লালগোলা, 16 নভেম্বর: নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী ৷ নাম রমেশ মণ্ডল(২৭) ৷ বাড়ি লালগোলার বিশ্বনাথপুর গ্রামে । ধৃতের কাছ থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ । উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা ৷ আজ তাকে আদালতে তুলে তিন দিনের পুলিশ হেপাজতে নিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, রমেশ মোটরবাইকে চেপে হেরোইন পাচার করছিল । খবর পেয়ে পুলিশ গোলদহ মোড়ে নাকা চেকিং শুরু করে । সেখানে ৬০০ গ্রাম হেরোইন সহ রমেশকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে আদালতে তোলা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ আর কেউ এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না জানতে পুলিশ রমেশকে জেরা করছে ৷