ETV Bharat / state

দিনের বেলায় মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই - দিনের বেলায় মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই

প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই । বহরমপুর পশু হাসপাতালের সামনের ঘটনা ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 28, 2019, 12:03 PM IST

Updated : Sep 28, 2019, 1:48 PM IST

বহরমপুর, 28 সেপ্টেম্বর : প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই । ঘটনাটি বহরমপুরের । গতকাল বহরমপুর পশু হাসপাতালের সামনে উকিল পাড়ার বাসিন্দা প্রণব চক্রবর্তীর মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাগ ভরতি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । পুলিশ তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে । আহত প্রণববাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।

প্রণববাবু বহরমপুরে একটি ওষুধ দোকানে কাজ করেন । গতকাল ব্যাগে 2 লাখ নিয়ে তিনি পাশের একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । পুলিশের অনুমান, দোকান থেকে টাকা নিয়ে বেরনোর সময় থেকেই নজর রাখছিল ওই দুষ্কৃতীরা । পরে একটি ফাঁকা জায়গা পেয়েই কাজ সেরে ফেলে তারা ।

দেখুন ভিডিয়ো

বহরমপুর, 28 সেপ্টেম্বর : প্রকাশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে 2 লাখ টাকা ছিনতাই । ঘটনাটি বহরমপুরের । গতকাল বহরমপুর পশু হাসপাতালের সামনে উকিল পাড়ার বাসিন্দা প্রণব চক্রবর্তীর মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যাগ ভরতি টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা পালিয়ে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । পুলিশ তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে । আহত প্রণববাবুকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।

প্রণববাবু বহরমপুরে একটি ওষুধ দোকানে কাজ করেন । গতকাল ব্যাগে 2 লাখ নিয়ে তিনি পাশের একটি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন । পুলিশের অনুমান, দোকান থেকে টাকা নিয়ে বেরনোর সময় থেকেই নজর রাখছিল ওই দুষ্কৃতীরা । পরে একটি ফাঁকা জায়গা পেয়েই কাজ সেরে ফেলে তারা ।

দেখুন ভিডিয়ো
Intro:পুজোর মুখে প্রকাশ্যে বহরমপুর শহরে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। দুস্কৃতীদের তল্লাশি শুরু কিরেছে পুলিশ। Body:বহরমপুর - প্রকাশ্য দিবালকে চোখে স্প্রে করে ও মাথায় পিস্তল ঠেকিয়ে দুলাখ টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুই দুস্কৃতী। শুক্রবার দুপুরে বহরমপুর পশু হাসপাতালের সামনের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুলক্ষ টাকা খুইয়ে চোখের যন্ত্রনায় রাস্তায় পরে ছটফট করছিলেন ওই ব্যক্তি। স্থানীয় মানুষ ছুটে,এসে তাঁকে উদ্ধার করেন। যদিও তার,আগেই পগাড় পাড় দুস্কৃতীর। দুদকৃতীদের শনাক্ত করা যায়নি বলেন জানিয়েছেন বহরমপুর উকিলপাড়ার বাসিন্দা প্রণব চক্রবর্তী। প্রণববাবুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রণববাবু বহরমপুরের এক ওষধের দোকানের কর্মচারী। এদিন দুপুরে তিনি ব্যাগে ভর্তি দুলাখ টাকা নিয়ে সাইকেলে চেপে খাগড়ার এক ব্যাঙ্কে জমা,দিতে যাচ্ছিলেন। পশু হাসপাতালের সামনে দুই দুস্কৃতী তাঁর চোখে প্রথমে কিছু স্প্রে করেন। তাতেই অন্ধকার দেখেন প্রণববাবু। এরপর মাথাই পিস্তল ঠেকিয়ে টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। ঘটানার আকষ্মিকতায় কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রণববাবু ওষধের দোকান থেকেই দুস্কৃতীরা নজর রাখছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুজোর মুলহে বহরমপুরে শহরে দিনের বেলায় পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।Conclusion:টাকার ব্যাগ নিয়ে পলাতক দুই দুস্কৃতীকে চিহ্নিত করা যায়নি।
Last Updated : Sep 28, 2019, 1:48 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.