ETV Bharat / state

বাইকে চেপে হেরোইন পাচারের ছক, বমাল ধৃত ব্যক্তি - latest news of lagola

নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী ৷ তার কাছ থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে ৷

ধৃত রমেশ মণ্ডল
author img

By

Published : Nov 16, 2019, 4:31 PM IST

লালগোলা, 16 নভেম্বর: নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী ৷ নাম রমেশ মণ্ডল(২৭) ৷ বাড়ি লালগোলার বিশ্বনাথপুর গ্রামে । ধৃতের কাছ থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ । উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা ৷ আজ তাকে আদালতে তুলে তিন দিনের পুলিশ হেপাজতে নিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, রমেশ মোটরবাইকে চেপে হেরোইন পাচার করছিল । খবর পেয়ে পুলিশ গোলদহ মোড়ে নাকা চেকিং শুরু করে । সেখানে ৬০০ গ্রাম হেরোইন সহ রমেশকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে আদালতে তোলা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ আর কেউ এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না জানতে পুলিশ রমেশকে জেরা করছে ৷

লালগোলা, 16 নভেম্বর: নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ গ্রেপ্তার এক পাচারকারী ৷ নাম রমেশ মণ্ডল(২৭) ৷ বাড়ি লালগোলার বিশ্বনাথপুর গ্রামে । ধৃতের কাছ থেকে 600 গ্রাম হেরোইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ । উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা ৷ আজ তাকে আদালতে তুলে তিন দিনের পুলিশ হেপাজতে নিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, রমেশ মোটরবাইকে চেপে হেরোইন পাচার করছিল । খবর পেয়ে পুলিশ গোলদহ মোড়ে নাকা চেকিং শুরু করে । সেখানে ৬০০ গ্রাম হেরোইন সহ রমেশকে গ্রেপ্তার করা হয় । আজ তাকে আদালতে তোলা হয় ৷ জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক ৷ আর কেউ এই পাচারচক্রের সঙ্গে যুক্ত কি না জানতে পুলিশ রমেশকে জেরা করছে ৷

Intro:লালিগোলায় হেরোইন সহ গ্রেপ্তার এক মাদক পাচারকারী Body:লালিগোলা - নাকা চেকিং নসিয়ে নিষিদ্ধ মাদক হেরোইন সহ এক পাচারকারী গ্রেপ্তার করল লালগোলা ।ওই পাচারকারীকে গ্রেপ্তার করে ৬০০ গ্রাম হেরইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের দাম প্রায় ৫০ লক্ষ টাকা বলে দাবি পুলিশের। ধৃত ব্যাক্তির নাম রমেশ মন্ডল(২৭)।বাড়ি লালগোলা থানা এলাকার বিশ্বনাথপুর গ্রামে। এদিন ধৃতকে আদালতে তুলে তিন দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত পাচারকারী মোটর বাইকে করে মাদকদ্রব্য পাচারের উদ্যেশে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে আগেই খবর পেয়েছিল পুলিশ। সেইওমতো লালগোলা থানার পুলিশ খবর পেয়ে গোলদহ মোড়ে নাকা চেকিং বসিয়ে তল্লাশি শুরু করে। সেই সময় ৬০০ গ্রাম হেরোইন ও মোটর বাইক সহ পাচারকারী রমেশ মন্ডলকে গ্রেপ্তার করে পুলিশ।এই পাচার চক্রের সঙ্গে আর কে জড়িত আছে খতিয়ে দেখতে ধৃতকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আজ ধৃত পাচারকারীকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের আনেদন মঞ্জুর করেন।Conclusion:তন দিনের পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.