বহরমপুর, 5 মার্চ : ধর্ষকের হাত থেকে নাতনিকে বাঁচাতে গিয়ে খুন হলেন মহিলা ৷ ঘটনাটি বহরমপুর থানা এলাকার ৷ বছর পনেরোর নাতনিকে নিয়ে বহরমপুর থানা এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন ওই মহিলা ৷ অভিযোগ, গতরাতেই তাঁদের বাড়িতে জানালা ভেঙে ঢুকে নাতনিকে ধর্ষণের চেষ্টা করে বাপন চৌধুরি নামে এক যুবক ৷ মহিলা যুবককে বাধা দিতে গেলে তাকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ।
জানা গেছে, বাপন চৌধুরি জানালা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করলে মহিলা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় ফেরীঘাটের মাঝিদের সাহায্যের জন্য ডাকতে যান । সেই সময়েই ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে । মহিলা ফিরে এসে বাধা দিতে গেলে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ করছেন স্থানীয়রা । এরপর স্থানীয়রা অভিযুক্ত ওই যুবককে বেঁধে রেখে বহরমপুর থানায় খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থানে এলে অভিযুক্ত বাপন চৌধুরিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ ৷ গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও বাপন চৌধুরির নামে ধর্ষণের অভিযোগ উঠেছে ।