সালার (মুর্শিদাবাদ), 14 অগাস্ট : নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল তিন মহিলা শ্রমিকের ৷ নাম শেফালি হেমব্রম, কাঞ্চনা মালি ও সরস্বতী মালি ৷ আহত 13 জন ৷ তাঁরা কান্দি মহকুমা ও সালার হাসপাতালে চিকিৎসাধীন ৷ মুর্শিদাবাদের সালার থানার রাইগ্রামের ঘটনা ৷
সালারের রাইগ্রামে একটি রাইস মিলের গোডাউনের নির্মাণকাজ চলছিল ৷ সেখানে কর্মরত ছিলেন 35 জন ৷ আজ দুপুরে হঠাৎওই নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে ৷ চাপা পড়ে যান 16 জন শ্রমিক ৷ তাঁদের প্রথমে সালার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কাঞ্চনা ও সরস্বতীকে মৃত ঘোষণা করা হয় ৷ তাঁরা পুরুলিয়ার বাসিন্দা ৷ অবস্থা সংকটজনক হওয়ায় নয়জনকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় শেফালির ৷ তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ আহত 13 জনের চিকিৎসা চলছে ৷ তবে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের ৷
আহতদের কান্দি মহকুমা হাসপাতালে দেখতে আসেন কান্দি মহকুমাশাসক অভিক দাস ৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ সালার থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷