মুর্শিদাবাদ, 18 অক্টোবর: স্কুল ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে (Sexual Harassment in Murshidabad)। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সিনিয়র মাদ্রাসায়। সোমবার রাতে ডোমকল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷ আতঙ্কিত পড়ুয়ারা ৷
সূত্রের খবর, সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির পড়ুয়া ওই ছাত্র ৷ অভিয়োগ, সোমবার দুপুরে টিফিনের সময়ে ওই পড়ুয়াকে গোপনে স্কুলের শৌচালয়ে ডেকে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক । তারপর সেখানেই তাকে শারীরিক নিগ্রহ করেন । এমনকী ঘটনাটি কাউকে জানালে ওই পড়ুয়ার বিপদ হবে বলে হুমকিও । এদিকে স্কুল থেকে বাড়ি ফিরে এই পড়ুয়া প্রথমে পরিবারের কোনও সদস্যকে কিছু না বললেও পরে তার বাবাকে সমস্ত ঘটনাটি জানায় ৷ এরপরই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিত এই ছাত্রের বাবা ৷
আরও পড়ুন: রাজধানীতে নিরাপদ নয় পুরুষরাও, যৌন নির্যাতনের পর বালককে আধমরা ফেলে পালাল দুষ্কৃতীরা!
পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের বাড়ি সাগরপাড়ার রওশন নগর এলাকায়। ধৃতের বিরুদ্ধে পকশো আইনে মামলা রুজু করা হয়েছে।