিনজনই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন । তবে এই ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে । এ দিকে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । ডেঙ্গির পর স্ক্রাব টাইফাসের আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে ।

বহরমপুর, 30 জুন: মুর্শিদাবাদে বাড়ছে স্ক্রাব টাইফাসের (Scrub Typhus) আতঙ্ক । ইতিমধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে তিনজন ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical College)। এ দিকে বর্ষার মরসুমে আবহাওয়ার পরিবর্তনের কারণে পাল্লা দিয়ে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালের এমএসভিপি অমিয়কুমার বেরা বলেন, "সঠিক সময়ে রোগ নির্ণয় হলে আতঙ্কের কোনও কারণ নেই । যে তিনজন ভর্তি রয়েছেন তারা সকলেই দ্রুত সেরে উঠছেন ।" জানা গিয়েছে, ঝোপ বা জঙ্গলে এক ধরনের মাকড়ের শরীরে থাকে স্ক্রাব টাইফাসের জীবাণু । মাকড়ের কামড়েই জীবাণু মানুষের শরীরে বাঁসা বাধে । প্রথমে জ্বর, সর্দি ও দ্বিতীয় সপ্তাহ থেকে বমি হতে শুরু করে । ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ অচল হতে শুরু করে ।

আরও পড়ুন: কোচবিহারে স্ক্রাব টাইফাস আতঙ্ক

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি তিন রোগীর রক্ত পরীক্ষায় শুরুতেই এই রোগের জীবাণু ধরা পরে (Three infected in scrub typhus admitted to Murshidabad Medical College)। রোগ নির্ণয়ের শুরুতেই চিকিৎসা হওয়ায় তিনজনই ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন । তবে এই ঘটনায় জেলা জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে । এ দিকে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । ডেঙ্গির পর স্ক্রাব টাইফাসের আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.