ETV Bharat / state

Missing Man Returns Home: তেলাঙ্গানার নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড - Samserganj Traffic Guard

দু’মাস নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরলেন তেলাঙ্গানার বাসিন্দা জনার্দন (Missing Man from Telangana Found in Murshidabad) ৷ তাঁকে সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের (Samserganj Traffic Guard) আধিকারিকরা উদ্ধার করেন ৷ জানা গিয়েছে, ভাষা সমস্যার কারণে নিখোঁজ হওয়ার পর বাড়ি ফিরতে পারেননি ৷ এ দিন তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

missing-man-from-telangana-found-in-murshidabad
Missing Man from Telangana Found in Murshidabad
author img

By

Published : Sep 9, 2022, 4:19 PM IST

সামশেরগঞ্জ, 9 সেপ্টেম্বর: তেলাঙ্গানার বাসিন্দা নিখোঁজ জনার্দনকে পরিবারের কাছে ফিরিয়ে দিল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড (Missing Man from Telangana Found in Murshidabad) ৷ দু’মাস আগে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ কিন্তু, ভাষা সমস্যার কারণে তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি ৷ আর কোনওভাবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ শহরে এসে পৌঁছান জনার্দন ৷ আর সেখানেই সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের (Samserganj Traffic Guard) সাহায্যে বাড়ির সদস্যদের সঙ্গে ফের দেখা হয়ে গেল জনার্দনের ৷ এ দিন তাঁকে ছেলে স্ট্যালিনের হাতে তুলে দেয় পুলিশ (Missing Man Returns Home) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মাস দুয়েক আগে তেলাঙ্গানার ওয়ারানগেলের বাসিন্দা জনার্দন নিখোঁজ হয়ে যান ৷ তার পর বিভিন্ন জায়গায় ঘুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছান তিনি ৷ সেখানে ভাষা সমস্যার কারণে, লোকজনের কাছে সাহায্য চেয়েও পাননি ৷ পরে এক টোটচালক বিষয়টি সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডে জানান ৷ ট্রফিক গার্ডের তরফে জনার্দনকে তাদের অফিসে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেও জনার্দনের তরফে তাঁর সম্পর্কে জানতে সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা ৷ পরে তাঁকে দিয়ে ইংরাজিতে নাম ও ঠিকানা লেখানো হয় ৷ সেই তথ্য ধরে তেলাঙ্গানার ওয়ারানগেল জেলার জেসুগন্ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এর পর জেসুগন্ডা পুলিশ ও সেখানকার মানবাধিকার কমিশনের সাহায্যে জনার্দনের পরিবারের খোঁজ পাওয়া যায় ৷

তেলাঙ্গানার নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড

আরও পড়ুন: বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ অধ্যাপক, দেহ মিলল উল্টোডাঙ্গায়

তেলাঙ্গানা পুলিশের সাহায্যেই জনার্দনের ছেলে স্ট্যালিন বৃহস্পতিবার সামশেরগঞ্জে আসেন ৷ রাতে স্টেশনের কাছেই পুলিশের তরফে তাঁর থাকার ব্যবস্থা করা হয় ৷ এ দিন সকালে স্ট্যালিন এবং জনার্দনের পরিচয়পত্র সহ অন্যান্য় নথি যাচাই করে সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের আধিকারিকরা ৷ তার পরেই জনার্দনকে তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয় ৷ বাবাকে খুঁজে পেয়ে খুশি স্ট্যালিনও ৷ তিনি এর জন্য সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন ৷

সামশেরগঞ্জ, 9 সেপ্টেম্বর: তেলাঙ্গানার বাসিন্দা নিখোঁজ জনার্দনকে পরিবারের কাছে ফিরিয়ে দিল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড (Missing Man from Telangana Found in Murshidabad) ৷ দু’মাস আগে ওই ব্যক্তি নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ কিন্তু, ভাষা সমস্যার কারণে তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি ৷ আর কোনওভাবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ শহরে এসে পৌঁছান জনার্দন ৷ আর সেখানেই সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের (Samserganj Traffic Guard) সাহায্যে বাড়ির সদস্যদের সঙ্গে ফের দেখা হয়ে গেল জনার্দনের ৷ এ দিন তাঁকে ছেলে স্ট্যালিনের হাতে তুলে দেয় পুলিশ (Missing Man Returns Home) ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, মাস দুয়েক আগে তেলাঙ্গানার ওয়ারানগেলের বাসিন্দা জনার্দন নিখোঁজ হয়ে যান ৷ তার পর বিভিন্ন জায়গায় ঘুরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পৌঁছান তিনি ৷ সেখানে ভাষা সমস্যার কারণে, লোকজনের কাছে সাহায্য চেয়েও পাননি ৷ পরে এক টোটচালক বিষয়টি সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডে জানান ৷ ট্রফিক গার্ডের তরফে জনার্দনকে তাদের অফিসে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানেও জনার্দনের তরফে তাঁর সম্পর্কে জানতে সমস্যা হয়ে দাঁড়ায় ভাষা ৷ পরে তাঁকে দিয়ে ইংরাজিতে নাম ও ঠিকানা লেখানো হয় ৷ সেই তথ্য ধরে তেলাঙ্গানার ওয়ারানগেল জেলার জেসুগন্ডা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ এর পর জেসুগন্ডা পুলিশ ও সেখানকার মানবাধিকার কমিশনের সাহায্যে জনার্দনের পরিবারের খোঁজ পাওয়া যায় ৷

তেলাঙ্গানার নিখোঁজ ব্যক্তিকে ঘরে ফেরাল সামশেরগঞ্জ ট্রাফিক গার্ড

আরও পড়ুন: বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ অধ্যাপক, দেহ মিলল উল্টোডাঙ্গায়

তেলাঙ্গানা পুলিশের সাহায্যেই জনার্দনের ছেলে স্ট্যালিন বৃহস্পতিবার সামশেরগঞ্জে আসেন ৷ রাতে স্টেশনের কাছেই পুলিশের তরফে তাঁর থাকার ব্যবস্থা করা হয় ৷ এ দিন সকালে স্ট্যালিন এবং জনার্দনের পরিচয়পত্র সহ অন্যান্য় নথি যাচাই করে সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের আধিকারিকরা ৷ তার পরেই জনার্দনকে তাঁর ছেলের হাতে তুলে দেওয়া হয় ৷ বাবাকে খুঁজে পেয়ে খুশি স্ট্যালিনও ৷ তিনি এর জন্য সামশেরগঞ্জ ট্রাফিক গার্ডের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.