ETV Bharat / state

Bengal Youth Malayalam Song : কেরলে রিয়ালিটি শোয়ে মালায়লম গান গেয়ে খ্যাতির আলোয় বাংলার পরিযায়ী শ্রমিক - Latest News on Kerala

মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা মাসাদুল শেখ ৷ বাংলা থেকে কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে রপ্ত করেছেন মালায়লম ৷ গাইতে পারেন ওই ভাষার গান ৷ রিয়ালিটি শোয়ে সেই গান গেয়ে রাতারাতি বিখ্যাত মাসাদুল (migrant labour from domkal sings malayalam song in a reality show) ৷

migrant labour from domkal sings malayalam song in a reality show
Bengal Youth Malayalam Song : কেরলে রিয়ালিটি শোয়ে মালায়লমে গান গেয়ে খ্যাতির আলোয় বাংলার পরিযায়ী শ্রমিক
author img

By

Published : Jan 8, 2022, 4:05 PM IST

ডোমকল, 8 জানুয়ারি : কেরলে মালায়লম ভাষায় গান গেয়ে রিয়ালিটি শোয়ের মঞ্চ দাপালেন বাংলার মাসাদুল শেখ । বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে কেরল গিয়েছেন তিনি ৷ সেখানে গিয়ে তাঁর এমন সাফল্যে হইচই পড়ে গিয়েছে (migrant labour from domkal sings malayalam song in a reality show) ৷

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর এসে পৌঁছেছে ডোমকলেও ৷ এলাকার ছেলের এমন কৃতিত্বে গর্বিত মুর্শিদাবাদের ওই এলাকার মানুষও ৷

মাসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসেরচক পাড়ায় । সেখান থেকেই তিনি কাজ করতে গিয়েছেন কেরলে ৷ এছাড়া কর্নাটক, তামিলনাড়ু, ওড়িশা-সহ একাধিক রাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

তবে যেখানেই গিয়েছেন, সেখানকার ভাষা রপ্ত করার চেষ্টা করেছেন ৷ সেখানকার গানও শিখে নিয়েছেন বছর 24-এর ওই যুবক ৷ তাই মালায়লম ছাড়া তামিল, তেলগু, ওড়িয়া ভাষার গানেও সমান পারদর্শী তিনি ।

Bengal Youth Malayalam Song : কেরলে রিয়ালিটি শোয়ে মালায়লমে গান গেয়ে খ্যাতির আলোয় বাংলার পরিযায়ী শ্রমিক

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, বন্ধুদের অনুরোধে দক্ষিণী ভাষায় গান গেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি । ভাল সাড়া মেলে ।

আরও পড়ুন : plastic rice at the mid day meal : মিড-ডে মিলে প্লাস্টিক চালের অভিযোগে চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় বাঙালি ছেলের গলায় মালায়লম ভাষার গান শুনেই ডাক পড়ে সেখানকার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে । সেখানেই মালায়লম ভাষায় গান গেয়ে, কথা বলে তাক লাগিয়ে দেন মাসাদুল । দর্শক এবং বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি ।

ডোমকল, 8 জানুয়ারি : কেরলে মালায়লম ভাষায় গান গেয়ে রিয়ালিটি শোয়ের মঞ্চ দাপালেন বাংলার মাসাদুল শেখ । বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে কেরল গিয়েছেন তিনি ৷ সেখানে গিয়ে তাঁর এমন সাফল্যে হইচই পড়ে গিয়েছে (migrant labour from domkal sings malayalam song in a reality show) ৷

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর এসে পৌঁছেছে ডোমকলেও ৷ এলাকার ছেলের এমন কৃতিত্বে গর্বিত মুর্শিদাবাদের ওই এলাকার মানুষও ৷

মাসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসেরচক পাড়ায় । সেখান থেকেই তিনি কাজ করতে গিয়েছেন কেরলে ৷ এছাড়া কর্নাটক, তামিলনাড়ু, ওড়িশা-সহ একাধিক রাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।

তবে যেখানেই গিয়েছেন, সেখানকার ভাষা রপ্ত করার চেষ্টা করেছেন ৷ সেখানকার গানও শিখে নিয়েছেন বছর 24-এর ওই যুবক ৷ তাই মালায়লম ছাড়া তামিল, তেলগু, ওড়িয়া ভাষার গানেও সমান পারদর্শী তিনি ।

Bengal Youth Malayalam Song : কেরলে রিয়ালিটি শোয়ে মালায়লমে গান গেয়ে খ্যাতির আলোয় বাংলার পরিযায়ী শ্রমিক

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, বন্ধুদের অনুরোধে দক্ষিণী ভাষায় গান গেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি । ভাল সাড়া মেলে ।

আরও পড়ুন : plastic rice at the mid day meal : মিড-ডে মিলে প্লাস্টিক চালের অভিযোগে চাঞ্চল্য

সোশ্যাল মিডিয়ায় বাঙালি ছেলের গলায় মালায়লম ভাষার গান শুনেই ডাক পড়ে সেখানকার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে । সেখানেই মালায়লম ভাষায় গান গেয়ে, কথা বলে তাক লাগিয়ে দেন মাসাদুল । দর্শক এবং বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.