ETV Bharat / state

সালারে নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল চাপা পড়ে মৃত 3, আহত 13 - under construction godown

রাইস মিলের গোডাউনের নির্মাণ কাজ চলছিল ৷ হঠাৎ ভেঙে পড়ে যায় পাঁচিল ৷ চাপা পড়ে মৃত্যু হয় তিনজনের ৷

মৃত শ্রমিক
author img

By

Published : Aug 14, 2019, 5:46 PM IST

সালার (মুর্শিদাবাদ), 14 অগাস্ট : নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা শ্রমিকের ৷ নাম শেফালি হেমব্রম, কাঞ্চনা মালি ও সরস্বতী মালি ৷ আহত 13 জন ৷ তাঁরা কান্দি মহকুমা ও সালার হাসপাতালে চিকিৎসাধীন ৷ মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামের ঘটনা ৷

সালারের রাইগ্রামে একটি রাইস মিলের গোডাউনের নির্মাণকাজ চলছিল ৷ সেখানে কর্মরত ছিলেন 35 জন ৷ আজ দুপুরে হঠাৎওই নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে ৷ চাপা পড়ে যান 16 জন শ্রমিক ৷ তাঁদের প্রথমে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কাঞ্চনা ও সরস্বতীকে মৃত ঘোষণা করা হয় ৷ তাঁরা পুরুলিয়ার বাসিন্দা ৷ অবস্থা সংকটজনক হওয়ায় নয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শেফালির ৷ তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ আহত 13 জনের চিকিৎসা চলছে ৷ তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের ৷

আহতদের কান্দি মহকুমা হাসপাতালে দেখতে আসেন কান্দি মহকুমাশাসক অভিক দাস ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ সালার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

সালার (মুর্শিদাবাদ), 14 অগাস্ট : নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা শ্রমিকের ৷ নাম শেফালি হেমব্রম, কাঞ্চনা মালি ও সরস্বতী মালি ৷ আহত 13 জন ৷ তাঁরা কান্দি মহকুমা ও সালার হাসপাতালে চিকিৎসাধীন ৷ মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামের ঘটনা ৷

সালারের রাইগ্রামে একটি রাইস মিলের গোডাউনের নির্মাণকাজ চলছিল ৷ সেখানে কর্মরত ছিলেন 35 জন ৷ আজ দুপুরে হঠাৎওই নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে ৷ চাপা পড়ে যান 16 জন শ্রমিক ৷ তাঁদের প্রথমে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কাঞ্চনা ও সরস্বতীকে মৃত ঘোষণা করা হয় ৷ তাঁরা পুরুলিয়ার বাসিন্দা ৷ অবস্থা সংকটজনক হওয়ায় নয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শেফালির ৷ তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ আহত 13 জনের চিকিৎসা চলছে ৷ তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের ৷

আহতদের কান্দি মহকুমা হাসপাতালে দেখতে আসেন কান্দি মহকুমাশাসক অভিক দাস ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ সালার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Intro:রাইস মিলের নির্মিয়মান গোডাউনের পাচিল চাপা পরে মৃত তিন মহিলা শ্রমিক। আহত অন্তত ১৩ জন।Body:রাইস মিলের নির্মিয়মান গোডাউনের পাচিল চাপা পরে মৃত তিন মহিলা শ্রমিক। আহত অন্তত ১৩ জন। বুধবার দুপিরে ঘটনাটি ঘটছে মুর্শিদাবাদ জেলার সালার থানার রাইগ্রামে। আহতদের কান্দি মহকুমা ও সালার হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনায় মৃত শেফালি হেমব্রম ঝাড়খন্ডের বাসিন্দা।
কাঞ্চনা ও সরস্বতী মালি পুরুলিয়ার বাসিন্দা।
সালারের রাইগ্রামে একটি রাইসমিলে ৩৫ জন কর্মী নির্মান কাজ করছিল। পাচিলের একদিকের পাচিল হঠাৎ করে ভেঙ্গে পরলে ১৬ জন শ্রমিক চাপা পরে। তাদের উদ্ধার করে সালার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার কাঞ্চনা ও সরস্বতী কে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর ন'জনকে শঙ্কটজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। সেখান চিকিৎসা চলাকালীন শেফালি হেমব্রমের মৃত্যু হয়। বাকীদের চিকিৎসা চলছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ। আহতদের কান্দি মহকুম হাসপাতালে দেখতে আসেন কান্দির মহকুমা শাসক অভিক দাস। তিনিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।Conclusion:আহতদের কান্দি মহকুম হাসপাতালে দেখতে আসেন কান্দির মহকুমা শাসক অভিক দাস। তিনিও ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.