ETV Bharat / state

Domkal Murder : পুরনো বিবাদের জেরে সালিশি সভায় চলল গুলি, ডোমকলে মৃত 1 - Domkal Murder

জমি নিয়ে পুরনো বিবাদের জেরে বসানো হল সালিশি সভা ৷ আর সেই সভায় দু'পক্ষের চালানো গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ আহত হয়েছেন আরও 2 জন ৷ ঘটনাটি মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোন মাঠপাড়া এলাকার (man shot dead in domkal) ।

Domkal Murder
পুরনো বিবাদের জেরে সালিশি সভায় চলল গুলি
author img

By

Published : Jul 1, 2022, 9:15 AM IST

ডোমকল, 1 জুলাই: সালিশি সভায় দু'পক্ষের মধ্যে বিবাদ, চলল গুলি । মৃত্যু হল একজনের । গুরুতর আহত হয়েছে আরও দু'জন । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোন মাঠপাড়া এলাকায় (man shot dead in Domkal)। মৃতের নাম আফজাল হোসেন (35) । তাঁর বাড়ি ডোমকলের মেহেদিপাড়া এলাকায়।

জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরনো একটা বিবাদ ছিল আফাজ শেখ ও আফজাল হোসেনের মধ্যে । তাদের আগেও বিবাদ হয় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে । বুধবার ফের বিষয়টি নিয়ে ঝামেলা হয় । সেই কারণে বৃহস্পতিবার সালিশি সভা ডাকা হয় দু'পক্ষের উপস্থিতিতে । কিন্ত সেই সভায় সমস্যা মেটার পরিবর্তে দু'পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে । সেখানেই গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । সেই সঙ্গে আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা আফজাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : দত্তপুকুরের শুটআউটে মৃতের রাজনৈতিক যোগ নেই, জানাল নিহতের পরিবার

আহতদের দু'জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কারা চালালো গুলি তা এখনও জানা যায়নি । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এখনও কাউকে গ্রেফতার করা যায়নি । তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।

ডোমকল, 1 জুলাই: সালিশি সভায় দু'পক্ষের মধ্যে বিবাদ, চলল গুলি । মৃত্যু হল একজনের । গুরুতর আহত হয়েছে আরও দু'জন । বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাবলাবোন মাঠপাড়া এলাকায় (man shot dead in Domkal)। মৃতের নাম আফজাল হোসেন (35) । তাঁর বাড়ি ডোমকলের মেহেদিপাড়া এলাকায়।

জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে পুরনো একটা বিবাদ ছিল আফাজ শেখ ও আফজাল হোসেনের মধ্যে । তাদের আগেও বিবাদ হয় জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে । বুধবার ফের বিষয়টি নিয়ে ঝামেলা হয় । সেই কারণে বৃহস্পতিবার সালিশি সভা ডাকা হয় দু'পক্ষের উপস্থিতিতে । কিন্ত সেই সভায় সমস্যা মেটার পরিবর্তে দু'পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে । সেখানেই গুলি চালায় বলে অভিযোগ ৷ ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । সেই সঙ্গে আফজাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় । সেখানে চিকিৎসকরা আফজাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন : দত্তপুকুরের শুটআউটে মৃতের রাজনৈতিক যোগ নেই, জানাল নিহতের পরিবার

আহতদের দু'জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । কারা চালালো গুলি তা এখনও জানা যায়নি । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । এখনও কাউকে গ্রেফতার করা যায়নি । তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.