ETV Bharat / state

রুপোর গয়না তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ! 3 নাবালক-সহ আহত 6 শ্রমিক

Gas cylinder blast in jewellery workshop: রুপোর গয়না তৈরির কারখানায় কাজ চলছিল ৷ হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ করে ৷ আহত হন 6 জন শ্রমিক ৷ তাদের মধ্যে তিন জন নাবালক ৷

ETV Bharat
রুপোর গয়না তৈরির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 1:15 PM IST

দাসপুর, 21 ডিসেম্বর: রুপোর কারখানায় কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আহত হয়েছেন 6 জন কর্মী ৷ তাদের মধ্যে নাবালক 3 জন । বিস্ফোরণের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে ৷ খবর যায় পুলিশের কাছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তারা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ ৷

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায় ৷ জানা গিয়েছে, রুপোর ব্যবসায়ী বাপী চাকির অধীনে প্রায় 30 জন কাজ করে ৷ একটি ভাড়া বাড়িতে রুপোর গয়না তৈরির কাজ হয় ৷ এদিন রাতে রুপোর কারখানায় কাজ চলছিল ৷ হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের কিট বিস্ফোরণ হয় ৷

সেই সময় ঘরে 10 জন শ্রমিক কাজ করছিলেন ৷ সবাই আহত হন ৷ তাঁদের মধ্যে আগুনে ঝলসে জখম হন ৬ জন শ্রমিক ৷ তাঁদের প্রত্যেককেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে দাসপুর থানার পুলিশ ৷

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ কীভাবে গ্যাস সিলিন্ডারের কিটে বিস্ফোরণ হল, সেই সব দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের অধিকাংশের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও গোয়ালতোড়, পাঁশকুড়া এলাকায় ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

এক আহত অভি বলেন, "আমি মোবাইলে কথা বলছিলাম ৷ সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ তাতেই আমরা আহত হই ৷ পরে স্থানীয় দাদারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ৷ এর বেশি কিছু জানি না ৷ এই কারখানায় আমরা মূলত রুপোর কাজ করছিলাম।"

আরও পড়ুন:

  1. বসিরহাটের ইটভাটায় চিমনি বিস্ফোরণকাণ্ডে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা সাহায্য রাজ্যের
  2. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  3. নাগপুরে সৌর বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত 9

দাসপুর, 21 ডিসেম্বর: রুপোর কারখানায় কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় আহত হয়েছেন 6 জন কর্মী ৷ তাদের মধ্যে নাবালক 3 জন । বিস্ফোরণের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে ৷ খবর যায় পুলিশের কাছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ তারা সবাই এখন হাসপাতালে চিকিৎসাধীন ৷ তদন্তে নেমেছে দাসপুর থানার পুলিশ ৷

বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নুনিয়াগোদা এলাকায় ৷ জানা গিয়েছে, রুপোর ব্যবসায়ী বাপী চাকির অধীনে প্রায় 30 জন কাজ করে ৷ একটি ভাড়া বাড়িতে রুপোর গয়না তৈরির কাজ হয় ৷ এদিন রাতে রুপোর কারখানায় কাজ চলছিল ৷ হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের কিট বিস্ফোরণ হয় ৷

সেই সময় ঘরে 10 জন শ্রমিক কাজ করছিলেন ৷ সবাই আহত হন ৷ তাঁদের মধ্যে আগুনে ঝলসে জখম হন ৬ জন শ্রমিক ৷ তাঁদের প্রত্যেককেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে দাসপুর থানার পুলিশ ৷

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷ কীভাবে গ্যাস সিলিন্ডারের কিটে বিস্ফোরণ হল, সেই সব দিক খতিয়ে দেখছে দাসপুর থানার পুলিশ ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন নাবালক রয়েছে বলে জানা গিয়েছে ৷ আহতদের অধিকাংশের বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ও গোয়ালতোড়, পাঁশকুড়া এলাকায় ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।

এক আহত অভি বলেন, "আমি মোবাইলে কথা বলছিলাম ৷ সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয় ৷ তাতেই আমরা আহত হই ৷ পরে স্থানীয় দাদারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ৷ এর বেশি কিছু জানি না ৷ এই কারখানায় আমরা মূলত রুপোর কাজ করছিলাম।"

আরও পড়ুন:

  1. বসিরহাটের ইটভাটায় চিমনি বিস্ফোরণকাণ্ডে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা সাহায্য রাজ্যের
  2. আবারও বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ! বোমার আঘাতে হাতের আঙুল উড়ল নাবালকের
  3. নাগপুরে সৌর বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে মৃত 9
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.