বহরমপুর, 27 ডিসেম্বর: বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে একজনের (One dies by Road Accident) । ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রায় 13 জন । মঙ্গলবার সকাল সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর দৈলতাবাদ থানার নমাইলে । আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই মৃত্যু হয়েছে বাস চালকের । ঘটনাস্থলে যায় দৈলতাবাদ থানার পুলিশ ।
জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি জলঙ্গি থেকে বহরমপুরের দিকে আসছিল । তার সামনে আর একটি যাত্রীবাহী বাস ডোমকল থেকে বহরমপুর আসছিল। দুটি বাসের রেষারেষিতে ওভারটেক করতে গিয়েই বিপরীতমুখী লরির সঙ্গে সংঘর্ষ হয় (Bus and lorry collided in Murshidabad) । পাশাপাশি কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতাও কম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন (Road Accident) ।
বাসে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন । ঘটনায় 14 জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয় । সেখানেই বাস চালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম এখনও জানা যায়নি ৷ হাসপাতালে ভর্তি এক মহিলা-সহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর । হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় আহত মাহাবুল হাসান বলেন, "বাস-লরি মুখোমুখি সংঘর্ষ লেগেছে ৷ বাসটি লোধুনপুর থেকে আসছিল ৷ বাসের গতি বেশি ছিল না বলেই মনে হয়েছে ৷ একটি লরি এসে ধাক্কা মারে ৷"
আরও পড়ুন: লরির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষে জখম কমপক্ষে 25 পড়ুয়া
প্রসঙ্গত, এর আগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি বেসরকারি স্কুলবাস (25 student injured by road accident)। পড়ুয়া ভরতি ওই স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় লরির। দুর্ঘটনায় আহত হন বাস চালক-সহ কমপক্ষে জনা 25 পড়ুয়া । আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধান্যকুড়িয়া হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে আহত 22 জন ছাত্র-ছাত্রীর। তবে চালক-সহ বাকি তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছিল অন্য একটি হাসপাতালে । 13 ডিসেম্বর সকালে উত্তর 24 পরগনার মাটিয়ার ফিরোজপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে । এর জেরে টাকি রোডে যানচলাচল সাময়িকভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল । পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি ।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা ডাম্পারের, প্রাণ গেল সুইগি ডেলিভারি বয়ের