ETV Bharat / state

বিদ্যুৎ বিচ্ছিন্ন করে 2 পরিযায়ী শ্রমিকের বাড়িতে হামলা - Berhampur News

সেকেন্দরাবাদ থেকে চারজন পরিযায়ী শ্রমিক বহরমপুরে ফেরেন ৷ বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁদের মধ্যে দুজনের বাড়িতে ভাঙচুর চালায়।

Houses of two migrant workers were attacked again
ফের দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে হামলা
author img

By

Published : Jun 7, 2020, 3:32 AM IST

বহরমপুর, 6 জুন : ফের বহরমপুরে হামলা দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে । এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুটি বাড়িতে অবাধে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ । পরিবারের দাবি, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পরিবারের লোকজনকেও কোয়ারানটিনে থাকা নিয়ে ঝামেলার সূত্রপাত । ঘটনাটি ঘটেছে বহরমপুর শহর লাগোয়া কান্তনগর খাসপাড়ায় ।

স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওই পাড়ার গুড্ডু রায়, শান্ত রায়চৌধুরী সহ চারজন পরিযায়ী শ্রমিক সেকেন্দরাবাদ থেকে ফিরেছেন । একদিন বাড়িতে থাকার পর অশান্তি শুরু হওয়ায় বহরমপুর থানার পুলিশ চারজনকেই বানজেটিয়ার কোয়ারান্টিন সেন্টারে পাঠায় ।

ফের দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে হামলা

এলাকার মানুষের দাবি, যেহেতু একদিন বাড়িতে পরিবারের সংস্পর্শে ছিল তাই তাদেরও কোয়ারানটিন সেন্টারে পাঠাতে হবে । এই নিয়ে পাড়ায় বচসা ও মনকষাকষি শুরু হয়। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুড্ডু রায় ও শান্ত রায়চৌধুরির বাড়িতে ভাঙচুর চালায়। তবে অন্ধকারের সুযোগে কে বা কারা ভেঙেছে পরিবারের লোকজন নিশ্চিত করে জানাতে পারেনি। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে চার পরিবারে ।

প্রসঙ্গত, দুদিন আগে ওই পাড়াতেই দুই পরিযায়ী শ্রমিক পরিবারে হামলার ঘটনায় দুই মহিলা আক্রান্ত হয়েছেন ।

বহরমপুর, 6 জুন : ফের বহরমপুরে হামলা দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে । এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দুটি বাড়িতে অবাধে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ । পরিবারের দাবি, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পরিবারের লোকজনকেও কোয়ারানটিনে থাকা নিয়ে ঝামেলার সূত্রপাত । ঘটনাটি ঘটেছে বহরমপুর শহর লাগোয়া কান্তনগর খাসপাড়ায় ।

স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার ওই পাড়ার গুড্ডু রায়, শান্ত রায়চৌধুরী সহ চারজন পরিযায়ী শ্রমিক সেকেন্দরাবাদ থেকে ফিরেছেন । একদিন বাড়িতে থাকার পর অশান্তি শুরু হওয়ায় বহরমপুর থানার পুলিশ চারজনকেই বানজেটিয়ার কোয়ারান্টিন সেন্টারে পাঠায় ।

ফের দুই পরিযায়ী শ্রমিকের বাড়িতে হামলা

এলাকার মানুষের দাবি, যেহেতু একদিন বাড়িতে পরিবারের সংস্পর্শে ছিল তাই তাদেরও কোয়ারানটিন সেন্টারে পাঠাতে হবে । এই নিয়ে পাড়ায় বচসা ও মনকষাকষি শুরু হয়। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে গুড্ডু রায় ও শান্ত রায়চৌধুরির বাড়িতে ভাঙচুর চালায়। তবে অন্ধকারের সুযোগে কে বা কারা ভেঙেছে পরিবারের লোকজন নিশ্চিত করে জানাতে পারেনি। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে চার পরিবারে ।

প্রসঙ্গত, দুদিন আগে ওই পাড়াতেই দুই পরিযায়ী শ্রমিক পরিবারে হামলার ঘটনায় দুই মহিলা আক্রান্ত হয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.