সাগরদিঘি, 20 এপ্রিল: মরুভূমির জাহাজ এবার সাগরদিঘির মাটিতে। উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে চারটি উট । আর তাই নিয়ে এলাকার ঘুরছেন উত্তরপ্রদেশের চারজন। উঠের পিঠে চাপাচ্ছেন আগ্রহীদের। তবে উটের পিঠে চাপতে গুনতে হচ্ছে কড়ি । এলাকায় উট আসায় খুশি কচি-কাচারা । একসময় হাতিকে সাজিয়ে এলাকায় ঘুরতেন মাহুতরা । সেই হাতি দেখতে ভিড় জমত । হাতির পিঠে উঠিয়ে ঘোরাতেন মাহুতরা। তেমনই ঈদের মুখে এবার সাগরদিঘির আকর্ষণ মরুভূমির জাহাজ । তবে এই জাহাজে চড়তে রীতিমতো লাইন দিতে হচ্ছে । নিজের এলাকায় মরুভূমির যানে চাপার সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছে না। উটের পিছন পিছন ঘুরছে কচি-কাচারা ।
দিনদু'য়েক পরই খুশির ঈদে মাতবে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই খুশির ঈদে কচিকাচাদের মন ভরাতেই উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে চারটি উট। সাগরদিঘি ব্লকের বিভিন্ন প্রান্তে ঘুরছে সেগুলি । আর যা দেখতে ভিড় জমছে এলাকায় এলাকায় । মানুষ দু'হাত ভরে সাহায্য করছেন উট পালকদের। পাশাপাশি মরুভূমির যানে চড়তেও এগিয়ে আসছেন অনেকে । কচিকাচা থেকে শুরু করে উটের পিঠে চাপতে এগিয়ে আসছেন কিশোর থেকে কিংবা যুবকরা। নিজস্ব কায়দায় পিঠে উঠিয়ে সওয়ার করাচ্ছে মরুভূমির জাহাজ।
সার্কাসে জীবজন্তুর খেলা নিষেধ । ফলে চিড়িয়াখানা ছাড়া বন্য জন্তু ও বিভিন্ন প্রদেশের জীবজন্তু দেখার সুযোগ আর নেই । বইয়ের পাতায় যাদের সঙ্গে পরিচিতি ঘরের কাছে তাদের দেখতে লোভ সামলাতে পারছে না কেউ । ছোট থেকে বড়, উটের কাছাকাছি পৌঁছনোর আগ্রহে অনেকে তার পিছু পিছু মাইলের পর মাইল হাঁটছে । যারা আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল তারা উঠছে উটের পিঠে । কারণ উটের পিঠে চেপে ঘুরতে লাগছে টাকা । ঈদের দিন উটের পিঠে ওঠার ভিড় বাড়বে । সেদিন নতুন পোশাকে উটের পিঠে উঠে ছবি তুলতে ব্যস্ত থাকবে অনেকেই । খুশির ঈদে উটই এখন বাড়তি আকর্ষণ সাগরদিঘিতে ।