ডোমকল, 8 জানুয়ারি : কেরলে মালায়লম ভাষায় গান গেয়ে রিয়ালিটি শোয়ের মঞ্চ দাপালেন বাংলার মাসাদুল শেখ । বাংলা থেকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে কেরল গিয়েছেন তিনি ৷ সেখানে গিয়ে তাঁর এমন সাফল্যে হইচই পড়ে গিয়েছে (migrant labour from domkal sings malayalam song in a reality show) ৷
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই খবর এসে পৌঁছেছে ডোমকলেও ৷ এলাকার ছেলের এমন কৃতিত্বে গর্বিত মুর্শিদাবাদের ওই এলাকার মানুষও ৷
মাসাদুল শেখের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসেরচক পাড়ায় । সেখান থেকেই তিনি কাজ করতে গিয়েছেন কেরলে ৷ এছাড়া কর্নাটক, তামিলনাড়ু, ওড়িশা-সহ একাধিক রাজ্যে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর ।
তবে যেখানেই গিয়েছেন, সেখানকার ভাষা রপ্ত করার চেষ্টা করেছেন ৷ সেখানকার গানও শিখে নিয়েছেন বছর 24-এর ওই যুবক ৷ তাই মালায়লম ছাড়া তামিল, তেলগু, ওড়িয়া ভাষার গানেও সমান পারদর্শী তিনি ।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, বন্ধুদের অনুরোধে দক্ষিণী ভাষায় গান গেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেন তিনি । ভাল সাড়া মেলে ।
আরও পড়ুন : plastic rice at the mid day meal : মিড-ডে মিলে প্লাস্টিক চালের অভিযোগে চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ায় বাঙালি ছেলের গলায় মালায়লম ভাষার গান শুনেই ডাক পড়ে সেখানকার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে । সেখানেই মালায়লম ভাষায় গান গেয়ে, কথা বলে তাক লাগিয়ে দেন মাসাদুল । দর্শক এবং বিচারকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি ।